কম দামে ভালো ল্যাপটপ ২০২৫ – SMART Flairedge Intel Celeron N4020C

Share This Post
কম দামে ভালো ল্যাপটপ ২০২৫

কম দামে ভালো ল্যাপটপ ২০২৫ সালে কিনতে চাইলে আপনি SMART Flairedge Intel Celeron N4020C এই ল্যাপটপটি কিনতে পারেন। কারণ ল্যাপটপটির দাম মাত্র ২৯৪০০ টাকা। এর ফিচার ও রয়েছে ভালো। আসুন আমরা জেনে নি তার ফুল ফিচার সম্পর্কে। 

কম দামে ভালো ল্যাপটপট কোনটি?

আজকে যে ল্যাপটপটির কথা বলবো তার নাম হলো SMART Flairedge Intel Celeron N4020C

ল্যাপটপটি। কারণ আপনি বাজেটের মধ্যে যে ফিচার গুলো পাচ্ছেন তা বাজারে অন্য কোম্পানির ল্যাপটপ গুলোতে পাবেন না। 

এই ল্যাপটপটি দিয়ে কি কি কাজ করতে পারবেন?

  • স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটি ভালো হবে। 
  • যারা অফিসিয়াল কাজের জন্য যেমন: এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ডকুমেন্ট লেখা ইত্যাদি কাজ গুলো করতে পারবেন।
  • ইন্টারনেটে আপনি রিসার্চ করার জন্য এই ল্যাপটপটি ভালো হবে। 
  • মুভি, নাটক দেখতে আপনি এই ল্যাপটপটি কিনতে পারেন। 

তাই বলা যায় এটি একটি স্টুডেন্টদের বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ। আপনি যদি উপরের কাজ গুলোর জন্য একটি কমদামে ভালো ল্যাপটপ কিনতে চান তাহলে এটি নির্বাচন করতে পারেন। 

ল্যাপটপটির প্রধান ফিচার সমুহ: 

  • প্রসেসর: আপনি এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন ইন্টেলের Celeron N4020C প্রসেসর। যার সাহায্যে আপনি অফিসিয়াল ও হালকা কাজগুলো করতে পারবেন অনায়াসে। 
  • RAM: র‌্যাম রয়েছে 8GB DDR4 2133MHz
  • স্টোরেজ: 256GB M.2 SSD এম ডট টু থাকায় আপনি স্পিড পাবেন অনেক ভালো। 
  • ব্যাটারি ব্যাকআপ: ল্যাপটপটিতে রয়েছে  2-cell Li-ion Battery এবং Battery Capacity: 11.4/4700mAh যার সাহায্যো আপনি দুই তিন ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। 
  • ডিসপ্লের মান: কম দামে ভালো ল্যাপটপ বলা যায় এর ডিসপ্লেটি দেখে কারণ ল্যাপটপটির ডিসপ্লে হলো LCD এবং রেজুল্যেশন FHD (1920×1080)। যার সাহায্যে আপনি ফুল এইডি ছবি দেখতে পাবেন। 
  • গ্রাফিক্স কার্ড: Intel UHD Graphics রয়েছে এই ল্যাপটপটিতে। 
  • স্কিন সাইজ: 15.6 Inch যা ছোট ডিসপ্লের মধ্যে একটি ভালো সাইজ। 
  • কালার: সিলভার কালারের এই ল্যাপটপটি দেখতে অনেক সুন্দর লাগে। 
  • ওজন: ল্যাপটপটির ওজন হলো ১.৭ কেজি। যা একটি পোর্টেবল ল্যাপটপ বলা যায়। 

উপরের ফিচার গুলো দেখে আপনি বুঝতে পারছেন যে ল্যাপটপটি একটি সাধারন ইউজার কোয়ালিটি। যারা কম দামে ভালো ল্যাপটপ খুজে থাকেন তারা এই ল্যাপটপটি কিনতে পারেন। তাছাড়া আপনার বাজেট যদি আরো বেশি হয়ে তাহলে আপনি নিচের এই পোস্টের মাধ্যমে সকল বিষয় দেখে একটি ল্যাপটপ নির্বাচন করতে পারেন। 

আরো: ৫০ হাজার টাকার মধ্যে ভালো ১০টি ল্যাপটপ ২০২৫

ল্যাপটপ নির্বাচন করার পদ্ধতি

আপনি একটি ল্যাপটপ কেনার আগে অবশ্যই আপনার কি কি কাজ করার প্রয়োজন তা ভেবে দেখুন। তারপর সেই কাজ গুলো কোন ল্যাপটপটি দিয়ে করতে পারবেন তা নির্বাচন করুন। যদি আপনি আপনার কাজের দিকে খেয়াল না রেখে একটি ল্যাপটপ ক্রয় করেন তাহলে অনেক সমস্যা হতে পারে। যেমন: 

  • দাম কম দিয়ে একটি ল্যাপটপ কিনলেন কিন্তু আপনি যদি ভারি ভারি কাজ যেমন: ভিডিও এডিটিং, গেমস খেলার জন্য একটি ল্যাপটপ কিনতে চান তাহলে তা দিয়ে কাজ গুলো সম্পন্ন করতে পারবেন না। যার ফলে আপনার পুরো টাকাটাই জলে যাবে। 

তাই শুধু কম দামে ভালো ল্যাপটপ কিনবেন না যদি আপনার কাজ না হয়। আবার আপনি যদি কোন ভারি কাজ না করেন তাহলে বেশি দাম দিয়ে একটি ল্যাপটপ কিনে টাকা আটকে রেখে লাভ নেই। 

পরিশেষে: আপনার যদি উপরের কাজ গুলো করার জন্য একটি কম দামে ভালো ল্যাপটপ ২০২৫ সালে কিনতে চান। তাহলে SMART Flairedge Intel Celeron N4020C এই ল্যাপটপটি কিনতে পারেন। এটি আমাদের দেশের একটি পণ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *