বর্তমানে একটার নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়েছে সেটা হল অরিজিত সিং বাংলাদেশে আসবেন। এই বিষয়ে ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন এবং অনেক নিউজ চ্যানেলেও এ বিষয়ে সংবাদ প্রচার করছেন। প্রথমে এই বিয়টি জানায় ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি প্রতিষ্ঠান। তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় অরিজিৎ সিং কে নিয়ে কনসার্টের কথা।
অরিজিৎ সিং এর এই বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য প্রথম আলো এই দুটি প্রতিষ্ঠানের কাছে জানতে যায়। প্রতিষ্ঠানের একজন কর্মকতা জানায় এই বিষয়ে আমরা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছি, কনসার্টের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
আরো পড়ুন: অর্গানিক উপায়ে দাঁত ও মাড়ি সুস্থ রাখার অব্যর্থ উপায়
এই বিষয়ে সেই কর্মকর্তা আরো বলেন যে আমরা এই কনসার্টের জন্য অরজিত সিং এর সাথে কয়েকবার যোগাযোগ করেছি। এই কনসার্টের বিষয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে করার কোন পরিকল্পনা নেই আমাদের। যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো আগামী বছরের শেষ ভাগে এই কনসার্টটি হতে পারে।
অরিজিৎ সিং এর আগে ২০১৬ সালে বাংলাদেশে আর্মি স্টেডিয়ামে একটি লাইভ কনসার্ট করেন। বর্তমানে অরিজিৎ সিং ভারতের নাম্বার ওয়ান সিঙ্গার হিসেবে রয়েছেন। তিনি ইন্ডিয়ার বলিউড মুভি ও অন্য মুভি গুলোতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অন্যতম স্থানে রয়েছেন। তিনি প্রতিটি গানের জন্য ৮ থেকে ১০ লাখ রুপি নিয়ে থাকেন। যা বাংলাদেশের টাকায় ১৫ লাখ টাকার মতো। এছাড়াও তিনি একটি লাইভ কনসার্টের জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।











