২২ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন ২০২৫

Share This Post
২২ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল

২২ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন ২০২৫

মাত্র ২২ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন সাতটি ব্র্যান্ডের ভালো স্মার্টফোন। এই ফোনগুলো দিয়েই আপনি যে কোন অনলাইন গেমস এবং হাই রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। ২২ হাজার টাকার মধ্যে রয়েছে 5g নেটওয়ার্ক সহ বেশ বড় ব্যাটারি। আপনি ভালো নেটওয়ার্ক এবং অনেক সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন এই বাজেটের মধ্যে। আপনাকে ২২ হাজার টাকার এক টাকাও বেশি বাড়াতে হবে না এই ফোনগুলো নেওয়ার জন্য। 

আপনি ২২ হাজার টাকারও কম পেয়ে যাবেন নিচে দেওয়া লিস্টে মোবাইল ফোন গুলোর মধ্যে। এই ফোনগুলো 2025 সালের মার্কেটে লঞ্চ করা হয়েছে। আমি প্রতিটা কোম্পানির থেকে বেছে বেছে ২০২৫ সালে যেগুলো লঞ্চ করা হয়েছে এবং যে ফোনগুলো পারফরম্যান্স অনেক ভালো সেগুলো লিস্ট করে দেওয়া হয়েছে।

iQOO Z10x

প্রথমে রয়েছে iQOO Z10x স্মার্টফোনটিন। এই ফোনটি ৫জি নেটওয়ার্ক সমর্থন করে এবং আপনি এই ফোনটি পেয়ে যাবেন ২০ হাজার ৫০০ টাকায় তবে এই ফোনটি আনঅফিসিয়াল মার্কেটে পাবেন। এখনো এই অফিসিয়াল স্মার্ট ফোন বাজারে আসে নাই। তাছাড়া ফোনটিতে রয়েছে বেশ বড় একটি ব্যাটারি এবং হাইড্রেজুলেশন রিফ্রেশ রেট। ফোনটিতে রয়েছে ডুয়েল মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। 

Release Date22-Apr-2025
ChipsetMediatek Dimensity 7300
RAM+ROM6GB + 128GB
DisplayIPS LCD, 6.72″, 120 Hz, 393 ppi
Main CameraDual 50+2 MP
Video1920×1080@30 fps
Selfie Camera8 MP
BatteryLi-Poly 6500 mAh,  44W wired
NetworkHSPA, LTE, 5G
FingerprintSide-mounted
OperatingAndroid v15
Price৳.20,500 (Unofficial)

Xiaomi Redmi Note 14

শাওমি কোম্পানির Note 14 সিরিজের বেস্ট ফোন Xiaomi Redmi Note 14. এই ফোনটিতে এমুলেড ডিসপ্লে রয়েছে ক্যামেরা থাকতে মেইন ত্রিপল এবং সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেল। তবে এই ফোনটি কিন্তু ৫জি ইন্টারনেট সমর্থন করে না। এই ফোনটিতে মোটামুটি একটি ব্যাটারি রয়েছে তবে এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। ফোনটির ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটি আপনার ফিচার পছন্দ হবে। এই বাজেটের মধ্য খুবই ভালো একটি ফোন যেটা সব দিক দিয়েই পারফেক্ট। 

Release Date14-Jan-2025
ChipsetMediatek Helio G99 Ultra
RAM+ROM6GB + 128GB
DisplayAMOLED, 6.67″, 120 Hz, 395 ppi
Main CameraTriple 108+2+2 MP
Video1920×1080@30 fps
Selfie Camera20 MP
BatteryLi-Poly 5500 mAh,  33W wired
NetworkHSPA, LTE
Fingerprintunder display, optical
OperatingAndroid v14
Price৳.20,999 (Official)

Realme Narzo 80x

২২ হাজার টাকা বাজেটের মধ্যে নিয়ে আসছে realmi কোম্পানি তাদের সেরা স্মার্টফোন Realme Narzo 80x. এই ফোনটিতে রয়েছে ডুয়েল main camera এবং 5g ইন্টারনেট সমর্থনকারী। এই ফোনটি android 15 ভার্সনে শুরু করে আপনি চালাতে পারবেন। তাছাড়া এই ফোনটির ডিজাইন খুবই ভালো এবং গেমস খেলার পক্ষে এই ফোনটি খুবই পারফেক্ট। তাই আপনি মাত্র এই ফোনটি বাংলাদেশের বাজারে পাবেন21 হাজার ৫০০ টাকা।

Release Date11-Apr-2025
ChipsetMediatek Dimensity 6400
RAM+ROM6GB + 128GB
DisplayIPS LCD, 6.72″, 120 Hz, 392 ppi
Main CameraDual 50+2 MP
Video1920×1080@30 fps
Selfie Camera8 MP
BatteryLi-Poly 6000 mAh,  45W wired
NetworkHSPA, LTE, 5G
FingerprintSide-mounted
OperatingAndroid v15
Price৳.21,500 (Unofficial)

Infinix Note 50x

বর্তমান ইনফিনিক্স অল্প টাকার মধ্যে সেরা সার্ভিস দিচ্ছে। এই ফোনটি আপনি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন ২১ হাজার ৫০০ টাকায়। ফোনটিতে রয়েছে ফাইভ-জি ইন্টারনেট সমর্থন এবং ডিসপ্লে তে ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটিতে উচ্চমানের চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর। তাই এই ফোনটি ক্যামেরা এবং পারফরম্যান্স খুবই ভালো বাজেট ফ্রেন্ডলি। 

Release Date11-Apr-2025
ChipsetMediatek Dimensity 7300 Ultimate
RAM+ROM8GB + 128GB
DisplayIPS LCD, 6.67″, 120 Hz, 263 ppi
Main CameraSingle 50 MP
Video3840×2160@30 fps
Selfie Camera8 MP
BatteryLi-Poly 5500 mAh,  45W wired
NetworkHSPA, LTE, 5G
Fingerprintunder display, optical
OperatingAndroid v15
Price৳.21,490 (Unofficial)

Helio 100 (12GB RAM)

আপনি যদি চিপসেটের কোম্পানির স্মার্ট ফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে Helio 100 ফোনটি। এই ফোনটি বাজেট অনুযায়ী RAM অনেক বেশি ১২ জিবি। তাছাড়া এ ফোনটির স্টোরিজ অনেক বেশি ২৫৬ জিবি। এই ফোনটিতে রয়েছে এমন এর ডিসপ্লে এবং ত্রিপল ক্যামেরা। যা আপনার সবদিক দিয়ে পারফেক্ট আপনি ক্যামেরায় এবং পারফরম্যান্স এ ছাড়া আপনি ভিডিও গেমস খেলাতেও পারবেন ইস্মুত ভাবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে দাম রয়েছে ২২ হাজার টাকা। 

Release Date17-Mar-2025
ChipsetMediatek Helio G100
RAM+ROM12GB + 256GB
DisplayAMOLED, 6.67″, 120 Hz, 395 ppi
Main CameraTriple 64+2+0.3 MP
Video2560×1440@30 fps
Selfie Camera32 MP
BatteryLi-Poly 5000 mAh, 33W wired
NetworkHSPA, LTE
Fingerprintunder-display
OperatingAndroid v14
Price৳.21,999 (Official)

Samsung Galaxy M16 5G

যদি আপনি ২২ হাজার টাকা বাজেটের মধ্যে samsung কোম্পানির এম সিরিজের মডেল কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে Samsung Galaxy M06 5G ফোন। এই ফোনটিতে রয়েছে সুপার এমোলেড ডিসপ্লে এবং ত্রিপল ক্যামেরা। তাছাড়া ফোনটির সাইড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং ডিজাইনও হাই কোয়ালিটি। তাই আপনি এই ফোনটি দিয়ে করলেন যেকোনো গেমস খেলতে পারবেন এবং চাইলে আপনি নরমাল ভাবে ব্যবহার করতে পারবেন।

এই ফোনটির বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়ান্টে পেয়ে যাবেন। একটি ভেরিয়েন্টের ফোনের দাম ২১ হাজার টাকা এবং অন্যটি ২২ হাজার ৫০০ টাকা। এই ফোন দুটির মধ্যে পার্থক্য শুধু একটাই র‍্যামের দিক দিয়ে। তাছাড়া এই ফোনটির অনন্য সকল ফিচার একই রয়েছে। তাই আপনার বাজেট অনুযায়ী আপনি এই দুটি থেকে যে কোন একটি samsung কোম্পানির ফোন কিনতে পারেন।

Release Date05-Mar-2025
ChipsetMediatek Dimensity 6300
RAM+ROM6GB + 256GB
DisplaySuper AMOLED, 6.7″, 90 Hz, 385ppi
Main CameraTriple 50+5+2 MP
Video1920×1080@30 fps
Selfie Camera13 MP
BatteryLi-Poly 5000 mAh, 25W wired
NetworkHSPA, LTE, 5G
FingerprintSide-mounted
OperatingAndroid v15
Price৳.21,000 (Official)

Samsung Galaxy M16 5G (8GB)

Release Date05-Mar-2025
ChipsetMediatek Dimensity 6300
RAM+ROM8GB + 256GB
DisplaySuper AMOLED, 6.7″, 90 Hz, 385ppi
Main CameraTriple 50+5+2 MP
Video1920×1080@30 fps
Selfie Camera13 MP
BatteryLi-Poly 5000 mAh, 25W wired
NetworkHSPA, LTE, 5G
FingerprintSide-mounted
OperatingAndroid v15
Price৳.22,500 (Official)

তো বন্ধুরা উপরে দেওয়া রয়েছে ৭ স্মার্টফোন যেগুলো আপি পেয়ে যাবেন ২২ হাজার টাকা বাজেটের মধ্যে। তাই আপনার বাজেট যদি সর্বোচ্চ ২২ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনার চাহিদা অনুযায়ী যে কোন একটি ফোন কিনতে পারেন। এই ফোনগুলোর মধ্যে রয়েছে ভালো ডিসপ্লে, ভালো পারফরম্যান্স, ভালো ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপ।

প্রতিটা ফোন এক দিক দিয়ে এগিয়ে রয়েছে তাই আপনার যে দিকটা বেশি প্রয়োজন সেই দিকের কোন ফোনটি রয়েছে সেটি বেছে নিন। কারণ একটি ফোনে কিন্তু সকল দিক দিয়ে ভালো হয় না। তাই যে ফিচারগুলো আপনার নির্দিষ্ট করে প্রয়োজন সেগুলো দেখে আপনি যে কোন মার্কেটর থেকে বাংলাদেশ থেকে কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *