
ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কি কি শ্রেণি রয়েছে
বন্ধুরা আপনি কি জানেন যে কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন ধরনের গাড়ি চালানো যায়। হয়তো অনেকেই জানেন না যে কোন ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন ধরনের গাড়ি চালাতে হয়। তাই আজকে এই পোস্টে আপনারা জানতে পারবেন কোন ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন ধরনের গাড়ি আপনি চালাতে পারবেন।
আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি “C” মানে মোটরসাইক “L” মানে হালকা পরিবহন যদি থাকে তাহলে আপনি কোন কোন ধরনের গাড়ি চালাতে পারবেন তা আজকের পোস্টে জানতে পারবেন।
যদি আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স এর শ্রেণী সম্পর্কে জানতে হবে। না হলে আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনি কোন শ্রেণী এর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন।
ড্রাইভিং লাইসেন্সে অনলাইনে আবেদন
কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অনলাইনে আবেদন করবেন এ বিষয় নিয়ে আমাদের পূর্ববর্তী একটি পোস্ট রয়েছে অবশ্যই সেটি দেখে নিবেন।
পড়ুনঃ
ড্রাইভিং লাইসেন্স কত প্রকার
ড্রাইভিং লাইসেন্স সাধারণত দুই প্রকার হয়ে থাকে যেমন পেশাদার ড্রাইভিং লাইসেন্স ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স।
কোন শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন ধরনের গাড়ি চালাতে পারবেন?
যদি ড্রাইভিং লাইসেন্সে “C” থাকে
ড্রাইভিং লাইসেন্স এর “C” মানে মোটরসাইকেল অর্থাৎ দুই চাক্কায় চালিত যত ধরনের মোটরযান আছে যেমন, মোটরসাইকেল, স্কুটার, ইলেকট্রিক মোটরসাইকেল এ সকল গাড়ি চালাতে পারবেন।
যদি ড্রাইভিং লাইসেন্সে “L” থাকে
ড্রাইভিং লাইসেন্স এর “L” মানে লাইট অর্থাৎ হালকাযান। যে সকল মোটরযানের নিবন্ধিত লেডেন ওজন অর্থাৎ বোঝাইকৃত ওজন ৭৫০০ কেজি অথবা কোন ট্রাক্টর বা রোড রোলার এর আনলেডেন বা অবুঝাইকৃত ওজন ৭৫০০ কেজির বেশি নয়। এটার মানে বোঝাচ্ছে যে কোন প্রাইভেট গাড়ি অথবা যেকোনো গাড়ি যদি ৭৫০০ কেজির কম ওজন হয় তাহলে আপনি এল ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালাতে পারবেন।
যদি ড্রাইভিং লাইসেন্সে “M” থাকে
ড্রাইভিং লাইসেন্স এর “M” মানে মাঝারিযান। মোটরযান যেগুলোর নিবন্ধিত লেডেন ওজন অর্থাৎ বোঝাইকৃত ওজন ৭৫০১ কেজি থেকে ১২০০০ কেজি অথবা কোন লোকোমেটিভ বা রোডরোলার এর আনলেডেন বা অবুঝাইকৃত ওজন ৭৫০১ কেজি থেকে ১২০০ কেজি পর্যন্ত। এর মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ১২০০০ কেজি এর মধ্য যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়ি আপনি চালাতে পারবেন।
যদি ড্রাইভিং লাইসেন্সে “H” থাকে
ড্রাইভিং লাইসেন্স এর “H” মানে ভারিযান অর্থাৎ ঐ সকল গাড়ি যেগুলোর নিবন্ধিত লেডেন ওজন বোঝাইকৃত ওজন ১২০০০ কেজির উপরে অথবা কোন লোকোমেটিভ বা রোড রোলার এর আনলোডেন ও বুঝাইকৃত ওজন ১২০০০ কেজির বেশি। এটির মানে বোঝার চেয়ে যে সকল গাড়ি ১২০০০ কেজির উপরে রয়েছে সেই সকল গাড়ি আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালাতে পারবেন।
অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে কয়টি শ্রেণীর যুক্ত করতে পারবেন?
আপনিও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে দুইটি শ্রেণীর যুক্ত করতে পারবেন যেমন “C” ও “L”.
পেশাদার ড্রাইভিং লাইসেন্সে কয়টি শ্রেণি যুক্ত করতে পারবেন?
আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সে ৩টি বা ৪টি শ্রেণী যুক্ত করতে পারবেন।
কিভাবে ড্রাইভিং লাইসেন্স এর শ্রেণী উন্নয়ন করবেন?
আপনি যদি হালকা লাইসেন্সের মেয়াদ এক বছর মেয়াদ সম্পূর্ণ করেন তাহলে আপনি মাঝারি লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা হালকা লাইসেন্সের মেয়াদ যদি তিন বছর হয়ে থাকে তাহলে আপনি হালকা থেকে সরাসরি ভারী লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
কিভাবে ড্রাইভিং লাইসেন্স এর শ্রেণী উন্নয়ন করবেন এ বিষয় নিয়ে আমাদের পোস্ট রয়েছে সেগুলো দেখে নিবেন। Follow