
ইউটিউব আইনগুলো সহজ ভাষায় জানুন | YouTube Policy learning a to z
প্রতিটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব যাত্রা শুরুর দিকে অনেক ভুল করে থাকে। যা তার চ্যানেলের জন্য ক্ষতিকারক। তাই ইউটিউব আইনগুলো সহজ ভাষায় জানুন | YouTube Policy learning a to z. আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ভুল গুলো ভুলেও করবেন না। তার সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া হলো। নিচের বিধিনিষেধ গুলো মেনে চললে আপনি কখন বিপদে পড়বেন না।
Table of Contents
- ইউটিউব আইনগুলো সহজ ভাষায় জানুন | YouTube Policy learning a to z
১) স্প্যাম ও প্রতারণামূলক কাজকর্ম (Spam & deceptive practices)
স্প্যাম ও প্রতারণামুলক কাজকর্ম বলতে যা বোঝায় তা হলো:
ভিডিও স্প্যাম: দর্শকদের কোন কিছু দেখানো প্রতিশ্রুতি দিয়ে ইউটিউবের বাইরে অন্য কোন ওয়েবসাইটে নিয়ে যাওয়। দ্রুত টাকা আয়ের লোভ দেখিয়ে YouTube ক্লিক, ভিউ এবং ট্রাফিক পাওয়ার চেষ্টা করা ও স্প্যাম। তাছাড়া এমন কোন সাইটে রিডাইক্টে করা যা ক্ষতিকারক সফ্টওয়্যার ছড়ায়, মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।
বিভ্রান্তিকর মেটাডেটা বা থাম্বনেল অর্থাৎ ভিডিও বিষয় এক কিন্তু টাইটেল মেটাডেটা এবং থাম্বনেল এই অন্য কিছু ব্যবহার করা। রাতারাতি ধনী হয়ে যাবেন এমন অবাস্তব স্কিম এর কথা বলাও ভিডিও স্ক্যাম। প্রলোভনমূলক স্প্যাম করা যাবে না। মানে সাব ফর সাব করা। কেউকে কখনওই বলা যাবেনা যে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো।
ছদ্মবেশী সংক্রান্ত নীতি (Impersonation policy)
ছদ্মবেশী সংক্রান্ত নীতি বলতে বোঝায় একটি চ্যানেল বা কোন ব্যক্তির নাম, ছবি, পরিচয় হুবহু কপি কিংবা সামান্য পরিবর্তন করে অন্য একটি চ্যানেল তৈরি করে পরিচালনা করাকে বোঝায়। এই বিষয় যদি কারো সামনে পরে তাহলে সে ইউটিউবের কাছে রিপোর্ট করতে পারবে।
উদাহরণ: মনে করুন একটি চ্যানেল এর নাম ”আজকের পৃথিবী”। এখন আপনি ও ”আজকের পৃথিবী” নামে একটি চ্যানেল তৈরি করেছে। শুধু মাত্র ইউটিউব হ্যান্ডেল এ সামান্য পরিবর্তন বা সংযোজন করে দিয়েছেন। এখন মুল “ আজকের পৃথিবী” যে পোস্ট করেন আপনি ও সেই একই পোস্ট করেন। একই টাইটেল ব্যবহা করেন, একই ডিজাইনের থাম্বনেল ব্যবহার করেন। তাহলে এটা ছদ্মবেশী সংক্রান্ত নীতির মধ্যে পড়ে। এই বিষয় যদি কোন ব্যক্তির বা সেলিব্রেটির ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে তারা রিপোর্ট করতে পারবেন।
রিপোর্ট করলে ছদ্মবেশী নীতি লঙ্ঘনের ফলে সেই চ্যানেল বন্ধ করে দিবে ইউটিউব কর্তৃপক্ষ।
এক্সটার্নাল লিঙ্ক সংক্রান্ত নীতি (External links policy)
আপানার ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে চ্যানেলের যেকোন জায়গায় ইউটিউব নিষেধ করা যেসব লিংক গুলো আছে তা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার চ্যানেল বন্ধ করে দিবে ইউটিউব কর্তৃপক্ষ।
যে ধরনের লিংক শেয়ার করা যাবেনা যথা:
- পর্নোগ্রাফির লিঙ্ক বা ১৮+ কোন ধরনের লিংক শেয়ার করা যাবে না।
- ম্যালওয়্যার ভাইরাস ইনস্টল করে,, এমন ওয়েবসাইট বা সফটয়্যার গুলোর লিংক কখনই শেয়ার করা যাবে না।
- ব্যবহারকারী সাইন ইন তথ্য, আর্থিক তথ্য চাইতে পারে এমন ওয়েবসাইট বা অ্যাপের ফিশিং লিংক।
- সন্ত্রাসী সংগঠনের জন্য টাকা পায়সা সংগ্রহ বা তাদের দলে যোগ দেওয়ার জন্য কোন ফরম পুরনের লিংক শেয়ার করা যাবে না।
- শিশু যৌন নির্যাতন কারী ছবি বা কোন ভিডিও ধারণ করা কোন ওয়েবসাইটের লিংক শেয়ার করা যাবে না।
- ইউটিউব নিষেধ পন্য গুলো উল্লেখ করা এই পন্য বা সার্ভিস গুলো বিক্রির লিংক শেয়ার করা যাবে না।
- ইউটিউব ঘৃণা বা হয়রানি নীতি লঙ্ঘন করে এমন লিংক দেওয়া যাবে না।
- হিংসাতক কাজ করতে উৎসাহিত করে এমন লিংক গুলো শেয়ার করা যাবে না।
- প্রতারণামূলক সামগ্রী ছড়িয়ে দেয় যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মতো মারাত্মক ক্ষতির গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে এমন অ্যাপ বা ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে না।
- হিংসাত্মক আক্রমণকারীদের ম্যানিফেস্টো রয়েছে এমন বহিরাগত ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে না।
জাল ব্যস্ততা নীতি (Fake engagement policy) ইউটিউব আইনগুলো সহজ ভাষায় জানুন
জাল ব্যস্ততা নীতি লঙ্ঘন হয় যখন কোন ব্যক্তি তার চ্যানেলে ভিউ, লাইক এবং সাবস্ক্রাইব বাড়ানো জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে থাকে। একই ডিভাইস থেকে কোন ভিডিও বার বার দেখে ভিউ বাড়ানো চেষ্টা। এই বিষয় গুলো করে থাকলে তা জাল ব্যস্ততা নীতি (Fake engagement policy) এর আওতায় পরে।
২) সংবেদনশীল কন্টেন্ট (Sensitive content)
নগ্নতা এবং যৌন বিষয়বস্তু নীতি (Nudity & sexual content policies)
যৌন তৃপ্তিকে বোঝানোর জন্য স্পষ্ট কন্টেন্ট YouTube-এ অনুমোদিত নয়। পর্নোগ্রাফি পোস্ট করার ফলে আপনার চ্যানেল বন্ধ করে দিতে পারে ইউটিউব। যৌন তৃপ্তির জন্য স্তন, নিতম্ব দেখানো বস্ত্রহীন অবস্থায় ভিডিও করা ইউটিউব আইনের বিরুদ্ধে। তাই এগুলো করা যাবে না।
থাম্বনেল নীতি (Thumbnails policy)
ইউটিউব আইন অনুযায়ী যেকল ছবি এবং শব্দ লেখা নিষেধ সেগুলো ব্যবহার করলে থাম্বনেল নীতি লঙ্ঘন করে। যেসব ছবি দেওয়া নিষেধ:
- পর্নোগ্রাফি ছবি ব্যবহার করা যাবে না।
- যৌন কামিতা, সেক্সটয়, বস্তু কামিতা বোঝায় এমন কোন ছবি থাম্বনেল এ ব্যবহার করা যাবে না।
- দর্শকের মনে হিংসা জাগায় এমন ছবি ব্যবহার করা যাবে না।
- রক্ত বা জমাট বাধা রক্তাক্ত ছবি যা দেখলে দর্শদের মাঝে ভয়, ঘৃণা, হিংসা জাগে এমন কিছু ব্যবহার করা যাবে না।
- থাম্বনেল আর আর একটি বড় নীতি লঙ্ঘন কাজ হলো থাম্বনেল এ আছে কিন্তু ভিডিওতে তার কোন বিষয় নেই। এটা কখনও করা যাবে না।
আপনি যদি এই উপরোক্ত নিয়ম না মেনে থাম্বনেল তৈরি করেন তাহলে আপনার চ্যানেল বা একাউন্ট বন্ধ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ। তখন আর আপনার কিছুই করার থাকবে না।
বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি
১৮ বছরের কম বয়সীদের নাবালক বলা হয়ে থাকে। আপনার কন্টেন্ট বা চ্যানেলের যে কোন কার্যক্রম যদি নাবালকদের জন্য ক্ষতিকারক হয় তাহলে তখন বাচ্চাদের নিরাপত্তা সক্রান্ত নীতি লঙ্ঘন করে।
আপনার কন্টেন্ট এর মধ্যে যদি মাকদ দ্রব্য খাওয়া বা দেখানো হয়ে থাকে, আতশবাজির অপব্যবহার দেখানো হয়, আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রনাধীন, বাচ্চাদের শারীরিক, যৌন এবং অসদাচরণ শেখায়, হিংস্রতা শেখায়। মোট কথা বাচ্চাদের শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে এমন কন্টেন্ট দেওয়া যাবে না।
আপনি যদি এই নীতি লঙ্ঘন করেন তাহলে আপনার একাউন্ট এবং চ্যানেল বন্ধ করে দিবে ইউটিউব কর্তৃপক্ষ।
আত্মহত্যা, নিজেকে শারীরিক কষ্ট দেওয়া এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সংক্রান্ত নীতি
আত্মহত্যা, মানুষ নিজেকে শারীরিক কষ্ট দেওয়া এবং অস্বাস্থকর খাদ্যাভ্যাস মানুষের জন্য গুরুতর ক্ষতিকর একটি বিষয়। এর ফলে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। এর ফলে মানুষ খারাপ হয়ে যেতে পারে। তাই ইউটিউব এই ধরনের কোন বিষয় তাদের প্লাটফর্মে পোস্ট করার কোন অনুমতি নেই। এই নিয়ম লঙ্ঘন করলে আপনার চ্যানেল বন্ধ করে দিতে পারে।
অশ্লীল ভাষা সংক্রান্ত নীতি
যৌন ক্রিয়াকলাপের সাথে যুক্ত শব্দের অত্যধিক ব্যবহার করা কন্টেন্টের শীর্ষক, থাম্বনেল বা এর মেটাডেটাতে অশ্লীল বা যৌন ইঙ্গিতপূর্ণ শব্দের অত্যধিক ব্যবহার অশ্লীল ভাষা সংক্রান্ত নীতি লঙ্ঘন করে।
এই নীতি লঙ্ঘন করলে আপনাকে সতর্ক করার জন্য প্রথমে একবার স্ট্রাইক দিবে। ৯০ দিনের মধ্যে যদি আপনার চ্যানেলে তিনটি স্ট্রাইক আসে তাহলে আপনার একাউন্ট বা চ্যানেল বন্ধ করে দিবে ইউটিউব থেকে । হিংসাত্মক বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো হয়েছে এমন কন্টেন্ট যদি পাবলিস করেন।
আমাদের ফেইসবুক পেইজ: তোয়ান
৩) হিংসাত্মক বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো হয়েছে এমন কন্টেন্ট (Violent or dangerous content)
ক্ষতিকর বা বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত নীতি
গুরুতর শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে এমন চ্যালেঞ্জ দেওয়া। বিপদজনক বা মানুষকে ভয় দেখানোর জন্য প্রাঙ্ক করা। নাবালবের মানসিক বা শারীরিক সাস্থ্য ক্ষতির ঝুকি আছে এমন কাজ করা। অস্ত্র বা জখম করার নিদের্শ দেওয়া। ডিজিটাল হ্যাকিং করা। যার মাধ্যমের মানুষের ব্যক্তিগত তথ্য ঝুকির মধ্যে পরে। এমন কাজকর্ম ক্ষতিকর বা বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত নীতি লঙ্ঘন করে। তাই এটার থেকে দুরে থাকবেন সকল কন্টেন্ট ক্রিয়েটরগন।
হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট সংক্রান্ত নীতি
পথ দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ ও জঙ্গি হামলার পরবর্তী রক্তাক্ত দৃশ্য, রাস্তায় মারামারির দৃশ্য, শারীরিক আক্রমণ, গায়ে আগুন লাগানো, অত্যাচার, মৃতদেহ, প্রতিবাদ বা দাঙ্গা, ছিনতাই, চিকিৎসার ক্ষেত্রে অপারেশনের দৃশ্য বা অন্যান্য পরিস্থিতিতে যেখানে দর্শকের মন আতঙ্ক বা বিতৃষ্ণা তৈরি করার জন্য ফুটেজ, অডিও ক্লিপ ও ছবি দেখানো হয় যাবে না।
কোন একটি নির্দিষ্ট গোষ্ঠী বা জাতির বিরুদ্ধে হিংসামুলক কোন কিছু করা যাবে না। এমন কিছু দেখানো যাবে না যা দেখে মানুষের ঘৃণা হয় মল, বমি ইত্যাদি। মানুষের হাত পা কাটা, রাস্তায় দূঘটনায় মৃত ব্যক্তির রক্তাক্ত দেহ। পশু পাখির উপর নির্যাতন করার ভিডিও বা ছবি।
উপরোক্ত বিষয় গুলোর মতো কার্যকলাপ হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট সংক্রান্ত নীতি লঙ্ঘন করে। যার ফলে আপনার চ্যানেল বন্ধ করে দিতে পারে কর্তৃপক্ষ।
৪) নিয়ন্ত্রিত প্রোডাক্ট (Regulated goods)
বেআইনি বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবা সংক্রান্ত নীতি
ইউটিউব থেকে কয়েকটি প্রোডাক্ট বিক্রি করা যাবে না। প্রোডাক্ট গুলো হলো:

৫) ভুল তথ্য সংক্রান্ত নীতি (Misinformation)
অপ্রাসঙ্গিক কোন একটি ভিডিওর ক্লিপ বার বার দেখানো। এবং এই ভিডিও দেখিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে ব্যবহার কারীদের বিভ্রান্ত করা। এর ফলে গুরুতর ঝুকি বা ক্ষতি হতে পারে। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়ে তা ভুল তথ্য সংক্রান্ত নীতির মধ্যে পড়ে। অতীতের কোনও ইভেন্টের পুরনো ফুটেজ বর্তমান ইভেন্টে দেখিয়ে মিথ্যা দাবি করে গুরুতর ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে এমন কন্টেন্ট। আপনি যদি এমন করে থাকেন তাহলে ভুল তথ্য সংক্রান্ত নীতি লঙ্ঘনের শাস্তি সরূপ আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে ইউটিউব কর্তৃপক্ষ ।
ইউটিউব পলিসি নিজেই পড়ুন ইউটিউব কমিউনিটি থেকে
আরো পড়ুন: ব্লু কাট চশমা চোখের জন্য কতটা উপকারী এবং ক্ষতিকারী?
আরো পড়ুন: ২০২৫ সালে সফল ইউটিউবার হওয়ার উপায়