ইউনিক ৫০টি প্যাসিভ ইনকাম আইডিয়া – ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকামের আইডিয়া

Share This Post
প্যাসিভ ইনকাম আইডিয়া

আজকে জানাবো ইউনিক ৫০টি প্যাসিভ ইনকাম আইডিয়া। প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হলো এমন ভাবে টাকা ইনকামের আইডিয়া যার মাধ্যমে আপনি একবার কষ্ট করে কাজ করার পর সেখান থেকে দির্ঘদিন টাকা আয় হবে। প্রতিটি মানুষের এক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম থাকা প্রয়োজন। তাহলে আর্থিক স্বাধীনতা পাওয়া যায়। 

অফলাইন ৫০টি প্যাসিভ ইনকাম আইডিয়া ঘুমিয়ে থাকলেও টাকা আয় হবে

আপনি যদি প্যাসিভ ইনকাম আইডিয়া খুজে থাকেন এবং ভালো কোন আইডিয়া পাচ্ছেন না তাহলে আপনার জন্য এই পোস্টটি। আপনি নিচের প্যাসিভ ইনকাম তালিকাটি সম্পূর্ণ পড়ুন দেখবেন অবশ্যই আপনাম মনের মতো কোন ব্যবসা পেয়ে যাবেন। 

বিনিয়োগ ভিত্তিক প্যাসিভ ইনকাম আইডিয়া:

১.  রিয়েল এস্টেটে বিনিয়োগ (ভাড়া দেওয়া)

আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আয় করতে পারবেন। আপনি ভালো দেখে একটি রিয়েল এস্টেটে প্রথমে বিনিয়োগ করবেন। তারপর সেটা ভাড়া দিয়ে প্রতিমানে একটি ইনকাম পাবেন। ঝুকি মুক্ত একটি ব্যবসা। আপনি চাইলে শুরু করতে পারেন।

২. কৃষি জমি বা মাছের ঘের লিজ দেওয়া

এই প্যাসিভ ইনকামটি আপনি করতে পারবেন যদি আপনার জমি থাকে। বা প্রথমে জমি কিনে তারপর সেখানে একটি ঘের কেটে তা কৃষকদের কাছে লিজ দিয়ে প্রতি মাসে বা বছরে ভালো পরিমান একটি টাকা আয় করতে পারবেন ঘুমিয়ে ঘুমিয়ে। 

৩. দোকান বা অফিস স্পেস ভাড়া দেওয়া

দোকান বা অফিস স্পেস ভাড়া দেওয়া একটি ভালো প্যাসিভ ইনকাম আইডিয়া। আপনি একবার একটি দোকান তৈরি ঘর তৈরি করে বা অফিস তৈরি করে তা দোকানদার বা বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন। 

৪. স্টোরহাউস বা গুদাম ভাড়া দেওয়া

স্টোরহাউস বা গুদাম ঘর বানিয়ে তা থেকে প্রতি মাসে প্যাসিভ ইনকাম করা সম্ভব। এই ব্যবসাটি করতে হলে আপনার প্রথমে দেখতে হবে যেসকল ব্যবসায়ীরা স্টক ব্যবসা করে তাদের কাছে স্টোরহাউড বা গুদাম ঘর ভাড়া দিয়ে টাকা আয় করতে পারবেন। এই ধরনের প্যাসিভ ইনকাম আইডিয়া আপনি কাজে লাগিলে ধনী হতে পারেন। 

৫. স্বর্ণ বা মূল্যবান ধাতুতে বিনিয়োগ

এরপর আপনি স্বর্ণ বা মূল্যবান ধাতুতে বিনিয়োগ করে টাকা আয় করতে পারবেন। এই প্যাসিভ ইনকাম আইডিয়াটি কাজে লাগাতে পারেন। এই ভাবে টাকা আয় করা হলো একটি ঝুকি মুক্ত প্যাসিভ ইনকাম। কারণ সময়ের সাথে সাথে এই ধাতুর মূল্য সব সময় বৃদ্ধি পেতে থাকে। 

৬. শেয়ারবাজারে বিনিয়োগ (ডিভিডেন্ড থেকে আয়)

শেয়ারবাজারে বিনিয়োগ করে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। এই প্যাসিভ ইনকাম আইডিয়া থেকে সবচেয়ে বেশি টাকা আয় করা যায়। কিন্তু এই মাধ্যমে ঝুকি রয়েছে। তাই আপনি দির্ঘমেয়াদী বিনিয়োগ করে রাখলে ঝুকি কম আয় বেশি হবে। 

৭. সরকারি বা প্রাইভেট বন্ডে বিনিয়োগ

শেয়ারবাজারে বিনিয়োগ করতে না চাইলে আপনি সরকারি বা প্রাইভেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন। এইখানে ঝুকি কম। আপনার যদি টাকা থেকে থাকে তাহলে এই প্যাসিভ ইনকাম আইডিয়াটি কাজে লাগাতে পারেন। 

৮. স্টার্টআপ বা ছোট ব্যবসায় বিনিয়োগ (সাইলেন্ট পার্টনার হিসেবে)

আপনার যদি টাকা থেকে থাকে এবং সেই টাকা আপনি স্টার্টআপ বা ছোট ব্যবসায় বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনার যে কাজটি করতে হবে তাহলো আপনি দেখবেন ভবিষ্যতে যে ব্যবসা ভালো গ্রোথ করতে পারে এবং তারা টাকার অভাবে সেই ব্যবসা বড় করতে পারছে না তাদের ব্যবসায় আপনি বিনিয়োগ করে (সাইলেন্ট পার্টনার হিসেবে) প্রতিমানে প্যাসিভ ইনকাম করতে পারবেন।

৯. গাড়ি কিনে রেন্টালে দেওয়া

আপনি যে কাজটি করতে পারেন প্যাসিভ ইনকম জেনারেট করার জন্য তাহলো গাড়ি কিনে রেন্টালে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করতে পারবেন। এটি কিন্তু একটি জনপ্রিয় প্যাসিভ ইনকাম আইডিয়া

১০. ই-রিকশা বা মোটরসাইকেল রেন্টাল

আপনি গাড়ি কিনতে না পারলে ই-রিকশা বা মোটরসাইকেল ভাড়া দিয়ে প্রতিমাসে প্যাসিভ ইনকাম করতে পারবেন। 

১১. গ্যারেজ বা পার্কিং স্পেস ভাড়া দেওয়া

গ্যারেজ বা পার্কিং স্পেস ভাড়া দিয়ে প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনার বাড়ির সামনে যদি কোন জায়গা থেকে থাকে। এবং আপনার এলাকার মানুষ যদি গাড়ি রাখা নিয়ে ভোগান্তিতে আছে তাহলে আপনি একটি ব্যবসাটি করে প্যাসিভ ইনকাম করতে পারবেন। 

আরো পড়ুন: মেয়েদের ঘরে বসে আয় করার উপায় গ্রাম-শহর উভয় জায়গায় করতে পারবেন

সার্ভিস ভিত্তিক প্যাসিভ ইনকাম:

১২. ফটোকপি ও প্রিন্টিং ব্যবসা (স্টাফ দিয়ে পরিচালিত)

ফটোকপি ও প্রিন্টিং ব্যবসা করতে পারেন আপনি। এই দোকানে কিন্তু খুব ভালো প্রফিট মার্জিন রয়েছে। আপনার এলাকায় বা কোন অফিস আদালতের সামনে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আপনি ভালো অভিজ্ঞ স্টাফ দিয়ে পরিচালিত করে প্রতি মাসে এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। 

১৩. টিউশন সেন্টার খুলে অন্য শিক্ষক দিয়ে পরিচালনা

যারা অভিজ্ঞ ছাত্র বা শিক্ষক রয়েছে আপনি তাদের কন্টাকে নিয়ে একটি টিউশন সেন্টার খুলে প্যাসিভ ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটি অনেক জনপ্রিয় তাই আপনি চেষ্টা করতে পারেন। 

১৪. ব্যাচেলর মেস বা পেইং গেস্ট হোস্টেল চালানো

বিভিন্ন শহরে ব্যাচেলর মেস বা পেইং গেস্ট হোস্টেল দিয়ে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনার যে কাজটি করতে হবে তা হলো একটি বিল্ডিং বানানো। তারপর সেখানে একজন ম্যানেজার নিয়োগ দিয়ে রাখবেন যে সব দেখা শোনা করবে প্রত্যের ভাড়াটিয়ার কাছ থেকে নিয়মিত ভাড়া উঠাবে। আপনি প্রতি মানে একবার হিসাব নিবেন এবং তার কাছ থেকে টাকা বুঝে নেবেন। 

১৫. দোকানের ফ্রি স্পেস বিভিন্ন কোম্পানিকে ভাড়া দেওয়া

আপনার দোকান আছে এবং দোকানে ফ্রি জায়গা রয়েছে। সেই জায়গা আপনার কোন কাজে লাগছে না। তখন আপনি সেই জায়গাটুকু বিভিন্ন কোম্পানিকে তাদের মাল জিনিস রাখতে ভাড়া দিতে পারেন। 

১৬. পাবলিক টয়লেট বা স্নানঘর পরিচালনা (পেইড সার্ভিস)

পাবলিক টয়লেট বা  স্নানঘর পেইড সার্ভিস দিয়ে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটি শহর এলাকায় করতে হবে। আপনি জনবহুল এলাকায় এই ব্যবসাটি করতে পারেন। সেখানে একজন লোক রেখে দেবেন তাকে প্রতি মাসে বেতন দেবেন। এই প্যাসিভ ইনকাম আইডিয়াটি কাজে লাগিয়ে ধনী হওয়া যায়। 

১৭. কার ওয়াশ ব্যবসা (স্বয়ংক্রিয় সিস্টেমসহ)

আপনার টাকা থাকলে এই প্যাসিভ ইনকাম আইডিয়াটি দেখতে পারেন। অনেক ভালো একটি ব্যবসা আইডিয়া। আপনি কার ওয়াশ একটি দোকান দিয়ে সেখানে একটি লোক রেখে পরিচালনা করে ঘুমিয়ে ঘুমিয়ে প্যাসিভ ইনকাম করতে পারবেন। 

প্রোডাক্ট ও লিজিং ভিত্তিক প্যাসিভ ইনকাম আইডিয়া:

১৮. ক্যামেরা বা লাইট রেন্টাল সার্ভিস

১৯. সাউন্ড সিস্টেম বা ডিজে ইকুইপমেন্ট ভাড়া দেওয়া

২০. রেস্টুরেন্টের চেয়ার-টেবিল বা কুকিং ইকুইপমেন্ট ভাড়া দেওয়া

২১. বিয়ের পোশাক বা ইভেন্ট সাজসজ্জার সামগ্রী ভাড়া দেওয়া

২২. সাইকেল বা ইলেকট্রিক স্কুটার ভাড়া দেওয়া

২৩. কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়া

২৪. কম্পিউটা ভাড়া দেওয়া

২৫. কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ভাড়া দেওয়া

২৬. ছোট ট্রাক বা পিকআপ ভাড়া দেওয়া

২৭. ড্রোন ক্যামেরা ভাড়া দেওয়া

২৮. মিউজিক স্টুডিও বা রেকর্ডিং স্পেস ভাড়া দেওয়া

২৯. নিজের লেখা বই বিক্রি করা (প্রিন্টেড বই)

৩০. আর্ট গ্যালারি বা প্রদর্শনী ভাড়া দেওয়া

কৃষি ও উৎপাদন ভিত্তিক ইনকাম:

৩১. হাঁস-মুরগির খামার পরিচালনা (স্টাফ দিয়ে)

অন্যান্য অফলাইন প্যাসিভ ইনকাম:

৩২. বিলবোর্ড বা ব্যানার স্পেস ভাড়া দেওয়া

৩৩. উন্নত মানের বিশুদ্ধ পানির ফিল্টার বসিয়ে পানি বিক্রি সার্ভিস

৩৪. পুরাতন বই বা ম্যাগাজিনের লাইব্রেরি চালানো (মাসিক সাবস্ক্রিপশন)

৩৫. বায়ো গ্যাস প্লান্ট স্থাপন ও গ্যাস বিক্রি 

৩৬. টেলিফোন বুথ বা মোবাইল চার্জিং স্টেশন পরিচালনা

৩৭. বাচ্চাদের জন্য খেলনার রাইড বা বাউন্সি ক্যাসল ভাড়া দেওয়া

আপনি এমন আরো পোস্ট দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটের ফিনান্স এবং বিনিয়োগ ক্যাটাগরির ঘুরে দেখতে পারেন এবং ফেসবুক পেইজ ফলো করে রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *