Full Width Category Links with SVG Icons

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো – বেশি গতি এবং কম টাকায় ভালো অফার দেয় কোন সিম

Published On: 25 Oct, 2025
বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো - বেশি গতি এবং কম টাকায় ভালো অফার দেয় কোন সিম
Google News
Follow Us

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো? আমাদের সকলেরই বর্তমান একটি এন্ড্রয়েড ফোন রয়েছে। আমাদের সবার বাড়িতে যদিও ওয়াইফাই আছে তারপরও আমাদের সবারই কিন্তু বাহিরে বের হলে ইন্টারনেট কিনতে হয়। বর্তমানে প্রতিটি বিকম কোম্পানি তাদের ইন্টারনেটের মূল্য বৃদ্ধি করছে। চালানোর জন্য কয়েকটি মোবাইল সিম কিনে থাকেন। প্রতিটি গ্রাহক অফার অনুযায়ী একেক সিমে ইন্টারনেট কিনে থাকেন। 

 প্রতিনিয়ত সিম পরিবর্তন করা একটি সমস্যা হয়ে যায়। তার কারণে সবাই চায় বাংলাদেশের সবচেয়ে ভালো অফার দেয় যে সিম কোম্পানি সেই সিমটি ব্যবহার করার জন্য। আপনাদের জানাবো কোন সিমের ইন্টারনেট অফার সবচেয়ে ভালো এবং কোন সিম দিয়ে আপনি নেট ভাল পাবেন মুভি দেখা গেম খেলা এবং অন্যান্য কাজ করার জন্য। 

বাংলাদেশে পাঁচটি কোম্পানির সিম পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, রবি এবং এয়ারটেল। আমরা দুটি ধাপে বাছাই করেছি বর্তমান বাংলাদেশে নেট চালানোর জন্য কোন সিম ভালো। এই দুইটি পদ্ধতি হলো তাদের ইন্টারনেট গতি এবং ইন্টারনেট অফার অনুযায়ী। 

গ্রামীণফোন 

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো 1
গ্রামীণফোন

ইন্টারনেট অফার দেখি যদি তাহলে দেখা যায় গ্রামীণফোনের সবচেয়ে ছোট যে অফারটি রয়েছে তা হল ৩ দিন মেয়াদ ২.৫ অর্থাৎ আড়াই জিবি ইন্টারনেটের মূল্য ৯২ টাকা। তাদের ফ্লেক্সিপ্লান অনুযায়ী এই অফারটি পাওয়া গিয়েছে এর থেকে আর ছোট অফার বর্তমানে নেই। 

বাংলালিংক

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো 4
বাংলালিংক

এরপরে বাংলালিংকের সবচেয়ে ছোট যে অফারটি রয়েছে তা হল তিন দিন মেয়াদী ৩ জিবি ইন্টারনেটের মূল্য ৯০ টাকা। আপনি যদি বাংলালিংকের সবচেয়ে ছোট অফারটি কিনতে চান তাহলে এটি হলো সবচেয়ে ছোট অফার। 

রবি

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো 5
রবি

 আমরা যদি রবি সিমের সবচেয়ে ছোট অফারটি দেখি তাহলে দেখতে পাই তিন দিন মেয়াদের তিন জিবি পাওয়া যাবে ৯৮ টাকায়। রবি কোম্পানির সবচেয়ে ছোট এই অফারটি রয়েছে। তাই আপনার যদি ৯৮ টাকা থাকে তাহলেই শুধুমাত্র আপনি এই অফার কিনতে পারবেন। কম দামে আর কোন অফার পাবেন না রবি সিমে। 

আরো পড়ুন: ব্লু কাট চশমা চোখের জন্য কতটা উপকারী এবং ক্ষতিকারী?

এয়ারটেল

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো 3
এয়ারটেল

যদি এয়ারটেল সিমের সবচেয়ে ছোট অফার কিনতে চান তাহলে ১০ জিবি ১৫৮ টাকা ৭ দিন এই অফারটি  কিনতে হবে। 

টেলিটক

বাংলাদেশে নেটের জন্য কোন সিম ভালো 2
টেলিটক

টেলিটক সিমের সবচেয়ে ছোট অফার যদি দেখি তাহলে এখানে ১০০ এমবি ৭ দিন মেয়াদের ১৩ টাকা তেত্রিশ পয়সায় পাওয়া যাবে। এত ছোট অফার অন্য আর কোন কোম্পানি দেয় না বর্তমান। ২৫০mb ১৮ টাকা ৪১ পয়সায় পাওয়া যাচ্ছে। ৫০০ এমবি পাওয়া যাবে ২৬ টাকা ৮ পয়সা ৭ দিন মেয়াদে। এবং ৩ জিবি পাওয়া যাবে ৬৮.৮৫ টাকায় টেলিটক থেকে অফারটি পাওয়া যাবে। 

তাহলে সবচেয়ে ভালো অফার দেয় কোন কোম্পানির সিম

তাহলে আমরা যদি সকল কোম্পানির ছোট অফার গুলোর দিকে তাকাই তাহলে সে দিক দিয়ে টেলিটক সিম সবচেয়ে ভালো অফার দিয়ে থাকে।

Leave a Comment

Tooaan is one of the most popular news magazines and marketplace websites, so stay tuned to discover something new.