২০২৫ কোরবানির সবচেয়ে বড় ৩টি গরু: জানুন ওজন, দাম এবং নাম

Share This Post

কোরবানি আসলেই যে বিষয়টা সবার মুখে মুখে থাকে তা হল এবারের কোরবানির সবচেয়ে বড় গরু কোনটি। ২০২৫ কোরবানির সবচেয়ে বড় ৩টি গরু সম্পর্কে জানাবো আজকে। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় গরু গুলোর বিভিন্ন নাম দিয়ে থাকেন এই গরুগুলোর মালিক। এবারে কি নাম দিয়েছেন গরুর মালিকগণ সেই সব বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন।

১। বাংলাদেশে কোরবানির সবচেয়ে বড় গরুর নাম মানিক

হামিদা আপার বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় বেঙ্গল গ্রামে। এই গরুটি পালন করেছেন হামিদা আপা। হামিদা আপার বাড়ি টাঙ্গাইল জেলার, দেলদুয়ার থানায়, বেঙ্গুলিয়া গ্রামে। এই গরুটির বয়স প্রায় ১০ বছর হতে চলেছে। এই গরুটি কয়েক বছর ধরেই বিক্রির চেষ্টা করছেন কিন্তু সঠিক দাম না পাওয়ার কারণে গরুটি এখনো বিক্রি হয়নি। 

২০২৫ বাংলাদেশের কোরবানির সবচেয়ে বড় গরুর ছবি

২০২৫ কোরবানির সবচেয়ে বড় ৩টি গরু
২০২৫ সালের কোরবানির সবচেয়ে বড় গরুর ছবি

এই গরুটি গত বছর অর্থাৎ ২০২৪ সালের কোরবানির ঈদের সময় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা বলেছিলেন হামিদা আপা। কিন্তু কোরবানির দিন রাত বারোটার সময় প্রধানমন্ত্রী গরুটি না নেওয়ার কথা বলেছিলেন। তাই গরুটি বিক্রি হয়নি। আর আমিদা আপা কোরবানির ঈদে ছাড়া গরুটি বিক্রি করবেন না এমনই আশা করে বসে আছেন। 

মানিক এর ওজন ৫৪ মন অর্থাৎ ২১৬০ কেজি। গরুটির দাম এখনও আমিদা আপা বলেনি। তিনি বলেছেন যদি কোন ব্যক্তি কোরবানির জন্য নেয় এবং বাজার অনুপাতে সঠিক দাম বলে তাহলে এবার বিক্রি করে দিব। 

এই গরুটির দৈনিক খাবার হল বিচি কলা, ছোলা, ভুট্টা এবং ভুষি। খাবার বাবদ প্রতিদিন তার খরচ হয় ২ হাজার টাকা। 

বাংলাদেশের সবচেয়ে বড় গরুর তালিকায় দ্বিতীয় নাম্বারে রয়েছে “আল্লাহর দান” 

২০২৫ নওগা জেলার কোরবানির সবচেয়ে বড় গরুর ছবি

২০২৫ সালের কোরবানির সবচেয়ে বড় গরুর ছবি

এই গরুটি নওগাঁ জেলার সবচেয়ে বড় গরু। এই গরুটির নাম রেখেছেন আল্লাহর দান। বিরাট আকারের দেখতে এই গরুটির ওজন ২১০০ কেজি। এই গরুটির মালিক দাম চেয়েছেন ২৫ লক্ষ টাকা। ২১০০ কেজির দানবী ও আকারের এই গরুটির দাম আসলেই কত হবে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। এই গরুটির প্রতিদিন খাবার বাবদ খরচ হয় দুই হাজার টাকার মত। ২০২৫ কোরবানির সবচেয়ে বড় ৩টি গরুর দ্বিতীয় হলো এই গরু।

আরো পড়ুন: ১০৩+ ঈদুল আযাহা ২০২৫ শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ক্যাপশন

২০২৫ সালের বাংলাদেশে সবচেয়ে বড় গরুর তালিকায় ৩ নাম্বারে রয়েছে “সুলতান”

২০২৫ ময়মনসিংহ জেলার কোরবানির সবচেয়ে বড় গরুর ছবি

২০২৫ সালের কোরবানির সবচেয়ে বড় গরুর ছবি

ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় গরু এটি। এই গরুটির নাম দিয়েছেন সুলতান। গরুটি পালন করেছেন নেমো ক্যাটল ফার্ম। সুলতানের ওজন ১৭০০ কেজি। এই গরুটির রং সাদা ও কালো। গরুটির দাম চেয়েছেন এই গরুটির ভিডিও ও ছবি ফেসবুক, টিকটক এবং ইউটিউবে দেখা যাচ্ছে। এই গরুটির দাম জানা যায়নি। আপনি যদি এই গরুটি কিনতে চান তাহলে ময়মনসিংহ জেলায় নেমো ক্যাটল ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। ২০২৫ কোরবানির সবচেয়ে বড় ৩টি গরুর তৃতীয় হলো এই গরু।

বাংলাদেশের সবচেয়ে বড় গরুর ছবি ও সমস্ত বিস্তারিত দেওয়া হয়েছে উপরে। যেগুলো দেখে আপনারা সমস্ত বিস্তারিত জানতে পারলেন। আপনার মনে যদি বাংলাদেশের সবচেয়ে বড় কেনার আগ্রহ থেকে থাকে তাহলে মানিক নামের গরুটি কিনতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *