সেরা ৫টি দামি মোবাইল ঘড়ি ২০২৫ – কি কি ফিচার থাকছে ঘড়িতে

Share This Post
সেরা ৫টি দামি মোবাইল ঘড়ি

সেরা ৫টি দামি মোবাইল ঘড়ি ২০২৫ – কি কি ফিচার থাকছে ঘড়িতে

হ্যালো বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের মার্কেটে থাকা সেরা ৫ টি দামি মোবাইল ঘড়ি। আর এই এত দামের ঘড়িতে কি কি থাকছে সেই সকল ফিচার সম্পর্কে আপনাকে জানাবো। আপনার বাজেট যদি হয়ে থাকে ৫০০০ টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে তাহলে আপনি আজকের এই পোস্ট থেকে সেরা ৫টি কালেকশন মোবাইল ঘড়ি দেখতে পারবেন এবং সেটি আপনি চাইলে কিনতেও পারেন।

1. Oppo Watch X2

Oppo Watch X2 Specifications

BrandsOppo Watch X2
Models:OPWWE251
Release:March, 2025
Color:Lava Black, Summit Blue
Dimensions:47.6 x 46.6 x 11.8 mm (1.87 x 1.83 x 0.46 in)
Weight:49.7 g (1.76 oz)
Build:Sapphire crystal front, stainless steel frame, plastic back
Waterproof:IP68 dust tight and water resistant (immersible up to 1.5m for 30 min)
MIL-STD-810H compliant
Waterproof (5ATM/50m)
Compatible with standard 22mm straps
ECG certified
Type:LTPO AMOLED, 2200 nits (peak)
Size:1.5 inches
Resolution:466 x 466 pixels (~310 ppi density)
Protection:Sapphire crystal glass
Features:Always-on display
OS:ColorOS Watch 7.0 + Wear OS 5.0
Chipset:Qualcomm Snapdragon W5 Gen 1 (4 nm)
RAM:2 GB
ROM:32 GB
WLAN:Wi-Fi 802.11 a/b/g/n, dual-band
Bluetooth:5.2, A2DP, LE
GPS:GPS (L1+L5), GLONASS, GALILEO, BDS, QZSS
NFC:Yes
Loudspeaker:Yes
Made by:China
CapacityNon-removable Li-Po, 648 mAh
Charging:7.5W wired
Price:৳40,000

এক নাম্বারে যে ঘড়িটি রয়েছে সেটি অপ্পো ব্রান্ড কোম্পানির। oppo মোবাইলের পাশাপাশি মোবাইল গোরি ও বানিয়ে থাকেন। তাই আজকে তাদের বাজারে থাকা সবচেয়ে দামি ঘড়ির কথা বলব। সবচেয়ে দামি ঘড়ি বাংলাদেশের মার্কেটে অপ্পো ব্র্যান্ডের Oppo Watch X2 এটি চলতেছে।

এই ঘড়িটির বাংলাদেশ বাজারের মার্কেটের দাম রয়েছে ৪০ হাজার টাকা তবে হয়তো মার্কেটের ভ্যালুর ওপর নির্ভর করে দাম ওঠাবা নামা। তাই ৪০ হাজার টাকা থেকে দাম কমও হতে পারে আবার বেশিও হইতে পারে। এই ঘরে টি চায়না এবং এই ঘড়িটির দুইটি কালার আপনি মার্কেটে পাবেন। ঘড়িটিতে সকল ফিচার থাকছে তা নিচের টেবিলে দেওয়া হল।

2. Oneplus Watch 3

ওয়ান প্লাস ব্র্যান্ড প্রতি বছরেই কয়েকটি ঘড়ি বাজারে নিয়ে আসে। তবে এই দুই হাজার পঁচিশ সালে যেটি বর্তমান বাংলাদেশের রয়েছে Oneplus Watch 3 মোবাইল ঘড়িটির দাম ৪০ হাজার টাকা। তাই আপনার বাজেট যদি হয়ে থাকে ৪০ হাজার টাকা এবং পছন্দ হয়ে থাকে ওয়ান প্লাস ব্র্যান্ড তাহলে আপনি এই ব্র্যান্ডের ঘড়িটি দেখতে পারেন। এই ঘড়িটিও চায়না থেকে বানানো হয়েছে এবং এই ঘড়িটির কালার পাওয়া যাবে দুইটি তাছাড়া এই ঘড়িটিতে কি কি ভিসা থাকছে তার নিচে দেওয়া হল:

Oneplus Watch 3 Specifications

BrandsOneplus Watch 3
Models:
Release:03 March, 2025
Color:Black titanium, Silver titanium
Dimensions:47.6 x 46.6 x 11.8 mm (1.87 x 1.83 x 0.46 in)
Weight:49.7 g (1.76 oz)
Build:Sapphire crystal front, stainless steel frame, plastic back
Waterproof:IP68 dust tight and water resistant (immersible up to 1.5m for 30 min)
MIL-STD-810H compliant
Waterproof (5ATM/50m)
Compatible with standard 22mm straps
ECG certified
Type:LTPO AMOLED, 2200 nits (peak)
Size:1.5 inches
Resolution:466 x 466 pixels (~310 ppi density)
Protection:Sapphire crystal glass
Features:Always-on display
OS:Android Wear OS + RTOS
Chipset:Qualcomm Snapdragon W5 Gen 1 (4 nm)
RAM:2 GB
ROM:32 GB
WLAN:Wi-Fi 802.11 a/b/g/n, dual-band
Bluetooth:5.2, A2DP, LE
GPS:GPS (L1+L5), GLONASS, GALILEO, BDS, QZSS
NFC:Yes
Loudspeaker:Yes
Made by:China
CapacityNon-removable Li-Po, 648 mAh
Charging:7.5W wired
Price:৳40,000

3. Xiaomi Watch S4

Xiaomi Watch S4 ঘড়িটির বর্তমান বাজারের দাম রয়েছে বিশ হাজার টাকা। তাই আপনার বাজেট যদি হাই-টেক না হয়ে মিড রেঞ্জ এর মত হয়ে থাকে তাহলে আপনি এই শাওমি কোম্পানির মোবাইল ঘড়িটি দেখতে পারেন। শাওমি ২০২৫ সালে এখনো নতুন দামি মোবাইল ঘড়ি লঞ্চ করেননি তাদের ঘড়িগুলো এখনও আপকামিংয়ে রয়েছে। তবে আপনার যদি এখন পছন্দ হয়ে থাকে শাওমি তাহলে আপ এই শাওমি কোম্পানির Xiaomi Watch S4 ঘড়িটি ক্রয় করতে পারেন।

Xiaomi Watch S4 Specifications

BrandsXiaomi Watch S4
Models:M2424W1, M2425W1
Release:29 October, 2024
Color:Black, Silver
Dimensions:47.3 x 47.3 x 12 mm (1.86 x 1.86 x 0.47 in)
Weight:44.5 g (1.59 oz)
Build:Aluminum alloy frame, stainless steel bezel
Waterproof:Waterproof (5ATM)
Type:AMOLED, 2200 nits (peak)
Size:1.43 inches
Resolution:466 x 466 pixels (~326 ppi density)
Protection:Scratch/drop-proof glass
Technology:GSM / HSPA / LTE
OS:HyperOS
Chipset:
RAM:
ROM:
WLAN:No
Bluetooth:5.3, A2DP, LE
GPS:GPS (L1+L5), GLONASS, GALILEO, BDS, QZSS
NFC:Yes
Loudspeaker:Yes
Sensors:Accelerometer, gyro, compass, barometer, heart rate, SpO2
Made by:China
CapacityNon-removable Li-Po, 486 mAh
Charging:
Price:৳20,000

4. Xiaomi Redmi Watch 5

তো বন্ধুরা যাদের বাজেট রয়েছে মাত্র ছয় হাজার টাকা তাদের জন্য আরেকটি ঘড়ি শাওমি কোম্পানি থেকে। এই ঘড়িটি মাত্র ৬ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এবং এইটির ডিজাইন ও কিন্তু খুবই সুন্দর। তো যাদের বাজেট ৪০ হাজার টাকা নাই তারা চাইলে মোবাইল ঘড়ির মধ্য শাওমি কোম্পানির এই ঘড়িটি বেছে নিতে পারেন। এই ঘড়িটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের লঞ্চ করেছে বাংলাদেশের মার্কেটে।

Xiaomi Redmi Watch 5 Specifications

BrandsXiaomi Redmi Watch 5
Models:M2427W1, M2428W1
Release:15 January , 2025
Color:Black, Silver, Beige
Dimensions:47.5 x 41.1 x 11.3 mm (1.87 x 1.62 x 0.44 in)
Weight:33.5 g (1.20 oz)
Build:Plastic back, plastic frame, eSIM (China only)
Waterproof:Waterproof (5ATM)
50m water resistant
Type:AMOLED, 1500 nits (peak)
Size:2.1 inches
Resolution:450 x 390 pixels (~302 ppi density)
Protection:Always-on display
OS:HyperOS
Chipset:
RAM:
ROM:
WLAN:No
Bluetooth:5.3, A2DP, LE
GPS:GPS (L1+L5), GLONASS, GALILEO, BDS, QZSS
NFC:Yes
Loudspeaker:Yes
Sensors:Accelerometer, gyro, compass, barometer, heart rate, SpO2
Made by:China
CapacityNon-removable Li-Po, 550 mAh
Charging:
Price:৳6,000

5. Lava Pro Watch V1

আপনার যদি সাক্ষ হয়ে থাকে একটি মোবাইল ঘড়ি কেনার কিন্তু আপনার কাছে পর্যাপ্ত বেশি টাকা নাই। তাহলে আপনার জন্য লাভা কোম্পানির এই ঘড়িটি আপনি এই ঘড়িটি পেয়ে যাবেন 4 হাজার 500 টাকায়। তবে এই ঘড়িটিতে রয়েছে বেশ কিছু ফিচার এবং এই ঘড়িটি লঞ্চ করা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। তাই আপনি সম্পূর্ণ চায়না এর বানানো লাভা কোম্পানির মোবাইল ঘড়ি চারটি কালারের ইউনিক ডিজাইনে চেঞ্জ সিস্টেম পেয়ে যাবেন। এই স্বল্প বাজেটের মধ্যে যে ঘড়িটি পাচ্ছেন সেই ঘড়িটিতে কি কি ফিসার রয়েছে তা নিচে দেওয়া হল:

Lava Pro Watch V1 Specifications

BrandsLava Pro Watch V1
Models:
Release:11 January , 2025
Color:Black Nebula, Bluish Ronin, Peachy Hikari, Mint Shinobi
Dimensions:
Weight:
Build:
Waterproof:IP68 dust/water resistant
Type:AMOLED, 500 nits
Size:1.85 inches
Resolution:390 x 450 pixels (~322 ppi density)
Protection:Corning Gorilla Glass 3
Always-on display
OS:Proprietary OS
Chipset:
RAM:
ROM:
WLAN:No
Bluetooth:5.3, A2DP, LE
GPS:
NFC:
Loudspeaker:
Sensors:Accelerometer, heart rate, SpO2
Made by:China
CapacityNon-removable Li-Po, 270 mAh
Charging:
Price:৳4,500

তো বন্ধুরা উপরে দেওয়া পাঁচটি মোবাইল ঘড়ি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কম বাজেট থেকে বেশি বাজেটের ঘড়ি রয়েছে তাই আপনার বাজেট অনুযায়ী এখান থেকে গরিব পছন্দ করে নেন। আপনি যদি ব্র্যান্ডের মোবাইল ঘড়ি কিনতে চান তাহলে আপনি এই ব্রান্ডের মোবাইল ঘড়ি দেখতে পারেন।

এই ঘড়িগুলো দেখতে সাধারণ ঘরের মতো লাগতে পারে তবে এই ঘড়িটিতে রয়েছে ডিসপ্লে। তাছাড়া আপনি একটি মোবাইলের যে সকল কাজ করতে পারবেন তা এই ঘড়ির মাধ্যমে আপনি করতে পারবেন। তাই এই ঘড়িগুলো সাধারণ দেখালেও কিন্তু এটি সাধারণ নয়। এই ঘড়িগুলো অসাধারণ ফচার ও ডিজাইন নিয়ে মার্কেটে নিয়ে আসছে 2025 সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *