জালিয়াত নাটকের গান: ছায়া হয়ে থাকনা গানের লিরিক্স

Share This Post
জালিয়াত নাটকের গান ছায়া হয়ে থাকনা গানের লিরিক্স

ছায়া হয়ে থাকনা গানের লিরিক্স: এই গানটি হল জালিয়াত নাটকের একটি গান এই গানটিতে কন্ঠ দিয়েছেন পড়শী এবং আভ্রাল শাহির। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদ এবং কেয়া পায়েল। এই গানটি শুনতে পারবেন আপনি youtube থেকে। গানটি হিয়া এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পেয়েছে।

ছায়া হয়ে থাকনা গানের লিরিক্স

তোকে আদরে আদরে রাখবো

তোকে সুখের চাদরে ঢাকবো।

তোকে নয়নে নয়নে বাধবো,

তোকে প্রেমের পরশে আকবো।

তুই যে আমার সুখ পাখিটা,

ঝড়ের আকাশে।

ছায়া হয়ে থাক না, তুই আমারি পাশে

তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে।

ছায়া হয়ে থাক না, তুই আমারি পাশে

তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে।

তোকে ঘিরে এ জীবন, যাক না কেটে।

এক বালিশে সুখ, দুঃখ বেটে।

ইচ্ছে গুলো তোর খুশিতে

স্বপ্ন বুনে গোপনে, মুচকি হেসে।

তুই যে আমার সুখ পাখিটা,

ঝড়ের আকাশে।

ছায়া হয়ে থাক না, তুই আমারি পাশে

তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে।

ছায়া হয়ে থাক না, তুই আমারি পাশে

তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে।

হৃদয় কোণে তোর ছবি রাখি গোপনে

আমায় গেঁথে রাখনা তোর পরানে।

তোকে ছেড়ে এই আমি বাসি কেমনে

তুই তো বাঁচার মানে ত্রিভুবনে।

তুই যে আমার সুখ পাখিটা,

ঝড়ের আকাশে।

ছায়া হয়ে থাক না, তুই আমারি পাশে

তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে।

ছায়া হয়ে থাক না, তুই আমারি পাশে

তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে।

তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে।

আপনি যদি নতুন বাংলা গানের লিরিক্স সবার আগে পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন নিয়মিত। 

গানের ক্রেডিট:

Song: Chaya Hoye Thakna

Singer: Avraal Sahir & Porshi

Lyric: Rifat Adnan Papon

Tune & Music: Avraal Sahir

Label: HIA Entertainment

আরো পড়ুন: আশিকি নাটকের গান: যদি মনটা চুরি করি গানের লিরিক্স

আমাদের ফেসবুক পেজ: তোয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *