জন্মদিনের গিফট আইডিয়া: সেরা ১০টি ইউনিক ও মেমোরেবল উপহার

Share This Post
জন্মদিনের গিফট আইডিয়া সেরা ১০টি ইউনিক ও মেমোরেবল উপহার
জন্মদিনের গিফট আইডিয়া সেরা ১০টি ইউনিক ও মেমোরেবল উপহার। ছবি: ক্যানভা

জন্মদিনের গিফট আইডিয়া এমন একটি বিষয় যে প্রতিটি মানুষের জানা থাকা প্রয়োজন। কারণ আপনি এই অনুষ্ঠানের সম্মুখীন হবেন প্রায় সময়ই। নিজের পরিবারের সদস্যদের জন্মদিনের উপহার কেনার সময় কি উপহার কিনবো তা খুজতে হয়। আবার বন্ধু বান্ধন কিংবা আত্নীয়স্বজনদের জন্মদিনের গিফট দেওয়া লাগে জন্মদিনের অনুষ্ঠানে। তাই আপনারা যাতে প্রিয়জনদের জন্মদিনে একটি ইউনিক ও মেমোরেবল উপহার দিতে পারেন তার জন্য ২০টি গিফট আইডিয়ার লিস্ট দিয়েছি। যা দেখে আপনি উপহার কিনতে পারবেন।

জন্মদিনের গিফট আইডিয়া

১. Art Table Lamp

আপনি যদি আপনার প্রিয় জন অথবা বন্ধু-বান্ধবদের জন্মদিনের একটি সুন্দর উপহার দিতে চান তাহলে একটি আর্ট টেবিল ল্যাম্প দিতে পারেন। কারণ এই উপহার দিলে কয়েক দিন পরেই ভুলে যাবে না। অনেকদিন থাকবে আর যতদিন তার সামনে থাকবে ততদিন আপনার কথা মনে থাকবে। তাই এটি হতে পারে একটি জন্মদিনের গিফট আইডিয়া।

২. 3D Moon Lamp

আপনি যাকে এই উপহারটি দিতে যাবেন তার মন-মানসিকতা আগে বুঝে নিবেন। সে যদি চাঁদের আলো অথবা জোসনা রাত পছন্দ করে থাকে তাহলে আপনি তাকে এই থ্রিডি মুন লাইটটি উপহার দিতে পারেন। তাহলে দেখবেন তিনি অনেক খুশি হবেন কারণ এটি হবে একটি ইউনিক এবং সেরা উপহার তার জন্য।

৩. Power Bank

পাওয়ার ব্যাংক আপনি তাকেই উপহার দিবেন যে ব্যক্তি প্রতিনিয়ত মোবাইল ব্যবহার করে থাকেন প্রয়োজনে। তখন যদি আপনি তাকে একটি পাওয়ার ব্যাংক উপহার দেন তাহলে তিনি আপনার প্রতি অনেক খুশি হবেন। কারণ তার প্রয়োজনীয় সময় যদি মোবাইলে চার্জ না থাকে সে ক্ষেত্রে তার অনেক সমস্যায় পড়তে হয়। এই সমস্যাটার জন্য তার অবশ্যই একটি পাওয়ার ব্যাংক প্রয়োজন। তার হয়তো মনে নেই অথবা যেকোনো কারণে কেনা হয়নি। আপনি আগে খোঁজ নিয়ে দেখবেন যদি তার পাওয়ার ব্যাঙ্ক থেকে থাকে তাহলে আর পাওয়ার ব্যাংক দেওয়ার দরকার নেই। কিন্তু যদি তার একটি পাওয়ার ব্যাংক না থাকে সে ক্ষেত্রে আপনি তাকে একটি ভালো বেশি এমএইচ দেখে একটি পাওয়ার ব্যাংক কিনে দিতে পারেন।

৪. Bubble Blaster

আপনি যদি আপনার ছোট বাচ্চাকে অথবা কোন ভাই ছোট ভাই বোনকে একটি জন্মদিনের উপহার দিতে চান? সে ক্ষেত্রে আপনি তাকে একটি বাবুল ব্লাস্টার কিনে দিতে পারেন। এটি পেলে সে অনেক খুশি হবে, কারণ সচরাচর এই ধরনের উপহার অনেকেই দেয় না। আপনি একটু ইউনিকনেস এর জন্য তার কাছে একটু বেশি প্রিয় হওয়ার জন্য এই উপহারটি কিনে দিতে পারেন।

৫. Love Birds Nest

আপনি যদি কোন মেয়েকে জন্মদিনের উপহার দিতে চান। সেটি হবে ইউনিক তাহলে একটি কৃত্তিম তৈরি পাখির বাসা উপহার দিতে পারেন। শুধু মেয়ে নয় আপনি ছেলেদের ও দিতে পারেন এই গিফটটি। দেখবেন তারা পাখি কতটা ভালোবাসে। অথবা প্রাণীদের প্রতি তার কতটা মায়া মমতা। আপনি এটা বিচার করে দেখতে পারেন।

অথবা আপনি যদি কি উপহার দেবেন সেটা ভালো করে না বুঝতে পারেন। এই বিষয়ে আমার একটি পোস্ট লেখা রয়েছে এই পোস্টটি দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে একজনকে একটি সঠিক উপহার দিতে হয়।

আরো পড়ুন: ছেলেদের কি কি গিফট দেওয়া যায় – যা পেলে ছেলেরা বেশি খুশি হয়

৬. HelloKimi Singing Dancing Cactus Plush Toy

ছোট শিশুদের আপনি যদি জন্মদিনের উপহার দিতে চান? সে ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন জিনিসটি একটু অদ্ভুত। যেমন উপরের এই খেলনাটি এটি একটি ড্যান্সিং ক্যাকটাস দেখলে তারা অনেক খুশি হবে। তাই আপনি এই উপহারটি একটি ছোট বাচ্চাকে জন্মদিনের গিফট আইডিয়া হিসেবে দিতে পারেন।

৭. Smart Mini Neck Massager

আপনার বন্ধু বা কোন বড় ভাই ব্রাদার অথবা যারা কনটেন্ট টিউটর বা অনেকক্ষণ বসে কম্পিউটারে ল্যাপটপের সামনে কাজ করে কিংবা অফিসে গিয়ে সব সময় কাজ করে। তাদের প্রায় একটি সমস্যা থেকে থাকে তা হল ঘাড় ব্যাথা মাজা ব্যথা হাটু ব্যথা এই ধরনের সমস্যা গুলো। তাই আপনি তাদের জন্মদিনে এই Smart Mini Neck Massager উপহার দিতে পারেন।

৮. MESH NEBULIZER

এই মেস নেবুলাইজার আপনি তাদেরকেই উপহার হিসেবে দেবেন যারা একটু শ্বাসকষ্টে ভুগে থাকেন প্রায় সময়। অথবা এটি একটি সচেতন নাগরিক হিসেবেও মানুষের ঘরে থাকা উচিত কারণ যদি কখনো কারো শ্বাসকষ্টের অভাব দেখা দেয় সে ক্ষেত্রে এটি অনেক উপকারে আসে। তাই আপনি এই মেস নেবুলাইজার উপহার হিসেবে দিতে পারেন আপনার প্রিয়জনের জন্মদিনে।

৯. Bluetooth Wireless Headphones

আপনার বন্ধু ছোট ভাই অথবা বড় ভাই ব্রাদার যারা একটু বেশি নাটক, মুভি, গান দেখতে বা শুনতে পছন্দ করে থাকেন। অথবা কথা বলতে পছন্দ করেন তাদেরকে আপনি একটি ওয়ারলেস ব্লুটুথ হেডফোন জন্মদিনের উপহার করতে পারেন এটি তার জন্য একটি বড় উপহার হিসেবে গণ্য হবে।

১০. Unique Watch

একটি ঘড়ি উপহার দিতে পারেন আপনার প্রিয়জনের জন্মদিনে। কারণ ঘড়ি ছেলে-মেয়ে, ছোট বড় সবাই পছন্দ করে থাকেন। ঘড়ি যেমন একটি উপকারী জিনিস, তেমন এটি একটি বর্তমানে স্টাইলিশ পণ্য হয়ে দাঁড়িয়েছেন। কারণ ঘড়ি পড়লে ছেলে অথবা মেয়ে সবাইকেই অনেক সুন্দর দেখায়।

পরিশেষে: আপনি যদি আরো জন্মদিনের গিফট আইডিয়া চান তাহলে আমাদের ওয়েবসাইটে আরো পোস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আরো নতুন নতুন ইউনিক সকল গিফট আইডিয়া ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আপনি এই পোস্টটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *