
ইউনিক বিজনেস আইডিয়া: আপনি যদি ব্যবসা করতে চান তাহলে পানি দিয়ে শুরু করতে পারেন কোটি টাকার ব্যবসা। কিভাবে শুরু করবেন এবং কোটি টাকা আয় হবে কি না তা প্রমাণ সহকারে দেখাবো। পুরো পোস্টটি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি পানির বিজনেস করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
ব্যবসা এমন একটি মাধ্যম যা আপনি যেকোন পণ্য বা সার্ভিস দিয়েই শুরু করতে পারবেন। শুধু আপনার মাথায় একটু ইউনিক আইডিয়া থাকতে হবে। এমন একটা বিষয় নিয়ে আপনার কাজ করতে হবে। যা মানুষের উপকারে আসে বা কোন সমস্যার সমাধান করে। পানি বা জল নিয়ে এমন একটি ব্যবসার আইডি আজকে আপনাদের দিব যা পৃথিবীর শেষ দিন পর্যন্ত চলবে।
পানি দিয়ে ব্যবসা করবেন যেভাবে
আমাদের দেশে সুপেয় পানি অর্থাৎ বিশুদ্ধ পানির অভাব রয়েছে। প্রতিটি গ্রামে বা শহরেও বিশুদ্ধ পানির অভাবে মানুষ বিভিন্ন রোগে ভুগে থাকেন প্রায় সময়। এই সমস্যার সমাধান করার জন্য আপনি মানুষকে অল্প টাকায় বিশুদ্ধ পানি যদি দিতে পারেন তাহলে এই ব্যবসা চলবে আজীবন। তাই এটি হতে পারে একটি ইউনিক বিজনেস আইডিয়া আপনার জন্য।
আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের দেশে ইতিমধ্যেই অনেক বড় বড় কোম্পানি মানুষের পানযোগ্য সুপেয় পানি বিক্রি করে থাকেন। তাহলে আমাদের পানি কেন কিনবেন মানুষ।
আরো পড়ুন: ২০২৫ সালের ইউনিক ৩টি ব্যবসা আইডিয়া – আজীবন চলবে, রয়েছে টাকার খনি
কারণ:
ইতিমধ্যে যারা পানি বিক্রি করছেন তারা এক লিটার পানির যে মূল্য রাখে তা একজন সাধারণ মানুষের কাছে অনেক টাকা। দরিদ্র মানুষ এই পানি কিনে খেতে পারেন না। তাছাড়া গ্রাম অঞ্চলের মানুষ টিউবয়েলের পানি পান করে থাকেন যে পানিতে প্রচুর পরিমাণ আর্সেনিকযুক্ত থাকে। আপনি যদি সেই সকল গ্রাম টার্গেট করে বিশুদ্ধ পানি বিক্রি শুরু করেন তাহলে দেখবেন ভালো পরিমান সেল করতে পারবেন।
যেভাবে পানি দিয়ে বিজনেসটি ইউনিকভাবে শুরু করবেন
এখানে যে ইউনিকনেসটি কাজে লাগাতে হবে তা হল- বড় কোম্পানিগুলো যেমন ১ লিটার, ২ লিটার পানি বিক্রি করে থাকেন বোতলে। আপনি এই নিয়মে বিক্রি করলে চলবে না। আপনাকে এক একটি পরিবার টার্গেট করতে হবে আপনি একটি পরিবারের জন্য প্রতি মাসে যে পরিমাণ সুপেয় পানি প্রয়োজন অর্থাৎ বিশুদ্ধ পানি। এই পানি যদি দেন তাহলে তারা প্রতি মাসে মাসিক ভিত্তিক একটি টাকা পরিশোধ করবেন।
এই ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে ভালো মানের একটি পানির ফিল্টার কিনতে হবে। যে ফিল্টার দিয়ে আপনি প্রতিদিন অনেক বেশি পানির সাপ্লাই দিতে পারেন। পানি যেন বিশুদ্ধ হয় এদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে বাজারে যে সকল কোম্পানি আছে তাদের থেকে একটু ভালো পানি যাতে মানুষ পায় সেদিকে খেয়াল করতে হবে।
এই ব্যবসাটি আপনি প্রথমে আপনার গ্রাম বা পাশের দুই এক গ্রাম নিয়ে শুরু করবেন। এইভাবে বর্তমান বাংলাদেশে এখনো কোথাও বেশি ব্যবসা শুরু করেননি। তাই আপনি যদি আগেভাগেই এই ইউনিকনেসটি কাজে লাগিয়ে ব্যবসাটি শুরু করেন তাহলে দেখবেন অনেক ভালো করতে পারবেন।
এছাড়া এই ব্যবসাটির আরেকটি বড় সুবিধা হল এটা একটি সাবস্ক্রিপশন ব্যবসা ভিত্তিক ব্যবসা। যার মাধ্যমে আপনি একবার একটি কাস্টমার তৈরি করে ফেলতে পারলেই পরবর্তীতে তারা প্রতি মাসেই আপনার কাছ থেকে সার্ভিসটি গ্রহণ করবেন। ইউনিক বিজনেস আইডিয়া।
বিজনেসটি করতে কত টাকা ইনভেস্ট লাগবে?
এই ব্যবসাটি শুরু করতে আপনার এক থেকে দুই লক্ষ টাকা লাগতে পারে। যা আপনি ইজিলি শুরু করতে পারবেন কিন্তু এই ব্যবসায় লাভ প্রচুর পরিমাণ লাভ করা যায়। শুধু আপনাকে ভালো করে লোক দিয়ে ব্যবসাটি মেইনটেইন করতে হবে তবে। বিজনেসটি শুরু করতে আপনাকে প্রথমেই বেশি টাকা ইনভেস্ট করতে হবে। পরে আর বেশি কোন টাকার পয়োজন হবে না।
তাই আপনি ইচ্ছা করলেই আপনার এলাকায় অথবা যে এলাকায় সুপেয় পানির ব্যবস্থা নেই সেখানে আপনি ইউনিক বিজনেস আইডিয়া কাজে লাগিয়ে ব্যবসাটি শুরু করে দিতে পারেন। ইউনিক বিজনেস আইডিয়া ছাড়া কোন ভাবে কোটি টাকা আয় সম্ভব নয়।
যে কোন ব্যবসা শুরু করার আগে আপনি ভাল করে সেই ব্যবসা সম্বন্ধে দক্ষতা এবং জ্ঞান অর্জন করে নেবেন। তারপর ব্যবসা শুরু করবেন। প্রতিটি ব্যবসায় লাভ লস রয়েছে। কারণ লাভ লস যদি না থাকে তাহলে সেটা ব্যবসায়ই নয়। তাই আপনাকে ঝুঁকি নিয়ে একটি ব্যবসা শুরু করতে হবে।
বি:দ্র: আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে আরও বেশি জেনে শুনে, আশে পাশের পরিবেশ দেখে তারপর ব্যবসা শুরু করবেন। কোনভাবে যদি আপনি এই ব্যবসা থেকে প্রতারিত বা লক করেন তাহলে আমরা কোনভাবেই দায়ী থাকবো না। তাই আপনি সম্পূর্ণ নিজের দায়িত্বে এই ব্যবসাটি শুরু করবেন। পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।