আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান। তাহলে ড্রপশিপিং ব্যবসা করতে পারেন। আপনি এই পোস্টে ক্লিক করে এসেছেন তার মানে আমি ধরে নিতে পারি আপনি ড্রপশিপিং ব্যবসা সম্পর্কে জানেন। বাংলাদেশে আমার জানা মতে সবথেকে ভালো যে ড্রপশিপিং ওয়েবসাইট আছে তার থেকে ৪টির তালিকা দেওয়া হলো।
৪। paikaribazaar ওয়েবসাইট

আপনি যদি বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে চান। তাহলে পাইকারি বাজার ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারেন। অথবা নিজে একটি ওয়েবসাইট তৈরি করেও বিক্রি করতে পারেন।
৩। merrono ওয়েবসাইট

ম্যারিনো ওয়েবসাইট এর মাধ্যমে আপনি ড্রপশিপিং ব্যবসাটি করতে পারবেন। কারণ আপনি এই ওয়েবসাইটে ইলেক্ট্রিক পণ্য, পোশাক এবং অরগানিক দ্রবাদি বিক্রি করতে পারেন। তাদের ওয়েবসাইটের যে পণ্যটি আপনার পছন্দ হবে তার ছবিটির বিজ্ঞাপন দিয়ে সেল করতে পারেন। সেল হলে এই ওয়েবসাইটের কাছে অর্ডার করবেন তারপর তারা নিজেরাই প্যাকেটিং করে দিবে আপনার নামে। তারা কাস্টমারের কাছে প্রোডক্টি পৌছে দিয়ে টাকা এনে আপনাকে আপনার লভ্যাংশ দিয়ে দিবে। তাই অনলাইনের মাধ্যমে আপনি ড্রপশিপিং ব্যবসা শুরু করতে পারেন।
আরো পড়ুন: অল্প সময়ে কোন কোন কাজ শিখে সহজে ইনকাম শুরু করা যাবে
২। shopbasebd ওয়েবসাইট

আপনি যদি ছেলে মেয়েদের বিভিন্ন পোকাশ, শাড়ি বিক্রি করতে চান। তাহলে এই ড্রপশিপিং ওয়েবসাইট হবে আপনার জন্য বেস্ট। তাদের পোশাক ছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরির পণ্য রয়েছে। আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করলেই বুঝতে পারবেন।
১। laobaan ওয়েবসাইট

চায়না থেকে পণ্য এনে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এই ওয়েবসাইট হবে সবথেকে ভালো। আপনি এখানে সকল প্রকার পণ্য পাওয়া যায়। তাদের মাধ্যমে আপনি ১০০০ টাকার অর্ডার দিতে পারবেন সর্বনিম্ন। তাদের থেকে পণ্য আনলে আপনার এলসি বা বাইরে থেকে পণ্য আনার কোন প্যারা ভোগ করতে হবে না। তাই আপনি এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আপনি যদি এই ধরনের পণ্য বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রি করতে পারবেন। আমাদের মার্কেটপ্লেসে আপনার পণ্য এড করে বিক্রি করতে পারেন।












