
মনিটাইজেশন পাওয়ার জন্য কোন প্লাটফর্মে কি শর্ত পূরণ করতে হয়
বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করাটা খুবই সহজ এবং অনেক ক্ষেত্রে কঠিন ও বিষয়। তবে বর্তমান সমাজের যে ব্যক্তি অনলাইন থেকে সফল হয়েছে সেই ব্যক্তি সফলতা দেখে অন্য এক ব্যক্তি অনলাইনে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাই আপনি যদি এরকম একজন হয়ে থাকেন যে আপনি অনলাইনে কাজ করে টাকা আয় করবেন। তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য সেরা হবে।
দেখুন অনলাইন থেকে সহজে আয় করা সম্ভব নয় তবে আপনি যদি কাজের ধরন এবং এখানে একচেটিয়া লেগে থাকেন তাহলে অবশ্যই সফলতা খুব শীঘ্রই চলে আসবে। তবে এখানে মজার একটি বিষয় হলো সকল মানুষই সোশ্যাল মিডিয়া থেকে আয় করতে পারে না। এই কারণে অনেকেই মাঝপথ থেকে ছেড়ে দেয়। তাই কারো দেখাদেখে বা কারো কথা শুনে অনলাইনে কাজ করতে আসা বোকামি ছাড়া আর কিছু নয়।
তবে আপনার যদি মনোযোগ থাকে যে আপনি অনলাইন থেকে আয় করবেন বা আপনার ইচ্ছা যদি থাকে যে আমি অনলাইন থেকে আয় করব তাহলে আপনার ইচ্ছা শক্তি এবং মনোযোগ শক্তি দিয়েই কিন্তু আপনি অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারবেন। বর্তমান সময়ে দ্রুত সফলতা অর্জনের চাবিকাঠি হল অনলাইন। তবে অনলাইন দুনিয়ার মধ্যে রয়েছে অনেক ক্যাটাগরির যেখান থেকে আপনার পছন্দ করে নিতে হবে বা আপনি যে কাজটি পারবেন সে কাজটি বেছে নিতে হবে।
অনলাইনে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রয়েছে ও অসীম কাজ যেগুলো আপনি জীবনেও করে শেষ করতে পারবেন না বা আপনার করার কোন যোগ্যতা বা সময় নেই। এই কারণে প্রতিটা মানুষই তার পছন্দের কাজগুলো বেছে নেয়। এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম গুলো থেকে আপনি খুব সহজেই তাদের মাধ্যমে আয় করতে পারবেন। এই কারণে অনলাইনে অনেক কাজ রয়েছে যেগুলোর মধ্যে আমরা যাব না শুধুমাত্র আজকের পোস্টে থাকব কোন প্ল্যাটফর্মে কি কি শর্ত পূরণ করলে আপনি মনিটাইজেশন পাবেন।
মনিটাইজেশন কি
মনিটাইজেশন মানে হলো নিজের কনটেন্ট এর মধ্য যে কোন কারো ব্যক্তি বা কোম্পানির বিজ্ঞাপন চালিয়ে আয় করাকে বুঝায়। তবে মনিটাইজেশন টি আপনি কোন ব্যক্তি বা কোম্পানির কাছ থেকে নিতে পারবেন না সেজন্য যে প্লাটফর্ম থেকে কাজ করবেন বা কনটেন্ট আপলোড করবেন সেই প্ল্যাটফর্মের কাছ থেকেই মনিটাইজেশনের পারমিশন নিতে হবে।
যত সময়ে না পর্যন্ত আপনি মনিটাইজেশন পাবেন তত সময়ে আপনি কোন আয় করতে পারবেন না। আর যখন আপনার কন্টেন মনিটাইজেশন হয়ে যাবে আর সেই দিন থেকে আপনার আয় শুরু হবে। তবে বর্তমানে অনলাইন থেকে মনিটাইজেশন ছাড়াও বিভিন্ন উপায়ে আয় করা যায় তবে সে ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য নয়। যার কারণে সবচাইতে মনোযোগ এবং বেশি নির্ভরশীল হয়ে থাকে মনিটাইজেশনের উপর।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি যে কোন কনটেন্ট তৈরি করে আয় করতে পারবেন। কনটেন্টের মধ্যে রয়েছে ভিডিও, অডিও, ছবি ও লেখালেখি। এক কথায় বলতে গেলে আপনি যেকোন কনটেন্ট তৈরি করে সেই কনটেন্ট এর অনুপাতে কোন প্লাটফর্মে সেই কনটেন্টটি আপলোড করা যায় সেটি খুঁজে বের করে সেই প্ল্যাটফর্মে আপনার মনিটাইজেশন করতে হবে।
জনপ্রিয় ৫টি প্লাটফর্ম যেখান থেকে মনিটাইজেশন করে আয় করা যায়।
১. ইউটিউব: বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ভিডিও মার্কেটিং হল ইউটিউব। যেখানে আপনি ভিডিও তৈরি করে টাকা আয় করতে পারবেন। আপনি যেকোন বিষয়ে যে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করেই কিন্তু ইউটিউব থেকে আয় করা যায়। সেজন্য লাগবে নিজের দক্ষতা নিজের যোগ্যতা এবং সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটি হল ধৈর্য। তাই আপনি যদি আপনার ভিডিওগুলো মনিটাইজেশন করে আয় করতে চান তাহলে আপনার ইউটিউবে যে সত্যগুলো পূরণ করে মনিটাইজেশন পেতে হবে তা হল:
শেষ এক বছরের মধ্যে চ্যানেলটিতে ১০০০ সাবস্ক্রাইব ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম। আপনি যত বছরই ইউটিউব চালান না কেন আপনার শেষ এক বছরের মধ্যে আপনি যে ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন পেতে চান সেখানে ১ হাজার সাবস্ক্রাইব এবং ৪ হাজার ঘন্টা যে ভিডিওগুলো চ্যানেলটিতে আপলোড করবেন সেগুলো দেখা লাগবে। এই চ্যানেলটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবেন।
আপনি যদি ভালো কনটেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই ১০০০ সাবস্ক্রাইব ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম করে ফেলতে পারবেন। তবে নতুন অবস্থায় একটু কষ্ট হবে তবে যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন এবং ভালো কনটেন্ট আপলোড করতে থাকেন তাহলে আপনার বেশি একটা সময় লাগবে না এই সম্পূর্ণ মনিটাইজেশন শর্ত পূরণ করতে।
২. ফেসবুক: বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভিডিও মার্কেটিং এবং সাথে ছবি ও কনটেন্ট মার্কেটিং এর জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ফেসবুক। ইউটিউবে থেকে কয়েকটি উপায়ে এগিয়ে ফেসবুক থেকে আয় করা যায়। এছাড়া ফেসবুক থেকে খুব দ্রুত সফল হওয়া যায়। তবে ফেসবুকের রয়েছে নিজস্ব কিছু শর্ত যে শর্তগুলো পূরণ করে আপনার মনিটাইজেশন চালু করতে হবে।
তবে ফেসবুকে এদের কাছে রয়েছে কয়েকটি মাধ্যম মনিটাইজেশন করার। এখানে আলাদা আলাদা বিষয়ের ওপর মনিটাইজেশন করা রয়েছে আপনি যেকোনো বিষয়ের উপর মনিটাইজেশন করতে পারবেন এবং সেটির উপর নির্ভর করে আয় করতে পারবেন। তবে এখানে শর্ত হল আপনাকে ভালো কনটেন্ট আপলোড করতে হবে এবং সে কনটেন্ট গুলো নিজস্ব হতে হবে। তাছাড়া আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনারে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার ও ১০,০০০ ফলোয়ার ফেসবুক অ্যাকাউন্টটি তে অথবা পেজটিতে প্রয়োজন হবে এবং সাথে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম প্রয়োজন হবে মাত্র তিন মাসের (৯০ দিন) মধ্যে।
তবে আপনি যদি ফেসবুকের রেগুলার কাজ করেন তাহলে এই সকল সত্য খুব দ্রুতই আপনি পূরণ করতে পারবেন। তাছাড়া ইনস্ট্যান্ট কিছু মনিটাইজেশন রয়েছে যেগুলো আপনি খুব দ্রুত করতে পারবেন সেগুলোর মধ্যে হচ্ছে স্টার মনিটাইজেশন, পার্টনারশীপ মনিটাইজেশন, তবে রিলস মনিটাইজেশন, বোনাস মনিটাইজেশন, ইনস্টা এডস মনিটাইজেশন ও সাবস্ক্রাইবশন মনিটাইজেশন এগুলোর কিছু শর্ত পূরণ করলেই অটোমেটিক চালু হয়ে যায়। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মনিটরাজের সংখ্যা হল কন্টেন মনিটাইজেশন যেখান থেকে আপনি যে কোন কনটেন্ট আপলোড করলেই সেখান থেকে আয় করা সম্ভব।
সেটি হোক ছবি, লেখা অথবা ভিডিও যেকোনো একটি আপলোড করলেই ইনকাম শুরু।
৩. ব্লগিং: ইউটিউব ও ফেসবুকে থেকে অনেকটা এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বের মধ্যে ব্লগিং সেক্টর। তবে সেক্টরে সবাই সফলতা বা সবাই কাজ করতে পারে না। তবে এই ব্লগিং করে ও মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। এখানে আপনাকে কষ্ট করে ভিডিও তৈরি করতে হবে না, অগ্রিম টাকা নষ্ট করতে হবে না এবং স্বল্প সময়ের মধ্যেও আপনি একটি কন্টেন্ট লিখে ব্লগিং এর মাধ্যমে আপলোড করে ও আয় করতে পারবেন টাকা।
তবে ব্লগিং সেক্টরে কোন শর্ত নেই মনিটাইজেশন পাওয়ার। তবে এখানে আপনাকে ভালো কনটেন্ট আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি সহজে মনিটাইজেশন করতে পারবেন আপনার ব্লগিং ওয়েবসাইটটি। এখানে আপনি পাঁচটি পোস্ট করতে পারেন অথবা চাইলে ৫০০ পোস্ট করেও মনিটাইজেশন পেতে পারেন। এটি নির্ভর করে সম্পূর্ণ আপনার পোস্ট কোয়ালিটির উপর। এখানে আপনি ওয়ান পেজ মনিটাইজেশন করেও টাকা আয় করতে পারবেন। তাই ব্লগিং এর ক্ষেত্রে কোন বাধ্যকতা শর্ত নেই যেটা আপনি পূরণ করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন।
এখানে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য হাই কোয়ালিটি পোস্ট করতে হবে। যে পোস্টগুলো মানুষের উপকারে আসবে এবং ভবিষ্যতে কাজে লাগবে সেই সকল পোস্ট করলে আপনি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। তবে ওয়েবসাইটে পোস্ট লেখার জন্য একটু জ্ঞানী ব্যক্তি হওয়া প্রয়োজনীয়। আপনি অনলাইনে বা বাস্তবের যেকোনো বিষয় নিয়ে লেখালেখি করে ও টাকা আয় করতে পারবেন এটাই সবচেয়ে বড় সুযোগ করে দেয় ওয়েবসাইটের ব্লগিং সিস্টেমে।
৪. এক্স: এক সময় নামকরা ছিল টুইটার নামে। কিন্তু সেই টুইটার প্ল্যাটফর্ম কিনে নেয় বর্তমান বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্ক। আর তিনি তার ছেলের নামে এই প্লাটফর্ম নাম রাখে এক্স। তবে বর্তমানে এক্স ও খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। আপনি এখানে যে কোন কনটেন্ট পাবলিশ করে ও টাকা আয় করতে পারবেন। তবে এক্সের মধ্যে রয়েছে করা কয়েকটি শর্ত। যে শর্তগুলো সবাই পূরণ করতে পারে না যার কারণে সবাই এখান থেকে আয় করতে পারে না। কিন্তু যারা পারে তারা এখান থেকে ভালো পরিমাণে একটা আয় করে নিতে পারতেছে।
এক্স মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই তাদের সাবস্ক্রাইবশন কিনতে হবে। আর এটাই মূল শর্ত তারপর আপনাকে ৯০ দিনের মধ্যে ১০ মিলিয়ন ইম্প্রেশন প্রয়োজন হবে। তবে বর্তমানে এক্সের মধ্যে পোস্ট করলে খুব দ্রুত ইম্প্রেশন বাড়ে। সেখানে যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন প্রতিদিনের ভাইরাল গুলো তাহলে আপনি দ্রুত ইম্পেরেশন পাবেন আপনার অ্যাকাউন্টটি তে। এ ছাড়া আফটার একাউন্টটিতে মিনিমাম ৫০০ ভেরিফাইড অ্যাকাউন্ট এর ভালো লাগবে এবং আদার্স আরো ৫০০ একাউন্টের ফলোয়ার লাগবে। মোট আপনাকে ১ হাজার ফলো আর এক্স এর মধ্যে ৯০ দিনে পূরণ করতে হবে। যদি আপনার ফলোয়ার থাকে তাহলে সমস্যা নাই শুধুমাত্র আপনার ৯০ দিনের মধ্যে দশ মিলিয়ন ইম্প্রেশন পূরণ করতে হবে এবং তাদের সাবস্ক্রাইবেশন কিন্তু হবে এক মাস অথবা এক বছরের জন্য।
তাহলে কিন্তু আপনি এক্স থেকে টাকা আয় করতে পারবেন ছবি আপলোড অথবা আপনি টেক্সট লিখে তাছাড়া ভিডিও আপলোড করো আয় করা যাচ্ছে। এই শর্ত গুলো খুবই সহজ আবার অনেকের কাছে কঠিন মনে হবে। এখানে কঠিন বলতে বোঝায় যে ভেরিফাইড ফলোরগুলো রয়েছে সেগুলো আনা একটু কষ্ট কর তবে একটু টিপস খাটালেই আপনি পেয়ে যাবেন খুব সহজেই এই ভেরিফাইড অ্যাকাউন্ট গুলোর ফলোয়ার।
৫. ইনস্টাগ্রাম: ইনস্টাগ্রাম ফেসবুকের এই সোশ্যাল মিডিয়া। তবে এখানে আপনাকে আলাদাভাবে মনিটাইজেশন করে আয় করতে হবে। এখানে বিশেষ করে যারা রিলিজ ভিডিও তৈরি করে এবং সুন্দর হাই কোয়ালিটির ছবি আপলোড করে তাদের জন্য সেরা হবে। তবে এখানেও কিছু শর্ত রয়েছে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। মিনিমাম ১০,০০০ ফলোয়ার এবং আইডির বয়স ১৮ এর বেশি হতে হবে।
তো বন্ধুরা উপরে দেওয়া রয়েছে সেরা পাঁচটি প্লাটফর্ম যেগুলো থেকে আপনি নিশ্চিন্তে মনিটাইজেশন করে সারা জীবন আয় করতে পারবেন। এছাড়া আরো অনেক platform রয়েছে যেখানে আপনি মনিটাইজেশন করে সেখান থেকে আয় করতে পারবেন। তবে প্রতিটা প্লাটফর্মে রয়েছে তাদের আলাদা আলাদা টার্গেট এবং শর্ত। যেগুলো পূরণ করে আপনি খুব সহজে সেখান থেকে টাকা আয় করতে পারবেন।
জনপ্রিয় ১০ টি প্ল্যাটফর্ম যেখান থেকে মনিটাইজেশন করে আয় করা যায়
- TikTok
- WhatsApp (Business)
- Twitch
- Discord
- Snapchat
- Medium
- Rumble
- Patreon
তো প্রিয় বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন এবং চিন্তাভাবনা করতেছেন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন তাহলে অবশ্যই নিজের দিকে খেয়াল করে তারপর প্ল্যাটফর্ম পছন্দ করে সেখানে কাজ করা শুরু করে দিন। এর কারণ হলো আপনি যে বিষয়ে জ্ঞানী বা দক্ষতা রয়েছে আপনার সে বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেই বিষয়ের উপর যে প্ল্যাটফর্মের সাথে আপনার কন্টেন্টের ম্যাচিং হবে সেই প্ল্যাটফর্মটি বেছে নিবেন।
এখানে প্রতিটা প্লাটফর্মে সেরা কোনাতে কোনটা কম নয়। অনেকেই বলবে এটা থেকে এটা ভালো বা ওটা থেকে এটা ভালো। কিন্তু যার যার নির্দিষ্ট একটি দক্ষতার মধ্য রয়েছে পার্থক্য যেটা প্রতিটা প্লাটফর্মেই মধ্য রয়েছে। তবে বন্ধুরা আপনি যদি পারেন তাহলে এই সকল প্ল্যাটফর্মে একসাথে কাজ করতে পারবেন। এগুলো আলাদা বিষয় নয় আপনি যে কনটেন্টটি তৈরি করবেন সেই কনটেন্টটি আপনি এই সকল প্লাটফর্মে একই সাথে ব্যবহার করতে পারবেন। এবং সেই কনটেন্ট গুলো থেকে সকল প্লাটফর্ম থেকেই কিন্তু আয় করতে পারবেন।
এখানে কোন প্লাটফর্ম বলে না যে আপনি এই প্লাটফর্মে কাজ করলে অন্য প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না। আপনার নিজস্ব কনটেন্ট আপনি যে কোন প্লাটফর্মে আপলোড করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। এটা নিয়ে আপনাকে কখনো কেউ হেনস্তা বা কপিরাইট এর ভয় দেখাতে পারবেনা যদি কিনা আপনার কনটেন্টি আপনার নিজস্ব হয়ে থাকে। তাই আপনি যদি পারেন সময় নিয়ে এই সকল প্লাটফর্মে একসাথে কাজ করার চেষ্টা করবেন।
দেখুন আমি আগেও বলেছি যে সকল প্লাটফর্মে আপনি সফল হতে পারবেন না। তবে আপনার কন্টাক্ট অনুযায়ী যে প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্মেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। তবে একটি প্লাটফর্মে একবার সফলতা অর্জন করতে পারলে অন্য না platform গুলোই এমনিতেই আপনার পিছে পিছে আসবে। তাই আপনার কনটেন্ট অনুযায়ী প্রথম কয়েকদিন দেখুন কোন জায়গা থেকে আপনার বেশি পরিমাণ ভিজিটর আসতেছে সেগুলো লক্ষ্য করে আপনি সেই প্ল্যাটফর্মগুলোতে বেশি কাজ করার মন-মানসিকতা নিন।
- 20+ ইংরেজি স্টাইলিশ ফন্ট ডাউনলোড ইউটিউব থাম্বনাইলের জন্য
- ইউটিউব আইনগুলো সহজ ভাষায় জানুন | YouTube Policy learning a to z
তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট যে কোন প্ল্যাটফর্ম গুলোতে আপনার কোন ধরনের শর্ত এবং টার্গেট পূরণ করতে হয় মইটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। আপনি এখন বেছে নিন বা আপনি এখান থেকে সবগুলোতে কাজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।