১০০% নো কপিরাইট ৮৩টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা

Share This Post
Best No Copyright free music list

অডিও লাইব্রেরির বাছাই করা ৮৩টি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা

কন্টেন্ট ক্রিয়েশনের এই যুগে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজনীতা কতটুকু তা সবাই জানেন। একটা ভিডিওতে ভিউয়ারদের ধরে রাখার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এর বিশেষ প্রয়োজন। কিন্তু ফ্রিতে ভালো মানের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া অনেক কঠিন। একমাত্র ইউটিউব অডিও লাইব্রেরি সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে থাকে। কিন্তু তাদের প্লাটফর্মে লাখ লাখ মিউজিক ট্রাক রয়েছে। যা সবগুলো কোয়ালিটিফুল নয়। এখান থেকে অনেক খোজা খুজির পরে ভালো একটা মিউজিক পাওয়া যায়। যা অনেক ধৈর্য এবং সময়ের ব্যাপার। সবাই এত সময় দিয়ে মিউটিক গুলো খোজে না। তাই এখান থেকে তারা ভালো মানের মিউজিক পায় না।

আজকে আমরা আপনাদের এই সমস্যা সমাধানের জন্য অনেক খুজে খুজে ৮৩টি ১০০% কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এসেছি। নিমে মিউজিক গুলোর নাম দেওয়া হলো আপনারা এখান থেকে এই নাম কপি করে নিয়ে ইউটিউব অডিও লাইব্রেরির সার্চ অপশনে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন উক্ত নামের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখান থেকে আপনি ডাউনলোড করে আরামছে ব্যবহার করতে পারবেন আপনার কন্টেন্টে। কোন ধরনের কোন কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক আসবে না।

অডিও লাইব্রেরির বাছাই করা ৮৩টি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা

ব্লগিং ভিডিও, শর্ট ফিল্ম এবং নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই মিউজিক গুলো ব্যবহার করতে পারেন।

  1. Echoes of emir
  2. Mirage melody
  3. Bazaar Ballad
  4. Dune dancer
  5. Sands of serenity
  6. Sloppy Clav
  7. Kurt
  8. Sunny Travel
  9. Snake on the Beach
  10. Stellar Wind
  11. Safety Net
  12. Sahara Rains
  13. The Bazaar Canon
  14. Temple of treasures
  15. Jasmine Whipers
  16. Meet & Fun!
  17. Shake
  18. That One Bar Scene
  19. Free Me
  20. Positive Fuse
  21. Safety Net
  22. Sunny Travel
expline video

অ্যাকশন, এক্সপ্লেইন এবং হরর ভিডিওর জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ব্যবহার করতে পারেন।

  1. Animal Beast
  2. Wehrmut
  3. 19th Floor
  4. Champ
  5. You Should
  6. Don’t Wanna Let Myself Down
  7. Crimson Fly
  8. Pull Up Riddim
  9. Distant Lands
  10. Unstoppable
  11. Cumulus Nimbus
  12. Icing
  13. New Land
  14. Hop Hip
  15. Where We Wanna Go
  16. 19th Floor
  17. Awful
  18. Cash Machine
  19. Digifunk
  20. Dutty
  21. Foyf (Instrumental)
  22. Giving Up
  23. India Fuse
  24. Kurt
  25. Nine Lives
  26. No Sugar
  27. Parasail
  28. Something is Going On
  29. Tropic Fuse
  30. Danger Snow
  31. Rinse Repeat
  32. Human Heart
  33. 100 Degrees Under
  34. Event Departure
  35. Parasail
  36. Anywhen You Say
  37. Burbank Late Nights
  38. Till I Let Go
  39. Dreaming On
  40. Take You
  41. Fusion of Dhol
  42. In Five Straight Rows
voice over video background music

আরো পড়ুন: ইউটিউবের জন্য ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা ২০২৫

মিউজিক গুলো যেভাবে ডাউনলোড করবেন।

এখান থেকে মিউজিক ট্রাক গুলোর নাম দেখে গিয়ে অডিও লাইব্রেরির সার্চ অপশনে লিখতে পারেন অথবা কপি করে নিয়ে সার্চ অপশনে গিয়ে পেস্ট করে সার্চ দিলেই চলে আসবে ‍উক্ত নামের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি।

তখন আপনি সেই মিউজিক/গানটি একবার শুনে নিবেন। তারপর সেই মিউজিক ট্রাকটি ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া আপনি মিউজিক ট্রাকটির সামনেই একটি স্টার চিহ্ন আছে সেখানে ক্লিক করে ফেভারিট করে রাখতে পারেন। যখন আপনার প্রয়োজন হবে তখন ফেভারিট অপশনে গিয়ে সহজেই মিউজিকটি ডাউনলোড করতে পারবেন।

মিউজিক গুলো আপনি যেসকল প্লাটফর্মে ব্যবহার করতে পারবেন।

  1. ইউটিউবের ভিডিও, শর্টস, পডকাস্ট। 
  2. ফেসবুক: ভিডিও, রিলস এবং স্টোরিতে ব্যবহার করতে পারেন।
  3. টিকটক ভিডিওতে। 
  4. ইনস্টাগ্রামে।

মোট কথা যেত ভিডিও প্লাটফর্ম আছে সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন।

রয়্যালটি-ফ্রি মিউজিক ডাউনলোড এর সেরা ওয়েবসাইট

Epidemic Sound

Audio Jungle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *