ট্যাক্স টোকেন হারিয়ে বা নষ্ট হলে পুনরায় ট্যাক্স টোকেন এর জন্য আবেদন

Share This Post
ট্যাক্স টোকেন হারিয়ে

ট্যাক্স টোকেন হারিয়ে বা নষ্ট হলে পুনরায় ট্যাক্স টোকেন এর জন্য আবেদন

একজন বাইকারের কাছে সবচাইতে জরুরি হলো ট্যাক্স টোকেন। তাই আপনার যদি ট্যাক্স টোকেনটি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি হাইও রোডে বা লং জার্নি করতে পারবেন না। তাই খুবই জরুরী হলো আপনার ট্যাক্স টোকেনটি সংগ্রহ করে রাখা। তাই আপনার ট্যাক্সোকেনটি যদি হারিয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে এ বিষয় নিয়ে আজকের পোস্ট।

দেখুন বন্ধুরা আপনার যদি মূল ট্যাক্স টোকেনটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর মূল ট্যাক্স টোকেনটি আনতে পারবেন না তাই আপনাকে দেওয়া হবে ডুপ্লিকেট ট্যাক্স টোকেন। তাই কিভাবে ডুবলিকেট ট্যাক্স টোকেনের জন্য আবেদন করতে হয় তা নিচে দেয়া হল:

প্রথমে আপনি মোবাইল অথবা কম্পিউটারে চলে যাবেন এবং সেখান থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে বিআরটিএ ওয়েব সাইটে আসবেন। তারপর ওয়েবসাইটটি ওপেন করলে সরাসরি হোমপেজে নিয়ে আসবে।

আরো পড়ুনঃ মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন করার নিয়ম

এখানে আপনি দুইটি অপশন পাবেন উপরে একটি লগইন এবং অন্যটির রেজিস্ট্রেশন। যদি আপনার আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন এর উপর ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজে এসে আপনি আপনার ইনফরমেশন গুলো দিয়ে একটি একাউন্ট খুলে নিবেন।

যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার একাউন্টে লগইন করে নিন।

লগইন করার পর আপনি সরাসরি হোমপেজে চলে আসবেন এবং চাইলে এখানে ভাষাটি বাংলা করে নিতে পারেন।

তারপর ওপরে বাম পাশে থ্রি ডট মেনু পাবেন সেখানে ক্লিক করুন” বিভিন্ন সেবার ফি ” অপশনে ক্লিক করুন তারপর তার নিচে “নিবন্ধিত মটরযানের বিভিন্ন ফি” অপশনে ক্লিক করুন।

এরপর এই পেজটি চলে আসবে। সেখানে আপনি আপনার মোটরসাইকেলের সকলে ইনফরমেশন গুলো দিয়ে ‘অনুসন্ধানে’ ক্লিক করুন।

তারপর আপনার মোটরসাইকেলের সকল ইনফরমেশন সঠিক হলে নিচে দেখতে পারবেন সকল ইনফরমেশন শো করবে। তার পাশে দেখতে পারবেন “এগিয়ে যান” সেখানে ক্লিক করুন।

তারপরের অপশনে আপনি ফ্রি প্রদানের ক্ষেত্রে নির্বাচন করুন “ট্যাক্স টোকেন” তারপর আবার এগিয়ে যান ক্লিক করুন।

এরপর পৃথকীথক ফি প্রদানের ক্ষেত্র নির্বাচন করুন। এখানে আপনি দুটি অপশন নির্বাচন করবেন।

১. issue duplicate of text token
২. countribution to financial assistance fond

দুটি অপশন সিলেট করলে এখানে কত টাকা ফ্রি নেবে সেটি আপনি নিচে দেখতে পারবেন। এবং তার পরে আপনি “ফি জমা দিন” বাটন এ ক্লিক করে পরবর্তী পেজে যান।

এই পরবর্তী পেজে আপনি কোন মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন। এখানে সবচাইতে সহজ মাধ্যম হলো বিকাশ বা নগদ। এখানে আপনি যেকোনো একটি সিলেট করে আপনি পেমেন্ট প্রদান করতে পারবেন।

ফি প্রদান করার সময় আপনার ট্যাক্স টোকেন টি কোন এড্রেসে ডেলিভারি দিবে সেই এড্রেসটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করবেন।

সাবমিট করার পর আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে সেখানে “Here” নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে ট্যাক্স টোকেন এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

তো বন্ধুরা আপনার ট্যাক্স টোকেনটি যদি হারিয়ে বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে উপরে দেখানোর নিয়মে পুনরায় ডুবলিকেট ট্যাক্স টোকেন তৈরি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *