ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস ২০২৪

Share This Post
ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস

মোবাইল দিয়ে ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস সম্পর্কে জানুন

সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমানে সবাই প্রতিটি সোস্যাল মিডিয়াই ব্যবহার করে থাকে।  তাদের জন্য  মোবাইল দিয়ে ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপসনিয়ে আসলাম। যা তাদের উন্নত মানের AI প্রযুক্তির মাধ্যমে ঝাপসা ও কম স্পষ্ট ছবিগুলোকে স্পষ্ট এবং হাই রেজোলিউশনে রূপান্তর করে। এই অ্যাপস গুলো দিয়ে আপনার হাতের মোবাইলটি দিয়েই ১ ক্লিকে ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন নিমিষের মধ্যে। 

প্রতিটি মানুষই চায় তার ছবিতে যে লাইক কমেন্ট বেশি করে মানুষ। তার জন্য একজন ইউজার চায় তার ছবিটি যেন সুন্দর হয়। ঝাপসা বা  ঘোলা ছবি কেউই পছন্দ করে না। এই সমস্যা সমাধানের জন্য, মোবাইল দিয়ে এক ক্লিকে ঝাপসা ছবি ক্লিয়ার করার সেরা ৫টি অ্যাপস নিয়ে এসেছি। যা সবাই প্রত্যেকের মোবাইলে ইনস্টল করেই একটি কম রেজুলেশনের ছবিকে হাই রেজুলেশন করতে পারবেন। 

মোবাইল দিয়ে ঝাপসা ছবি  ক্লিয়ার করার জন্য এই অ্যাপ গুলো কেন ব্যবহার করবেন?

গুগল প্লে-স্টোরে বা অ্যাপ স্টোরে অনেক অনেক ফটো ইনহ্যান্স অ্যাপ রয়েছে। যা সবাই হয়তো ব্যবহার করেন না। যে ব্যাক্তি যেইটা সম্পর্কে জানেন তিনি সেটা ব্যবহার করে থাকবেন। তাদের মধ্যে সব গুলো ভালো নয়। এই ধরনে ফ্রিতে ফটো ইনহ্যান্স  অ্যাপস এর অনেক অসুবিধা থেকে থাকে। কিন্তু আজকে আমরা আপনাদের কাছে ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস নিয়ে এসেছি যা ব্যবহার করে আপনি একটা ভালো অনুভুতি পাবেন। যেমন: 

হাই রেজুলেশন:

প্লে-স্টোরে বা গুগলে অনেক ফটো ইনহ্যান্সমেন্ট অ্যাপ রয়েছে। তাদের মধ্যে প্রতিটি অ্যাপস ব্যবহার করে যে হাই রেজুলেশনের ছবি পাওয়া যায় তা কিন্তু নয়। আমরা সেগুলো ব্যবহার করে তাদের মধ্য হতে যে অ্যাপটি থেকে হাই রেজুলেশনের ছবি পাওয়া যায় গুলো আপনাদের কাছে তুলে ধরেছি। 

বিনামূল্যে ডাউনলোড:

তাছাড়া আপনারা এই অ্যাপস গুলো ব্যবহার করবেন যে কারণে তা হলো: এখানে দেওয়া প্রতিটি ফটো ইনহ্যান্স অ্যাপস থেকে আপনি ফ্রিতে ছবি উন্নত করতে পারবেন। তার মানে বলা যায় বিনামূল্যে এক ক্লিকে ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য এই অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন। 

ওয়াটারমার্ক ফ্রি:

আরো যে সুবিধার জন্য আপনারা এই ফটো ইনহ্যান্সমেন্ট অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন তা হলো এই অ্যাপস গুলো দিয়ে যখন আপনি আপনার ঝাপসা ছবি ক্লিয়ার করবেন তখন তা ডাউনলোড করার পরে ছবিতে কোন ওয়ারমার্ক থাকবে না। ওয়ারমার্ক হলো আপনি যে অ্যাপটি দিয়ে ফটো ইনহ্যান্স করবেন তার নামটি ছবির উপরে কোন না কোন জায়গায় লেখা থাকবে। 

আনলিমিডেট ফটো ইনহ্যান্স: 

এই অ্যাপ গুলো থেকে ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস এর মধ্যে যেগুলো দিয়েছি। তার প্রতিটি দিয়েই আপনি প্রতিদিন আনলিমিডেট ফটো ইনহ্যান্স করতে পারবেন। 

যার কারণে আপনি এই অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন। এই ৫টি ফটো ইনহ্যান্স অ্যাপ ব্যবহার করে আপনি অতি সহজে হাই রেজুলেশন এর ছবি পেতে পারবেন। তাই আপনি আপনার ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য এই ৫টি অ্যাপ ব্যবহার করতে পারেন। 

বর্তমানের ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস

হলো:

  1. Remini app
  2. PhotoTune
  3. PhotoPlus
  4. MeeAww
  5. PicMa

১. Remini জনপ্রিয় ফ্রি ফটো ইনহ্যান্স অ্যাপস

বর্তমানের যেত ফটো ইনহ্যান্স অ্যাপস আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো Remini  অ্যাপস। তাই আপনি যদি আপনার মোবাইল দিয়ে ঝাপসা ছবি ক্লিয়ার করতে চান তাহলে একবার Remini অ্যাপটি ব্যবহার করে দেখবেন। 

Remini অ্যাপের মূল বৈশিষ্ট্য

ফটো ইনহ্যান্সমেন্ট:

Remini এর প্রধান বৈশিষ্ট্য হলো ঝাপসা ছবি ক্লিয়ার বা পরিষ্কার করা। একটি ছবি ডিটেইলস যেমন চোখের ডিটেইলস, ত্বকের টেক্সচার এবং চুলের ডিটেইলস বাড়াতে সক্ষম। 

ভিডিও ক্লারিটি:

Remini অ্যাপ শুধু ছবি নয়, ভিডিওর ক্লারিটি করে থাকে। অস্পষ্ট ভিডিও যে ভিডিওর সাবজেক্ট গুলো ভালো করে দেখা যায় না। অথবা লো রেজোলিউশন এর ভিডিও কে এইচডি কোয়ালিটি করতে পারে। 

AI টেকনোলজি:

Remini এর উন্নত AI প্রযুক্তি ছবির গুণগত মান উন্নত করে, যা ছবির মধ্যে থাকা প্রতিটি ডিটেইলস স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

রঙ উন্নয়ন বা কালারাইজ:

Remini অনেক সুন্দর করে একটি ফ্যাকাশে ছবি বা সাদা কালো ছবিকে কালারাইজ করতে পারে। আপনার পুরানো দিনের ছবির রং ঠিক করার জন্য Remini ব্যবহার করে দেখতে পারেন। 

এক্সপ্রেস মোড:

Remini এর এক্সপ্রেস মোড ব্যবহার করে দ্রুত এবং সহজে ফটো ইনহ্যান্সমেন্ট করা যায়, যা সময় বাঁচাতে সাহায্য করে।

কীভাবে Remini অ্যাপ ব্যবহার করবেন?

  1. প্রথমে আপনি যদি Android ইজার হয়ে থাকেন তাহলে প্লে-স্টোর এবং iso ইউজার হলে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিন। 
  2. তারপর অ্যাপটি ওপেন করে অ্যালাও করে দিবেন। 
  3. তারপরে আপনি আপনার মোবাইল গ্যালারি থেকে ছবি নির্বাচন করুন।
  4. Enhance ফিচার নির্বাচন করুন এবং আপনার ছবি আপলোড করুন। 
  5. আপনার ঝাপসা ছবি ক্লিয়ার হওয়ার পরে তা ডাউনলোড করুন। 
  6. ডাউনলোড করার জন্য আপনি দুইটি অপশন পাবেন। একটি হলো আপনাকে ডাউনলোড করতে হলে বিজ্ঞাপন দেখতে হবে। অপরটি হলো পেইড ভার্সন কিনে ডাউনলোড করতে হবে। 

ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো রেমিনি। রেমিনি নাম সকলের কাছে একটি পরিচিত নাম।

আরো পড়ুন: সেরা ২০টি বাংলা স্টাইলিশ ফন্ট কালেকশন গ্রাফিক্স ডিজাইনের জন্য

২. ঝাপসা ছবি ক্লিয়ার করার সেরা আর একটি অ্যাপস হলো PhotoTune. 

ছবির মান উন্নত করার ক্ষেত্রে PhotoTune অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী একটি অ্যাপ।এই অ্যাপটির মাধ্যমে আপনি সহজেই আপনার ছবিগুলোর গুণগত মান বৃদ্ধি করতে পারেন।

PhotoTune  এর প্রধান বৈশিষ্ট্য: 

উন্নতমানের ছবি স্পষ্টতা

PhotoTune ব্যবহারকারীদের ছবির ফোকাস উন্নত করার জন্য বিশেষ ফিচার প্রদান করে। এটি ঝাপসা ছবি থেকে স্পষ্টতা ফিরিয়ে আনার জন্য অত্যাধুনিক অ্যালগরিদম ব্যবহার করে।

ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস

PhotoTune এর ইন্টরফেসটি অনেক সহজ। একজন নতুন ইউজার ও সবকিছু একবার দেখেই তার ঝাপসা ছবি ক্লিয়ার করতে সক্ষম হবে। 

বিভিন্ন ফিল্টার এবং এডিটিং টুলস

PhotoTune এর মাধ্যমে আপনি আপনার ছবিটিকে বিভিন্ন ফিল্টার দিতে পারবেন। তাছাড়া ছবি এডিটিং করতে পারবেন। 

এক ক্লিক রিস্টোরেশন

PhotoTune এর মাধ্যমে আপনি আপনার ছবিটিকে ১ ক্লিকে ঝাপসা ছবি থেকে স্পস্ট ক্লিয়ার একটি ছবি পাবেন। ফটোটিউন এর এই ফিচারটি সময় সাশ্রয়ের পাশাপাশি প্রচেষ্টা কমায়।

ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস এর মধ্যে PhotoTune অ্যাপস দিয়ে আপনার কাজটি দ্রুত করতে পারবেন। ছবি ক্লিয়ার করার সেরা অ্যাপস হিসেবে PhotoTune আপনার ছবি সম্পাদনার একটি অসাধারণ টুল। এর সহজ ব্যবহার এবং কার্যকর ফলাফলের মাধ্যমে, আপনি আপনার ছবিগুলোকে নতুনভাবে জীবন্ত করে তুলতে পারবেন।

সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট

৩. ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য আরেকটি উন্নত অ্যাপস হলো PhotoPlus 

PhotoPlus একটি শক্তিশালী ছবি সম্পাদনা অ্যাপস, যা ঝাপসা ছবি ক্লিয়ার করার জন্য অত্যন্ত কার্যকর। এটি ব্যবহারকারীদের উন্নত ফিচার এবং টুলসের মাধ্যমে ছবির গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে। ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস এর মধ্যে ফটোপ্লাস এ্যাপটি অসাধারণ।

PhotoPlus এর বৈশিষ্ট্য সমূহ: 

  • ঝাপসা ছবি ক্লিয়ার করা: PhotoPlus এর মূল কাজই হলো ঝাপসা ছবি ক্লিয়ার করা। যে ছবি গুলো কনভার্ট বা লো রেজুলেশনের এমন ছবি হাই কোয়ালিটি এবং পরিষ্কার করতে PhotoPlus অ্যাপস ব্যবহার করা হয়ে থাকে। 
  • ছবি সংশোধন: ছবি সংশোধন করার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। কারণ ছবি মাঝে কোন স্ক্রাচ বা দাগ থাকলে তা সংশোধন করতে ওস্তাদ ফটো+ অ্যাপস। 
  • ফিল্টার: কোন ছবিতে সুন্দর সুন্দর ফিল্টার ব্যবহার করতে চাইলে ফটো+ অ্যাপসটি ব্যবহার করবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফিল্টার। যা ব্যবহার করলে আপনার ছবি আরো আকর্ষনীয় হয়ে উঠবে। 

সংক্ষেপে বলা যায়, PhotoPlus হল ঝাপসা ছবি ক্লিয়ার করা এবং ছবি উন্নয়নের জন্য একটি শক্তিশালী এবং বহুমুখী অ্যাপ্লিকেশন। অল্প সময়ের মধ্যে আপনার ছবি convert থেকে 4k resolution করতে চাইলে PhotoPlus হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি অ্যাপস। 

আমাদের ফেইসবুক পেইজ: তোয়ান- Tooaan

৪. ঝাপসা ছবি ক্লিয়ার করার নতুন অ্যাপস MeeAww

ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস এর মধ্যে একটি হলো MeeAww। MeeAww অ্যাপটি  মাধ্যমে মোবাইল দিয়ে এক ক্লিকে ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন। ছবি তোলার সময় ক্যামেরা নাড়ে যাওয়ার ফলে ছবি ঘোলা হয়ে যায়। আবার অনেক সময় সুন্দর একটি পজিশনে দাড়িয়ে একটি ছবি তুলেছেন কিন্তু কোন কারণ বসত সেই ছবিটি অস্পষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি এই অ্যাপটি দিয়ে ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন আপনার মোবাইলটি দিয়ে। 

MeeAww অ্যাপটির সুবিধা: 

  • ঝাপসা ছবি ক্লিয়ার করা: অতি সহজেই মোবাইল দিয়ে ঝাপসা ছবি ক্লিয়ার করা যায়। 
  • ফ্রিতে ডাউনলোড: ফটো ইনহ্যান্স করে ফ্রিতে হাইকোয়ালিটির ছবিটি ডাউনলোড করতে পারবেন। 
  • ওয়াটারমার্ক ফ্রি: ছবি ডাউনলোড করার পর ছবিতে কোন ওয়াটারমার্ক থাকে না। ওয়ারমার্ক বলতে অ্যাপের লোগো থাকে না। 
  • সহজ ইন্টারফেস: এই ফটো ইনহ্যান্স অ্যাপটি দিয়ে নতুন ইউজারগণ ও সহজে ছবি ইনহ্যান্স করতে পারে। 

PicMa ঝাপসা ছবি ক্লিয়ার করার অন্যতম একটি অ্যাপস

আধুনিক এই যুগে প্রতিটি মানুষের একটি স্মার্টফোন আছে। আর মানুষ ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে। ছবি তোলার পরে যদি ছবিটি অস্পষ্ট বা ঝাপসা ছবি হয় তাহলে সবাই হতাশ হয়। কিন্তু বর্তমানে AI এর যুগে ঝাপসা ঘোলা বা অস্পষ্ট ছবি উজ্জল করার জন্য অনেক অনলাইন ওয়েবসাইট রয়েছে। অনেক ফটো ইনহ্যান্স অ্যাপ বা সফটওয়্যার রয়েছে। যার মাধম্যে অতি সহজেই মোবাইল দিয়ে এক ক্লিকে ঝাপসা ছবি ক্লিয়ার করা যায়। 

PicMa হলো এমন একটি ছবি ইনহ্যান্স করার অন্যতম সেরা অ্যাপস। আজকের আর্টিকেলে বর্তমানের সেরা ৫টি ফটো ইনহ্যান্স অ্যাপ এর কথা বলেছি। PicMa এ্যাপটি দিয়ে আপনার ছবিকে আপনার মোবাইল দিয়ে ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন। 

PicMa-এর মূল বৈশিষ্ট্যসমূহ

AI-ভিত্তিক ছবি ইনহ্যান্সমেন্ট

PicMa Apps এর শক্তিশালি AI দিয়ে আপনার যে কোন ছবিকে ইনহ্যান্স করতে পারবেন। ঝাপসা বা ব্লার হয়ে যাওয়া ছবি থেকে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তৈরি করতে পারবেন।

উচ্চ রেজোলিউশন তৈরি

কম মানের ছবি থেকে উচ্চ মানের ছবি তৈরি করা PicMa-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এটি ছবির রেজোলিউশন বাড়িয়ে ছবিকে আরো আকর্ষনীয় করে তোলে। আর আপনার জানেন একটি ছবির রেজোলিউশন বেশি থাকলে ছবিটি প্রিন্ট বা জুম করে যেভাবেই দেখি তা ভালো দেখায়। 

পুরনো ছবি পুনরুদ্ধার

মানুষ তার স্মৃতি ধরে রাখতে ভালোবাসেন। দেখা যায় একটি ছবি অনেক দিন থাকলে তার উপরে অনেক দাগ পরে। ফ্যাকাশে হয়ে যায়। তাছাড়া এখন যেমন উন্নত ক্যামেরা বা মোবাইল তৈরি হয়েছে আগে কিন্তু এমন ছিল না। আগের ছবি গুলো ছিল সাদা কালো। অনেক দিন ছবি গুলো থাকার কারনে ছবিতে ময়লা পড়ে গিয়েছে। অনেক দাগ পড়েছে। সেই সকল পুরনো ছবিকে এই ফটো ইসহ্যান্স অ্যাপস দিয়ে জিবন্ত করে তুলতে পারবেন। 

একাধিক ফিচার

শুধু যে ছবি ঝাপসা ছবি ক্লিয়ার করে তা কিন্তু নয় এই অ্যাপটিতে রয়েছে আরো অনেক ফিচার। যা আপনার ছবিকে বা ভিডিওকে আকর্ষনীয় করে তুলতে অনেক সাহায্য করবে। 

ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস

PicMar অ্যাপসটির আর একটা বড় গুন হলো এই অ্যাপসটির  ইন্টারফেসটি ইউজার ফ্রেন্ডলি। 

এই ছিল ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস। উপরের প্রতিটি অ্যাপস থেকে আপনি আপনার ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন। এই অ্যাপস গুলো আপনি গুগল প্লে-স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করে আপনি আপনার ছবির মান উন্নত করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *