একটি সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেন আমি যদি ভালো কোন গল্প পাই তাহলে অবশ্যই সেই চরিত্রে অভিনয় করবো। আমি শাকিব খানের সিনেমায় সোলজারে অভিনয় করার সুযোগ পেয়েছি তাই বলে যে আগের নাটক বা ওটিটিতে আর অভিনয় করবো না এমনটি নয়।
আরো পড়ুন: ১০০ বছর বাঁচতে জাপানিদের ৭টি টিপস ফলো করুন
আমি একজন অভিনেত্রী আমি যদি ভালো কোন কাজের সুযোগ পাই তাহলে নাটক, ওটিটি কিংবা মঞ্চ নাটকেও অভিনয় করবো। এটা আমার এথিক্স বা চিন্তা ধারার বাইরে আমি সব জায়গাতে অভিনয় করতে চাই।
আর আপনারা যারা বলছেন আমি সোলজারে অভিনয় করেছি। সেটা সত্য নয়। আমার ক্লিপ এখনও আসেনি। ওটা আমি ছিলাম না। এজন্য তিনি বলেন আপনারা নিউজ করার সময় একটু জেনে শুনে নিউজ করবেন। তাহলেই ভালো হয়, আর ভুল হবে না।












