২০২৫ সালের নতুন ২টি Honor ফোন নিয়ে আসছে

প্রিয় বন্ধুরা Honor নিয়ে আসছে নতুন মেবাইল ফোন ২০২৫ সালের জানুয়ারি মাসে আপনার বাজেটের মধ্যে। আপনি যদি একজন Honor ফোন লাভার হয়ে থাকেন তাহলে আজকের পোস্ট আপনার জন্য। আজকে আমি ২টি এই মাসে লঞ্চ হওয়া ফোন সম্পর্কে বলব যেগুলো আপনি দেখে নিতে পারবেন। Honor হল চায়না কোম্পানি তবে তাদের ফোনগুলোর দাম অন্য ব্রান্ডের থেকে বেশি হয়ে থাকে।
Honor ২টি মডেল নিয়ে আসছে ২০২৫ সালের জানুয়ারি মাসে Honor Magic7 Lite এবং Honor X8c. ফোন দুটির সকল বিস্তারিত নিচে দেওয়া হল:
1. Honor Magic7 Lite

Honor Magic7 Lite ফোনটির দাম বাংলাদেশের মার্কেটে ৭৫ হাজার টাকা থেকে শুরু হবে Unofficially. তবে অফিসিয়াল ফোন কিনতে আপনাকে অতিরিক্ত ভ্যাট দিতে হবে। ফোনটিতে রয়েছে AMOLED ডিসপ্লে Snapdragon প্রসেসর মেইন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি কার্প ডিসপ্লে যেটি দেখে আপনার পছন্দ হবে। থাকছে বেশ বড় ব্যাটারি 6600mAh এর সাথে 66W এর ফাস্ট চাজিং।
Honor Magic7 Lite price in bangladesh
Phone | Price |
---|---|
8GB+256GB | Coming… |
8GB+512GB | Coming… |
2. Honor X8c

Honor X8c ফোনটি যদের বাজেট কম তাদের জন্য ফোনটি বাংলাদেশের মার্কেটে দাম হবে ২৬ হাজার টাকা থেকে শুরু। ফোনটির র্যাম ও রোম এর ৪টি ফোন আসবে তার দাম থাকবে ভিন্ন ভিন্ন। এই ফোনটি বাজেটের মধ্যে সেরা থাকবে AMOLED ডিসপ্লে, Snapdragon প্রসেসর, ডুয়েল ক্যামেরা ফুল HD তে ভিডিও করতে পারবেন। তবে ফোনটি 4G তে পারবেন।
Honor X8c price in bangladesh
Phone | Price |
---|---|
6GB+128GB | Coming… |
8GB+128GB | Coming… |
8GB+256GB | Coming… |
8GB+512Gb | Coming… |
উপরের ২টি ফোনের মধ্যে সেরা যেটি আপনার মনে হবে বা আপনার বাজেটের মধ্যে সেটি আপনি বাজার যাচাই করে কিনতে পারেন। Honor বর্তমান বাংলাদেশ অফিসিয়ালি ভাবে নিতে যাচ্ছে তবে বলতে গেলেই তারা অফিস ইতোমধ্য করছে। তাই আপনার যদি পছন্দ হয়ে থাকে এই ফোনগুলো তাহলে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। সাধারণত এই ফোনগুলো সকল ব্র্যান্ডের মডেলের থেকে ভিন্ন হয়ে থাকে।
আরো পড়ুনঃ ২০২৫ সালের রেডমি ১০টি নতুন ফোন
তো আপনি যদি এই ধরনের নতুন সকল মোবাইল অথবা টিপস পেতে চান তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করে রাখতে পারেন।