
বাজার থেকে কীভাবে আসল মোবাইল কিনবেন? বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি মানুষেরই একটি স্মার্টফোনের প্রয়োজন। যে কারণে সবাই চাই একটি স্মার্ট ফোন কিনতে কিন্তু এখানে আছে একটি সমস্যা। অনেক দামি ফোনের কপি বা নকল ফোনও পাওয়া যায় বাজারে যেগুলো যাচাই করে না কিনলে আপনি প্রতারিত হতে পারেন। আপনি নিজেই যাতে বাজারে গিয়ে একটি আসল ফোন কিনতে পারেন। তার জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস নিচে দেওয়া হল। যেগুলো দেখে নিজেই যাচাই করতে পারবেন, এটা আসল ফোন নাকি নকল ফোন।
বাজার থেকে কীভাবে আসল মোবাইল কিনবেন?
বাজার থেকে আসল মোবাইল কেনার ১০টি গুরুত্বপূর্ণ টিপস নিচে দেওয়া হলো: যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একটি নতুন বা আসল মোবাইল কেনা যায়।
১. ভরসাযোগ্য দোকান থেকে কিনুন
নকল ফোন কেনা থেকে বাঁচতে অবশ্যই আপনি একটি রেজিস্ট্রারকৃত দোকান থেকে মোবাইল ফোন কিনবেন। তাছাড়া ব্র্যান্ডের অনুমোদিত স্টোর থেকে যদি আপনি একটি মোবাইল ফোন কিনেন তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন এটা আসল ফোন। ব্রান্ডের অনুমোদিত দোকান ছাড়া আপনি যদি খোলা জায়গা থেকে একটি মোবাইল কিনেন তাহলে সেই মোবাইলটি নকল অথবা চোরাই ফোন হতে পারে।
জেনে রাখুন: প্রতিটি বড় মোবাইল ব্র্যান্ডের ওয়েবসাইটে তাদের অধিকৃত বিক্রেতাদের তালিকা দেওয়া থাকে। কেনাকাটার আগে এই তালিকা চেক করে নিন।
২. IMEI নম্বর যাচাই করুন
ফোনের *#06# ডায়াল করে IMEI নম্বর বের করুন। এটি ফোনের বক্স ও ইনভয়েসের সঙ্গে মিলিয়ে দেখুন। চাইলে www.imei.info ওয়েবসাইটে গিয়ে নম্বরটি চেক করতে পারেন। IMEI নম্বর হলো একটি ফোনের পরিচয় নম্বর। তাই আপনি মোবাইল কেনার আগে অবশ্যই IMEI নাম্বারটি চেক করে নেবেন। কীভাবে আসল মোবাইল কিনবেন তা জানতে পারলেন। আরো কিছু টিপস আছে সেগুলো নিচে থেকে দেখুন।
- ফোনের IMEI নম্বর এবং বক্সে লেখা IMEI নম্বর একই কিনা দেখুন
- অনলাইনে ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে IMEI চেক করুন
- ফোনের IMEI ১৫ ডিজিটের হয় (কিছু ডিভাইসে ১৭ ডিজিট)


৩. বক্স ও প্যাকেজিং পরীক্ষা করুন
একটি আসল বা অরিজিনাল ফোনের প্যাকেজিং খুব নিখুঁত হয়। প্যাকেজিংয়ের বানান ভুল কোথাও ছেরা কাটা বা হালকা প্লাস্টিক থাকলে সন্দেহ করুন। একটি অরিজিনাল মোবাইলের যে সকল বিষয় দেখবেন বক্সের ক্ষেত্রে।
- উচ্চমানের প্রিন্টিং এবং ব্র্যান্ডিং
- সঠিক বর্ণনা ও স্পেসিফিকেশন
- হলোগ্রাম বা সিকিউরিটি স্টিকার
- নির্দিষ্ট ফোন মডেলের জন্য নির্ধারিত প্যাকেজিং ডিজাইন
৪. সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম যাচাই করুন
নকল ফোনের অপারেটিং সিস্টেমও আসল ফোন এর মত দেখায়। শুধু আসল ফোনের মত অপারেটিং সিস্টেম দেখালেই আপনি এটা আসল ভেবে নেবেন না। সেটিংসে গিয়ে ফোনের ওএস, ভার্সন, আপডেট অপশন ইত্যাদি চেক করুন। সকল অপশন যদি ঠিকমত কাজ করে তাহলে আপনি বুঝতে পারবেন এটি একটি আসল ফোন।
- সিস্টেম আপডেট অপশন দেখুন
- সেটিংস মেনুতে সমস্ত ফিচার সঠিকভাবে আছে কিনা
- প্রি-ইনস্টলড অ্যাপগুলি আসল কিনা
- অভিজ্ঞতা স্মুথ কিনা
আরো পড়ুন: ১৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৫
৫. ক্যামেরা ও স্ক্রিনের কোয়ালিটি পরীক্ষা করুন
বাজার থেকে মোবাইল কেনার সময় আপনি মোবাইল ফোনের ক্যামেরাটি অবশ্যই চেক করবেন। নকল মোবাইলের ক্যামেরার রেজুলেশন কম থাকে। ডিসপ্লের কোয়ালিটি ও ভালো থাকে না। মোবাইলটি হাতে নিয়ে চারপাশ দিয়ে দেখবেন কোন দিক দিয়ে নেগেটিভ দেখায় কিনা। কীভাবে আসল মোবাইল কিনবেন বা আসল মোবাইল চেনার এটিও ভালো একটি টিপস।
- ব্রাইটনেস সেটিংসের সমস্ত স্তরে স্ক্রিন চেক করুন
- ভিউয়িং অ্যাঙ্গেল পরীক্ষা করুন
- টাচ রেসপন্সিভনেস দেখুন
- ডিসপ্লের রং ও সাচুরেশন চেক করুন
৬. ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে মডেল চেক করুন
বাজার থেকে মোবাইল কেনার সময় অবশ্যই ইন্টারনেটে সার্চ করে দেখবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সবকিছু ঠিক আছে কিনা। যেমন- মডেল, চিফসেট, ক্যামেরা ইত্যাদি। আপনার হাতের মোবাইলটি যদি google এ বা ইন্টারনেটে এই মডেলের কোন ফোন না থাকে, তাহলে বুঝতে পারবেন এটি একটি নকল ফোন।
৭. ওয়ারেন্টি ও ইনভয়েস সংগ্রহ করুন
মোবাইল কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড এবং ইন ভয়েস এর সাথে মোবাইলের ইএমআই নম্বর এবং অন্যান্য সকল তথ্য মিলিয়ে নেবেন। সবকিছু যদি ঠিক থাকে তাহলেই মোবাইলটি নিবেন। একটি নকল মোবাইলের ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে না।
৮. সিরিয়াল নম্বর যাচাই করুন
মোবাইল ফোনের সেটিংস অপশনে গিয়ে তার সিরিয়াল নম্বরের সাথে বক্সে থাকা বা ইনবয়েসের সিরিয়াল নম্বর মিলিয়ে নিবেন। একটি আসল মোবাইল কেনার জন্য প্রতিটি বিষয়ে আপনাকে চেক করে নেওয়া লাগবে। আপনি যদি একটু আলসেমি করে এই কাজগুলো না করেন তাহলে প্রতারিত হতে পারেন।
৯. অ্যাপ দিয়ে ফোন যাচাই করুন
Phone INFO বা CPU-Z এর মতো অ্যাপ দিয়ে ফোনের হার্ডওয়্যার, চিপসেট, ব্যাটারি ইত্যাদি যাচাই করতে পারেন। অ্যাপ গুলো আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করে মোবাইলটি সকল বিষয় দেখতে পারবেন।
১০. অনলাইন রিভিউ ও প্রাইস চেক করুন
একটি মোবাইল ফোন কেনার আগেই আপনি অনলাইনে গিয়ে সকল বিষয়ে আগে জেনে নেবেন। ফোনটির রিভিউ কেমন আছে সেটি অনলাইনে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নিশ্চিত হবেন যে ফোনটি কেমন হতে পারে। একটি নকল মোবাইল এর দাম কম থাকে তুলনামূলক আসল মোবাইলের থেকে।
সারসংক্ষেপ: মোবাইল ফোন কেনা একটি বড় বিনিয়োগ। আপনি যদি বাজার থেকে আসল মোবাইল না দেখে কেনেন তাহলে বড় একটা লস এর সম্মুখীন হতে পারেন। এছাড়াও যদি আপনি না বুঝে একটি চোরাই ফোন বা কোন ঝামেলাযুক্ত ফোন কিনে ফেলেন। তাহলে সে ক্ষেত্রে আপনার আইনেরও বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। তাই অবশ্যই একটি মোবাইল কেনার আগে তার অফিসিয়াল-অফিসিয়াল, আসল-নকল সবকিছু চেক করেই কিনবেন।
বি:দ্র: কোনো সন্দেহ থাকলে, সবসময় দ্বিতীয় মতামত নিন বা একজন প্রযুক্তিগত বিশেষজ্ঞের সাহায্য নিন।