
১৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৫
মাত্র ১৫ হাজার টাকা বাজেটের মধ্যেও আপনি ভাল স্মার্টফোন যদি খুঁজে থাকেন ২০২৫ সালের লঞ্চ হওয়া। তাহলে আপনি সঠিক জায়গায় এবং সঠিক পোস্টটি দেখতেছেন। এই পোস্টে আমি আপনাকে দেখাবো ২০২৫ সালের লঞ্চ হওয়া ভালো ১৫ হাজার টাকার মধ্যেও ফোন।
আপনি ১৫০০০ টাকা বাজেটের মত ভাল স্মার্টফোন যেটা পারফরমেন্সের দিক দিয়ে ভালো থাকবে এবং ক্যামেরার দিক দিয়েও এগিয়ে থাকবে। এ ছাড়া যারা গেমস খেলতে চান তাদের জন্য সেরা কোন ফোনটি হবে তা আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন।
Samsung Galaxy F06 5G

আপনি ১৫০০০ টাকা বাজেটের মধ্যে অফিসিয়ালি samsung কোম্পানির স্মার্ট ফোন পেয়ে যাবেন। এই ফোনটিতে থাকবে মেইন-ডুয়েল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা থাকতে ৮ মেগাপিক্সেল।
আরো থাকতে এই ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ফাইভ-জি নেটওয়ার্ক কে ফোনটি ব্যবহার করতে পারবেন তবে বাংলাদেশে এখনো ফাইভ জি চালু হয়নি তাই আপাতত আপনি ফোরজি নেটওয়ার্কে এই ফোনটি ব্যবহার করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি রয়েছে 5000mAh এর সাথে থাকবে ২৫ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং।
Samsung Galaxy F06 5G ফোনটির চিপসেট রয়েছে Mediatek Dimensity 6300, IPS LCD Display, 262 ppi, 90Hz ও 720×1600 px.
এছাড়া বর্তমান বাংলাদেশে ১৫০০০ টাকা বাজেটের মধ্য অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোন ফোন লঞ্চ হয়নি। ১৫০০০ টাকা বাজেটের অনেকগুলো স্মার্ট ফোন রয়েছে যেগুলোর সামনে আসতেছে।
বর্তমান এই ফোনগুলো আপকামিং অবস্থানে রয়েছে এবং ধীরে ধীরে এই ফোনগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। তাই শুধুমাত্র একটি ফোন ছিল 15000 টাকা বাজেটের যেটা বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। এছাড়া আমি নিচে আপনাদের জন্য লিস্ট দিয়ে রাখলাম যে কোন ফোন গুলো ১৫ হাজার টাকার মধ্যে আপনি পাবেন। তবে এই ফোনগুলো এখনো বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়নি।
হয়তো অনেক দেশে এই ফোনগুলো লঞ্চ হয়েছে তবে আমাদের বাংলাদেশে আসতে একটু দেরি হয় সেহেতু আপনি ধীরে ধীরে এই ফোনগুলো মার্কেটে পেয়ে যাবেন। তাই জেনে রাখুন কোন ফোনগুলো সামনে আসতেছে। এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের এবং ব্রান্ড ছাড়াও স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র ১৫ হাজার টাকা বাজেটে।
১৫ হাজারে ১৫টি স্মার্টফোন ২০২৫ লিস্ট
- Meizu Note 16
- Vivo Y19 5G
- Coolpad CP12 Neo
- Lava Bold
- HMD Aura 2
- HTC Wildfire E5 Plus
- Umidigi Note 100 5G
- ZTE Blade V70 Max
- Umidigi G9 5G
- Lava Yuva 2 5G
- ZTE nubia Music 2
- HMD Arc
- Coolpad C16s
- Philips S6310 Essence 20
- Meizu mBlu 21
সেজন্য আমাদের সাজেস্ট থাকবে আপনার জন্য যদি আপনি এখনই স্মার্ট ফোন কিনতে চান ১৫০০০ টাকা বাজেটের মধ্যে তাহলে একটি ফোন ছাড়া আপনি অন্য কোন মডেলের ফোন পাবেন না। সেহেতু অবশ্যই আপনার বাজেটে একটু বাড়াতে হবে না হয় আপনার বাজেটটা কমাতে হবে। তাহলে আপনি মার্কেটে এভেলেবল অনেক স্মার্টফোন পাবেন বিভিন্ন ব্র্যান্ডের। তবে আমার মতে হচ্ছে আপনার যদি ১৫ হাজার টাকা থেকে থাকে তাহলে আর অল্প কিছু টাকা বাড়িয়ে ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কি নাই বুদ্ধিমানের কাজ।