সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম ২০২৫

Share This Post
সিমের মালিকানা পরিবর্তন

সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম ২০২৫

আপনি যেকোন সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তবে শুধুমাত্র গ্রামীনফোন সিম শহর অঞ্চল গুলোয় অনলাইনে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। আপনাকে কষ্ট করে কাস্টম কেয়ারে যেতে হবে না।

গ্রামীনফোন সিমের মালিকানা পরিবর্তন

আপনি ঘরে বসেই গ্রামীনসিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। তারজন্য যেভাবে অনলাইন আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হল:

১. প্রথমে আপনি আপনার ফোনের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন:

২. এখন সার্চ করুন ” Grameenphone ” লিখে।

৩. গ্রামীনফোন এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।

৪. ওয়েবসাইটের হোম পেজের উপরে দেখুন ‘3dot’ ক্লিক করে সাইডবার ওপেন করুন।

৫. সেখানে ‘ Shop ‘ অপসনে ক্লিক করুন।

৬. পরবর্তী সাইডবারে ” SIM Service ” অপসনে ক্লিক করুন।

৭. ওখানে ‘ Transfer of SIM Ownership ‘ অপসনে ক্লিক করুন।

৮. নতুন একটি ফর্মের পেজ আসবে এখানে আপনার ইনফরমেশন দিতে হবে যেমন:

  • যে সিমটি ট্রান্সফার করবেন সেই নাম্বার লিখুন।
  • ট্রান্সফার সিমটি যে NID দিয়ে রেজিষ্ট্রেশন সেই NID Number লিখে দিন।
  • যাকে সিমটির মালিকানা দিবেন তার নাম্বার লিখে দিন।

৯. সবকিছু ঠিক করে দেওয়ার পর ‘ Add to Cart ‘ বাটনে ক্লিক করুন।

১০. তারপর সাইডবার আসবে সেখানে ” Continue to Checkout ” বাটনে ক্লিক করুন।

১১. আরেকটি পেজ আসবে এখানে আপনার ঠিকানা দিবে যেমন:

  • আপনার নাম
  • আপনার ফোন নাম্বার ( যেটি ব্যবহার করেন )
  • আপনার জিমেইল ( যদি থাকে )
  • ডেলিভারি ঠিকান ‘ জেলা ও পোস্ট কোড ‘

১২. সব ঠিক করে তথ্য দিয়ে নিচে ” Continue to Review ” বাটনে ক্লিক করুন।

সিমের মালিকানা পরিবর্তন করতে কত টাকা লাগে

১৩. এখানে আপনার সিমের ফি ১১৫ টাকা + ৮০ টাকা ডেলিভারি চার্জ = মোট ১৯৫ টাকা অনলাইন পেমেন্ট বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলেই।

আপনার অডার সফল হবে এবং আপনি ২-৩ দিনের মধ্যে পেয়ে যাবেন। তবে যেদিন ডেলিভারি ম্যান যাবে সেই দিন আপনাদের ২ জনকেই উপস্থিত থাকতে হবে বায়োমেট্রিক হাতের ফিঙ্গার দেওয়ার জন্য। আপনি এবং আপনি যাকে সিমটি ট্রান্সফার করবেন তাকে সহ আপনি সকল তথ্য দেওয়ার মাধ্যমে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর এবং নারায়ণগঞ্জ মেট্রোপলিটন সিটি এলাকার জন্য উপলব্ধ হবে। এর বাহিরে যারা থাকবেন তারা সরাসরি কাস্টম কেয়ারে গিয়ে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন।

সকল সিমের রিপ্লেসমেন্ট চার্জ কত টাকা – সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম ২০২৫

বাংলালিংক সিমের মালিকানা পরিবর্তন

বাংলালিংক সিমের মালিকানা পরিবর্তন করার জন্য এখনো অনলাইন সিস্টেম চালু হয় নাই তাই আপনি সরাসরি আপনার নিকটবর্তী কাস্টম কেয়ারে গিয়ে মালিকানা পরিবর্তন করতে পারবেন।

রবি সিমের মালিকানা পরিবর্তন

রবি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য এখনো অনলাইন সিস্টেম চালু হয় নাই তাই আপনি সরাসরি আপনার নিকটবর্তী কাস্টম কেয়ারে গিয়ে মালিকানা পরিবর্তন করতে পারবেন।

এয়ারটেল সিনের মালিকানা পরিবর্তন

এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করার জন্য এখনো অনলাইন সিস্টেম চালু হয় নাই তাই আপনি সরাসরি আপনার নিকটবর্তী কাস্টম কেয়ারে গিয়ে মালিকানা পরিবর্তন করতে পারবেন।

টেলিটক সিমের মালিকানা পরিবর্তন

টেলিটক সিমের মালিকানা পরিবর্তন করার জন্য এখনো অনলাইন সিস্টেম চালু হয় নাই তাই আপনি সরাসরি আপনার নিকটবর্তী কাস্টম কেয়ারে গিয়ে মালিকানা পরিবর্তন করতে পারবেন।

বর্তমান শুধু গ্রামীনফোন সিম অনলাইন মাধ্যমে কিছু শহরে এই সার্ভিস চালু করছে তবে ধীরে ধীরে বাংলাদেশে সকল জায়গায় এই সুবিধা করবে। এবং আরো ৪টি সিম কোম্পানি ও তারাও এই অনলাইন সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে তাই খুব তাড়াতাড়ি আপনার নাগালের কাছে পেয়ে যাবেন।

বন্ধুরা আরো এই ধরনের টেকনিক্যাল সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ও সোস্যাইল মিডিয়া ফলো করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *