অল্প সময়ে কোন কোন কাজ শিখে সহজে ইনকাম শুরু করা যাবে

Share This Post
কোন কোন কাজ শিখে সহজে ইনকাম শুরু করা যাবে

বর্তমানে ছাত্র ছাত্রী কিংবা প্র্র্রাপ্ত বয়স্ক সবাই অল্প সময়ে কোন কোন কাজ শিখে সহজে ইনকাম শুরু করা যাবে তা বুঝতে পারেনা। সবাই ফ্রিল্যান্সিং এর ফাঁদে পরে সময় নষ্ট করে। কিন্তু তারা জানে না যে ফ্রিল্যান্সিং থেকে টাকা আয় করতে হলে অনেক সময় লাগে। বর্তমানে মার্কেটে অনেক বেশি কম্পিটিটর হয়ে যাওয়ার ফলে সহজেই কোন কাজ পাওয়া যায় না। তাহলে কোন কোন কাজ শিখে সহজে ইনকাম শুরু করা যাবে তা জেনে নিন। 

দ্রুত টাকা ইনকাম করার জন্য যে বিষয় লক্ষ রেখে কাজ শিখতে হবে?

  • প্রথমে দেখতে হবে এখানে কাজ পেতে হলে আমাকে কি কোন কম্পিটিটরকে বিট করতে হবে কি না?
  • চাহিদা কেমন?
  • সহজে শেখা যায় কি না?
  • টাকা পকেটে আসতে কোন মাধ্যম লাগে কি না?

আপনি এই সব বিষয় ‍গুলো খেয়াল রেখে যখন কোন কাজ শিখবেন তখন দেখবেন দ্রুত টাকা ইনকাম করতে পারবেন। তাই আমি এই সকল বিষয়ের দিকে লক্ষ রেখে কয়েকটি কাজ নিচে দিয়েছি যার মাধ্যমে সহজেই কাজ শিখে ইনকাম শুরু করা যাবে। 

কোন কোন কাজ শিখে সহজে ইনকাম শুরু করা যাবে তা দেখুন:

১. মাইক্রো জব

আপনি মাইক্রো জব করে সহজে ইনকাম শুরু করতে পারবেন। মাইক্রো জব হলো ছোট ছোট কাজ কাজে ইনকাম করা। যেমন আপনার কোন একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে। কোন অ্যাড দেখা লাগবে বা কোন পোস্ট শেয়ার করা লাগতে পারে। এমন বিভিন্ন মাইক্রো জব ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সহজে ইনকাম শুরু করতে পারবেন। 

সুবিধা: 

  • মোবাইল দিয়ে করা যায়: এই সকল কাজ গুলো হয়ে থাকে অনেক সহজ তাই আপনি আপনার মোবাইল দিয়েই কাজ গুলো করতে পারবেন। 
  • বেশি দক্ষতা লাগে না: এই ধরনের কাজ করতে আপনার সাধারণ জ্ঞান থাকলেই হয়। বেশি দক্ষ হওয়ার প্রয়োজন হয় না। 
  • যেকোন সময় করা যায়: আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই কাজ গুলো করতে পারবেন। 

অসুবিধা: 

  • অল্প আয়: মাইক্রো জব করে বেশি টাকা আয় করা যায় না।
  • দির্ঘমেয়াদি নয়: এই কাজ গুলো করে আপনি দির্ঘদিন টিকে থাকতে পারবেন না। তাই আপনার এই কাজের পাশা পাশি অন্য কাজ শিখতে হবে। 

 ২. টিউশন করা

টিউশন করে আপনি টাকা আয় করতে পারবেন। আপনি যদি কোন বিষয়ে অভিজ্ঞ থাকেন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি ছাত্র-ছাত্রীদের জন্য বেশি কাজে আসবে। তারা সবাই এই কাজটি করতে পারেন। বর্তমানে অনলাইন চলে এসেছেন তাই অনলাইকের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াতে পারবেন। যার ফলে সে টাকা আয় করতে পারবেন। 

সুবিধা: 

  • অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করা যায়। 
  • অনলাইনের কোর্স আকারে রেকর্ড করে সেই রেকর্ড কোর্স বিক্রি করতে পারবেন। যার মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারবেন। 

অসুবিধা:

  • কোন একটি বিষয়ে ভালো জ্ঞান অর্জন করতে হয়। 
  • অনলাইনে পড়ানোর জন্য মার্কেটিং করা লাগবে। 

৩. সহজে ইনকাম শুরু করা যাবে ছোট ব্যবসার মাধ্যমে

আপনার যদি কিছু মুলধন থাকে তাহলে নিজে ছোট কোন ব্যবসা শুরু করতে পারেন। যেমন ফাস্টফুড, কফিশপ ইত্যাদি। ছোট ব্যবসা করে আপনি অল্প সময়েই ইনকাম শুরু করতে পারবেন। 

সুবিধা:

  • নিজের স্বাধীনতা থাকে।
  • আস্তে আস্তে বড় করা যায়।
  • কারো উপর নির্ভরশীল থাকা লাগে না নিজের কাছে টাকা আসা পর্যন্ত। সরাসরি কাস্টমার থেকে টাকা পাওয়া যায়।

অসুবিধা:

  • লাভ লস সব নিজের বহন করা লাগে।
  • নিজের মুলধন যোগার করা লাগে।

৪. রাইড শেয়ারিং

আপনি যদি গাড়ি বা মাটরসাইকেল চালাতে পারেন তাহলে রাইড শেয়ারিং করে সহজেই ইনকাম শুরু করতে পারবেন। 

সুবিধা: 

  • প্রথম দিন থেকেই টাকা আয় করা যায়।
  • নিজের গাড়ি থাকলে যেকোন সময়েই এই কাজটি শুরু করা যায়। 

অসুবিধা:

  • সবসময় রাস্তায় চলাচল করা লাগে তাই ঠিকমত  খাওয়া দাওয়া হয় না।
  • ঝুকি বেশি। 
  • নিজে গাড়ি না থাকলে ভাড়া চালানো লাগে সেক্ষেত্রে আয় কম হয়। 

৫. ফটোগ্রাফি

ফটোগ্রাফি করে আপনি সহজেই ইনকাম শুরু করতে পারবেন। প্রথমে আপনার ভালো মানের ছবি তোলার জন্য ফটোগ্রাফি শিখতে হবে। তারপর আপনি আয় করতে পারবেন। আয় করার জন্য আপনি কোন স্টুডিওতে গিয়ে তাদের হয়ে কাজ করতে পারেন। অথবা নিজে করতে পারেন। 

নিজে করতে হলে সহজেই কাজ পাওয়া যায় যে সকল পর্যনট এলাকা  আছে সেখানে গিয়ে তাদের ছবি তোলা। তারপর বিভিন্ন ইভেন্ট ফটোগ্রাফি করা। 

আরো পড়ুন: সেরা ৮টি টাকা খাটানোর উপায় যা আপনাকে দ্রুত ধনী বানাবে

৬.  ক্রিপ্টোকারেন্সি ও ট্রেডিং করে আয়

আপনি সহজে টাকা আয় করতে ক্রিপ্টোকারেন্সি ও ট্রেডিং করতে পারেন। এখান থেকে টাকা আয় করতে আপনাকে বেশি ঝুকি নিতে হবে। 

সুবিধা: 

  • অনেক বেশি টাকা আয় করা যায়। 
  • ঘরে বসে এই কাজটি করা যায়। 

অসুবিধা: 

  • বেশি মুলধন প্রয়োজন হয়। 
  • ট্রেডিং সম্পর্কে শিক্ষা অর্জন করতে হয়। 
  • ঝুকি বেশি।

৭. ব্লগ রাইটিং

আপনি ঘরে বসে সহজে ইনকাম শুরু করতে ব্লগ লেখা শিখে সহজে ইনকাম শুরু করতে পারবেন। অন্যান্য ফ্রিল্যান্সিং স্কিল থেকে ব্লগ রাইটিং অনেক বেশি জনপ্রিয় আর এই কাজের চাহিদা ও অনেক। তাই আপনি এই কাজটি করে আয় করতে পারবেন। 

৮. ক্রাফট ও হস্তশিল্প

আপনি এই কাজটি শিখে সহজে ইনকাম শুরু করতে পারবেন। 

সুবিধা:

  • বাজারে চাহিদা অনেক কম্পিটিটর কম।
  • অনলাইনের বিক্রি করা যায়। 
  • অনেক টাকা আয় করা সম্ভব।

অসুবিধা: 

  • শিখতে বেশি সৃজনশীল জ্ঞান লাগে। কারণ ইউনিক ডিজাইন করা লাগে।
  • প্রথমে শিখতে হবে আপনার এই কাজটি করার জন্য। 

আমাদের ফেসবুক পেইজ ফলো করুন নতুন পোস্ট সম্পর্কে জানতে।

আপনি উপরের যে কোন একটি কাজ শিখে অল্প সময়ে ইনকাম শুরু করতে পারবেন। অন্যান্য ওয়েবসাটে যে সকল কাজের কথা বলেছেন সহজে কাজ শিখে ইনকাম শুরু করা যাবে তা আপনি নিজেই বিচার করুন। আমার মতে আপনি যদি উপরে দেওয়া এই ৮টি কাজের মধ্যে যেকোন একটি শুরু করেন তাহলে দেখবেন দ্রুত কাজ শিখে টাকা আয় করতে পারবেন। 

এর পর থেকে আশা করি আপনার আর শোনা লাগবেনা যে কোন কোন কাজ শিখে সহজেই ইনকাম করা শুরু করা যাবে।

বি:দ্র: প্রতিটি কাজ থেকে টাকা আয় করা যায়। কিন্তু আপনি মনে রাখবেন প্রতিটি কাজেই কষ্ট করতে হয় টাকা আয় করার জন্য। সবশেষে বলবো আপনার পছন্দ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। তাহলে কখনও কষ্ট মনে হবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *