
সেরা ১০টি ক্লাউড স্টোরেজ ছবি ভিডিও এবং যেকোন ফাইল রাখুন নিরাপদে
আমাদের সকলেরই পার্সোনাল এবং ব্যবসায়ীক অনেক ছবি ভিডিও এবং যেকোন ডকুমেন্ট সংরক্ষন করার প্রয়োজন হয়। তা কিভাবে নিরাপদে সংরক্ষণ করা যাবে তা অনেকে জানেনা। তাই আমি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের এমন কিছু ক্লাউড স্টোরেজ এর কথা বলবো যেখানে আপনার নিরাপদে আপনার প্রয়োজনীয় সব ছবি ভিডিও এবং যেকোন ডকুমেন্ট আজীবন সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনদিন হারাবে না।
আপনি যে সমস্যা গুলোর মোকাবেলা করেন প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো রাখার জন্য
- প্রথমে যে সমস্যা গুলো হয় তা হলো কোথায় রাখবো। আপনার ছবি ভিডিও এবং যেকোন ডকুমেন্ট ফাইল কোথায় রাখবেন তা বুঝে খুজে পান না।
- তারপর যে বিষয়টি আসে তা হলো যেখানে আপনি ফাইল ডকুমেন্ট গুলো রাখলেন সেখানে কতদিন রাখা যাবে।
- এর পর যে বিষয়ে মোকাবেলা করতে হয় তা হলো যেখানে ছবি ভিডিও এবং যেকোন ডকুমেন্ট রেখেছেন তা কতটুকু নিরাপদ। মানে চুরি হওয়ার ভয় আছে কি না।
- ফাইল গুলো খুজে বের করার সমস্যা পোহাতে হয়। যেমন কোন ডয়ার বা ব্যাগে রেখেছেন তা মনে না থাকলে ছবি ভিডিও এবং যেকোন ডকুমেন্ট খুজে পেতে অনেক সময় লাগে।
তাই আপনি এই সমস্যা গুলো থেকে সমাধান পেতে চাইলে আপনার প্রয়োজনীয় ছবি ভিডিও এবং ডকুমেন্ট গুলো কোন একটি ক্লাউড স্টোরে রাখুন। যেখানে আপনি আপনার ডকুমেন্ট গুলো রাখলে উপরোক্ত সমস্যায় পড়তে হবে না।
ক্লাউড স্টোরে আপনার ছবি ভিডিও এবং ডকুমেন্ট গুলো রাখার সুবিধা গুলো হলো:
১. যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস
আপনি যদি ক্লাউড স্টোরে আপনার ছবি ভিডিও এবং ডকুমেন্ট গুলো আপনি পৃথিবীর যে কোন জায়গায় থেকে অ্যাক্সেস নিতে পারবেন। আপনার প্রয়োজন হলে আপনি ক্লাউড স্টোর থেকে ডাটা গুলো নিয়ে কাজ করতে পারবেন।
২. ডিভাইস স্পেস বাঁচায়
আপনার ডিভাইসে স্পেস বাঁচায় ক্লাউড স্টোর। কারণ আপনি যখন আপনার ডিভাইসে অনেক ছবি ভিডিও এবং ডকুমেন্ট রাখলে কম্পিউটার বা মোবাইলের ROM বা SSD or HDD পুরণ হয়ে যায়। তখন ডিভাইসটি স্লো কাজ করে। আর এই সমস্যা থেকে সমাধান দেয় ক্লাউড স্টোরেজ।
৩. ডাটা নিরাপত্তা ও ব্যাকআপ
ক্লাউড স্টোরেজ গুলোতে অটো ব্যাকআপ সিস্টেম থাকে যার কারণে আপনার ছবি ভিডিও এবং ডকুমেন্ট গুলো হারানোর ভয় থাকে না।
৪. সহজে শেয়ার করা যায়
আপনি যদি ক্লাউড স্টোরে আপনার ফাইল গুলো সংরক্ষণ করেন তাহরে সহজেই সেগুলো যেকাউকে শেয়ার করতে পারবেন।
৫. মাল্টিপল ডিভাইসে সিঙ্ক্রোনাইজেশন
আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও এবং ফাইল গুলো ক্লাউড স্টোরেজে রাখেন তাহলে আপনি একাধিন ডিভাইস থেকে ডাটা গুলো ব্যবহার করতে পারবেন। যেমন: মোবাইল, ট্যাব, ল্যাপটপ থেকে একই ডাটা ব্যবহার করা সম্ভব।
৬. নিরাপত্তা ও এনক্রিপশন সুবিধা
ক্লাউড স্টোরেজ গুলো (যেমন Google Drive, OneDrive, Dropbox) তাদের গ্রাহকদের নিরাপত্তা দেওয়ার জন্য শক্তিশালী এসক্রিপশন ব্যবহার করে তাদের ক্লাউড স্টোরেজ এর মধ্যে। যার ফলে কেউ আপনার ডাটা গুলো চুরি করতে পারে না।
৭. সংস্করণ নিয়ন্ত্রণ (Version Control)
ক্লাউড স্টোরেজ গুলো আপনার ছবি ভিডিও এবং ডকুমেন্ট গুলো যেভাবে রাখবেন তা সেভাবেই রেখে দেয়। নতুন ভার্সন আসলেও তারা আপনার সুবিধার্থে সেই ফাইল গুলো আপডেট করে না। যার ফলে আপনার যদি আগের ভার্সনগুলোর প্রয়োজন পরে সেগুলো নিতে পারবেন। Follow
সেরা ১০টি ক্লাউড স্টোরেজ যেখানে ছবি ভিডিও এবং ডকুমেন্ট গুলো নিরাপদে রাখা যাবে
1. Google Drive
- বিশেষত্ব: এটি গুগল এর একটি পণ্য। তাই আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন।
- স্টোরেজ: প্রথমে আপনি এখানে ১৫ GB ফ্রি স্টোরেজ সুবিধা পাবেন।
- নিরাপত্তা: এনক্রিপশন এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে। যার ফলে আপনার ডকুমেন্ট হারাবে না।
- লিংক: drive.google.com
2. Dropbox
- বিশেষত্ব: সহজ ইন্টারফেস এবং ফাইল শেয়ারিংয়ের সুবিধা রয়েছে।
- নিরাপত্তা: এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে। যার ফলে আপনার ডকুমেন্ট হারাবে না।
- লিংক: www.dropbox.com
3. Microsoft OneDrive
- বিশেষত্ব: মাইক্রোসফট এর সাথে এন্টিগ্রেশন রয়েছে।
- স্টোরেজ: মাইক্রোসফট স্টোরেজে ৫ জিবি ফ্রি ব্যবহার করতে পারবেন।
- নিরাপত্তা: এনক্রিপশন এবং পার্সোনাল ভল্ট সিস্টেম রয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোন সন্দেহ নেই।
- লিংক: onedrive.live.com
4. iCloud
- বিশেষত্ব: Apple ডিভাইসের জন্য উপযোগী।
- স্টোরেজ: ৫ GB ফ্রি স্টোরেজ।
- নিরাপত্তা: এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে। যার ফলে আপনার ডকুমেন্ট হারাবে না।
- লিংক: www.icloud.com
5. pCloud
- বিশেষত্ব: আজীবন স্টোরেজের সুবিধা রয়েছে।
- স্টোরেজ: ১০ জিবি ফ্রি সুবিধা।
- নিরাপত্তা: ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন।
- লিংক: www.pcloud.com
6. Mega
- বিশেষত্ব: সহজ স্টোরেজ সুবিধা।
- স্টোরেজ: ২০ জিবি ফ্রি সুবিধা।
- নিরাপত্তা: এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
- লিংক: mega.nz
7. Box
- বিশেষত্ব: বিজনেসম্যানদের জন্য বিশেষভাবে তৈরি।
- স্টোরেজ: ১০ জিবি ফ্রি সুবিধা।
- নিরাপত্তা: এনক্রিপশন এবং অ্যাডভান্সড শেয়ারিং কন্ট্রোল।
- লিংক: www.box.com
8. Terabox
- বিশেষত্ব: সহজ ইন্টারফেস।
- স্টোরেজ: ১০২৪ জিবি ফ্রি।
- নিরাপত্তা: এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
- লিংক: www.terabox.com
9. Sync.com
- বিশেষত্ব: হাই কোয়ালিটির নিরাপত্তা প্রদান করে।
- স্টোরেজ: ৫ GB ফ্রি স্টোরেজ।
- নিরাপত্তা: শক্তিশালী ডেটা প্রাইভেসি।
- লিংক: www.sync.com
10. Cloudinary
- বিশেষত্ব: বড় সাইজের ফাইল আপলোড করার সুবিধা।
- স্টোরেজ: আনলিমিটেড সুবিধা রয়েছে ২৫ মাসের জন্য।
- নিরাপত্তা: এন্ড-টু-এন্ড এনক্রিপশন।
- লিংক: console.cloudinary.com