২০২৫ সালের নতুন ৪টি Infinix মোবাইল ফোন

২০২৫ সালের লঞ্চ হওয়া ৪টি ইনফিনিক্স মোবাইল ফোন থাকছে আজকালের লিস্টে। ইনফিনিক্স কোম্পানি ২০২৫ সালের প্রথম দিকে কোন ফোন লঞ্চ করেন নাই। তারা মার্চ মাসে এসে তাদের নতুন ভার্সনের মোবাইল ফোনগুলো লঞ্চ করা শুরু করেছে। Infinix ব্রান্ডের ফোনগুলো মার্চ মাসে তারা এনাউন্সমেন্ট করেছিল চারটি স্মার্টফোন। তাই আজকের এই লিস্টে তাদের শেষ যে চারটি স্মার্টফোন বাজারের লঞ্চ করেছে এবং এনাউন্সমেন্ট করেছে সেই ফোন গুলোয় কি কি ভিসার থাকছে সে সম্পর্কে নিজে থাকবে।
ইনফিনিক্স ফোন গুলোতে সাধারণত কম টাকায় একটু বেশি ফিচার পাওয়া যায়। অনেকেই চান যে কম টাকার মধ্যে ভাল বেশি ফিচার হবে সেই ধরনের স্মার্টফোন কিনতে। মূলত ভালো ফোনগুলোর দাম অনেক বেশি থাকে। তবে কম টাকায় ভালো সার্ভিস ইনফিনিক্স কিন্তু একমাত্র দিচ্ছে। তাই আপনার যদি বাজেট কম হয়ে থাকে এবং আপনার আশা থাকে যে ভালো একটি বেশি ফিউচার থাকবে সে ধরনের ফোন কেনার ইচ্ছা থাকে। তাহলে আজকের দেওয়ার এই চারটি ফোন থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের কোনটি।
Inifinix Note সিরিজের চারটি স্মার্টফোন নিয়ে আসছে তাহল:
1. Inifinix Note 50 4G
2. Inifinix Note 50 Pro 4G
3. Inifinix Note 50 Pro plus
4. Inifinix Note 50x
1. Inifinix Note 50 4G

Inifinix Note 50 4G price in bangladesh
Phone | Price |
---|---|
8GB+256GB | ৳20,000 |
Inifinix নোট সিরিজের এটি ২০২৫ সালে লঞ্চ হওয়া প্রথম ফোন Note 50 4G. এই ফোনটি একটি ব্যারেন্টে মার্কেটে পাওয়া যাবে তার র্যাম থাকবে ৮ জিবি এবং স্টোরেজ থাকবে ২৫৬ জিবি। এই ফোনে AMOLED, 1B Colors এর 144Hz এর ডিসপ্লের রিফ্রেশ রেট রয়েছে। তাছাড়া এই ফোনটিতে মিডিয়াটেক এর ৬ প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ডুয়েল ক্যামেরা আছে এবং ফোনটি দিয়ে আপনি 1440p@30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
এছাড়া এই ফোনটিতে রয়েছে 5200mAh এর ব্যাটারি তাতে পেয়ে যাবেন ৪৫ ওয়ার্ড এর চার্জিং এবং ৩০ ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং। যেটা কেনা সবচেয়ে কম দামে একমাত্র ইনফিনিক্সে দিয়ে থাকেন। আপনি যদি একটি ওয়ারলেস চার্জিং এর স্মার্ট ফোন কিনতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট থাকতে হবে ৫০ হাজার টাকা। কিন্তু এই ফোনটির দাম বাংলাদেশের বাজারে হবে মাত্র ২০ হাজার টাকা। তাই আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই ফোনটি দেখতে পারেন কারণ এই ফোনটিতে রয়েছে বেশ দারুন দারুন ফিচার। যে ফিসেরগুলো আপনি যদি ভালো ব্র্যান্ডের ফোন কিনতে চান তাহলে কমপক্ষে 50 থেকে 70 হাজার টাকা লাগবে।
2. Inifinix Note 50 Pro 4G

Inifinix Note 50 Pro 4G price in bangladesh
Phone | Price |
---|---|
8GB+256GB | ৳30,000 |
12GB+256GB | ৳33,000 |
Inifinix দ্বিতীয় যে ফোনটি লঞ্চ করা করেছে সেটি হল Inifinix Note 50 Pro 4G এই মোবাইলটি আপনি ২টি ভেরিয়ান্টে পেয়ে যাবেন। তাতে থাকবে ৮ ও ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রোম স্টোরেজ। ফোনটিতে মেইন ডুয়েল ক্যামেরা ৫০+৮ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল রয়েছে। AMOLED, 1B Colors এর 144Hz এর ডিসপ্লের রিফ্রেশ রেট থাকবে।
ফোনটিতে রিং লাইট RGB রয়েছে ও মিডিয়াটেক এর প্রসেসর। 5200mAh এর ব্যাটারি যার সাথে থাকবে ৯০ ওয়ার্ডের ফাস্ট চাজিং ও ৩০ ওয়ার্ডের ওয়ালেস চার্জিং এবং ১০ ওয়ার্ডের রিজাব চার্জ। এই ফোনটির দাম বাংলাদেশের বাজারে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হবে। তাই আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকার মতো হয়ে থাকে এবং আপনি ভাল ফিচারের একটি স্মার্টফোন কিন্তু চান তাহলে এটি আপনার জন্য।
3. Inifinix Note 50 Pro Plus

Inifinix Note 50 Pro Plus price in bangladesh
Phone | Price |
---|---|
12GB+256GB | ৳55,000 |
২০২৫ সালের ইনফিনিক্স ব্র্যান্ডের তৃতীয় স্মার্টফোনটির নাম Inifinix Note 50 Pro Plus. এই ফোনটিতে ফাইভ-জি ইন্টারনেট সংযোগ রয়েছে। তাছাড়া আপনি এই ফোনটি মাত্র একটি ভেরিয়ান্টে পাবেন ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটিতে ত্রিপল ক্যামেরা রয়েছে যা দিয়ে আপনি 4K রেজুলেশন এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া এই ফোনটি সেলফি ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্স। আরো থাকতে এই ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর এবং অ্যামোলেডের ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে 144Hz যা আপনার ডিসপ্লের স্কোল করতে অনেক সাহায্য করবে দ্রুত।
আরো থাকতে এই ফোনটিতে ব্যাটারি 5200mAh এর সাথে ১০০ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং এখানে আপনার ১০০ পার্সেন্ট চার্জ হতে মাত্র 32 মিনিট সময় লাগবে। এছাড়া এই ফোনটিতে ৫০ ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং রয়েছে। আরো থাকতে রিজাপ দেওয়ার জন্য দোয়া ১০ এবং ৭.৫ ওয়ার্ডের। তাই এই ফোনটিতে অনেক ফিচার রয়েছে এবং সবকিছু কিন্তু বেশি বেশি দেওয়া আছে তাই এই ফোনটির দামও কিন্তু বেশি হবে। বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম হবে ৪৭ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার।
4. Inifinix Note 50x

Inifinix Note 50 Pro Plus price in bangladesh
Phone | Price |
---|---|
6GB+128GB | ৳18,000 |
8GB+128GB | ৳20,000 |
Inifinix শেষ ঘোষণা বা লঞ্চ হওয়া ফোনটি হলো Inifinix Note 50x এটি। যাদের বাজেটে বিশ হাজার টাকা থেকেও কম এবং তারা চাচ্ছেন একটি ৫-জি স্মার্ট ফোন কিনতে তাহলে তাদের জন্য এই মোবাইল ফোনটি। এই ফোনটি আপডেট দুটি ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে পাবেন। এখানে থাকবে ৬ ও ৮ জিবি র্যাম এবং স্টোরেজ ১২৮ জিবি।
এই মোবাইল ফোনটিতে ডুয়েল ক্যামেরা রয়েছে যাদের আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড হতে পারবেন। এবং এই ফোনটিতে প্লাস হিসেবে থাকবে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফোনটিতে আরো থাকতে android ১৫ ভার্সনের IPS LCD ডিসপ্লে যেটির রিফ্রেশের রয়েছে 120Hz ও 5500 mAh এর ব্যাটারি এবং ৪৫ ওয়ার্ড এর চার্জিং। এই ফোনটির দাম ১৮ হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে হবে।
তাই আপনি যদি চান যে কম বাজেটের মধ্যে একটি ভাল স্মার্টফোন কিনতে তাহলে আপনি ইনফিনিক্স এর ফোন গুলো বেছে নিতে পারেন। এখানে রয়েছে আঠারো হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকার মধ্যে চারটি স্মার্টফোন। যে ফোনগুলোর বিভিন্ন ভেরিয়ান্টে থাকবে এবং সেই ভেরিয়েন্ট অনুযায়ী দাম থাকবে। তাই আপনার বাজেট যে যাই হোক না কেন আপনি সেই বাজেটের মধ্যেও এখানে থেকে যেকোনো একটি ভেরিয়েন্টের ফোন পছন্দ করে নিতে পারেন।
তবে বন্ধুরা ইনফিনিক্স দের চারটি স্মার্টফোন ২০২৫ সালের লঞ্চ এবং ঘোষণা করেছেন। সেই ফোনগুলোর মডেল কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে। আপনি কোন বাজেটের মডেল যে ডিজাইন পাবেন এবং দামিফোনটাও সেই একই ডিজাইন পাবেন। তবে ডিজাইন একই হলে হবে না এই ফোনের মধ্যে কিন্তু থাকবে অনেক ফিচার।