
মোবাইল দিয়ে নববর্ষের শুভেচ্ছা ব্যানার ডিজাইন 2025
আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে শুভ নববর্ষের শুভেচ্ছা ব্যানার ডিজাইন করতে পারবেন নিজের ছবি দিয়ে। কিভাবে মাত্র এক মিনিটে আপনি একটি নববর্ষের শুভেচ্ছা ব্যানার ডিজাইন করবেন তা আজকের এই পোস্টে দেখাবো।
দেখুন একটি শুভ নববর্ষের পিকচার ডিজাইন করতে হলে আপনাকে কিন্তু অনেক সময় ব্যয় করা লাগবে। আবার অনেকে কিন্তু এডিটিং করতে পারেন না তাই হয়তো তারা কিন্তু এই পিকচারগুলো নিজেরা তৈরি করতে পারেন না। তাই আপনার সময় এবং আপনি যদি নাও পারেন তাহলে শুধুমাত্র আপনার ছবিটি বসিয়ে কিন্তু একটি শুভেচ্ছা ব্যানার তৈরি করে নিতে পারবেন মোবাইল ফোন দিয়ে।
নিজের ছবি দিয়ে পহেলা বৈশাখের শুভেচ্ছা ব্যানার বানানোর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই শুধুমাত্র নিজের ছবি না আপনি চাইলে আপনার ভাই-ব্রাদার অথবা বন্ধু-বান্ধবের ছবি বসিয়ে কিন্তু শুভেচ্ছা ব্যানার বানাতে পারবেন।
নববর্ষের শুভেচ্ছা ব্যানার ১৪৩২
নববর্ষের শুভেচ্ছা পিকচার বানানোর জন্য প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে ” পহেলা বৈশাখের ফটো ফ্রেম ” লিখে সার্স অথবা নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন।
এরপর play store থেকে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা হয়ে গেলে আপনি সরাসরি অ্যাপসটি ওপেন করুন। যখন আপনি অ্যাপটি ওপেন করবেন তখন আপনার ফোনে কিছু পারমিশন চাইবে সেগুলো আপনি “এলাউ” করে দিবেন। যদি আপনি “এলাউ” না করেন তাহলে হয়তো আপনার মোবাইল ফোনে ওই অ্যাপ্লিকেশনটি ঠিকভাবে কাজ করবে না অথবা অনেক ফাংশন আপনি পাবেন না।

যখন আপনি এপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার কাছে তিনটি অপশন শো করবে:
- স্কয়ার ফটো ফ্রেম: এর মানে পিকচারটি ১:১ অর্থাৎ চতুর্ভুজ আকৃতির হবে।
- পোট্রেট ফটো ফ্রেম: এর মানে হল আপনার পিকচারটি ৯:১৬ হবে লম্বা যা আপনি ফেসবুক, টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
- ল্যান্ডস্কেপ ফটো ফ্রেম: এর মানে হল ব্যানারটি ১৬:১০ হবে অর্থাৎ ভিডিও থাম্বনাইল আকৃতি আরে হবে।
এখন আপনি নববর্ষের ব্যানার ডিজাইন করবেন কোন সাইজের সেটি আপনি সিলেক্ট করুন। আপনি যে সাইজের ছবি বানাবেন সেই সাইজের পর ক্লিক করলে সরাসরি আপনার সেই সাইজের যে ফটো ফ্রেম গুলো রয়েছে সে পেজে নিয়ে আসবে।

এরপর এই ফটো ফ্রেমের গ্যালারি থেকে আপনার যে ফটো ফ্রেমটি পছন্দ হবে ঠিক সে ফটো ফ্রেমের পর ক্লিক করবেন।
যখন আপনি সেই ফটো ফ্রেমের উপর ক্লিক করবেন তখন আপনার কাছে দুইটি অপশন শো করবে। একটি হলো সরাসরি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে এড করতে পারবেন এবং আরেকটি হলো আপনি আপনার গ্যালারিতে থাকা ছবিটি এখানে অ্যাড করতে পারবেন।
এখানে আপনি যে ছবিটি অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই সে ছবিটি একটু কাস্টমাইজ করে তারপর এখানে এড করলে ভালো হবে। যেমন আপনি যখন ছবি তুলবেন তখন কিন্তু আপনার ছবির পেছনে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে। আর সেই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আপনার এই ফটো ফ্রেমে সঠিকভাবে ম্যাচ না হতে পারে। তাই অবশ্যই আগে আপনি আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে তারপর এখানে ছবিটি আপলোড করে এড করবেন।
কিভাবে নিজের ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করবেন এ বিষয় নিয়ে আমি একটি পোস্ট দিয়েছি আপনি নিচে লিংকে ক্লিক করে দেখে নিন:
আপনি যখন আপনার ছবিটি এখানে গ্যালারি থেকে আপলোড করবেন তখন কিন্তু আপনি আপনার ছবিটির সাইজ ক্রপ করে নিতে পারেন। কারন আপনার ছবিটি যদি বেশ বড় হয়ে থাকে তাহলে আপনি ঠিক কতটুকু ছবি এখানে দিতে চাচ্ছেন ঠিক সেটুকু কিন্তু আপনি ক্রপ করে নিতে পারবেন।

তারপর আপনার ছবিটি কিন্তু ফটো ফ্রেম এর ভিতর অ্যাড হয়ে যাবে। আর এই ছবিটি কিন্তু এলোমেলো অবস্থায় থাকবে তাই আপনাকে কি করতে হবে হাতের আঙ্গুল দিয়ে টেনে আপনি সমানভাবে বসিয়ে দিবেন কতটুকু দিলে আপনার এ ফটো ফ্রেমে ছবিটি ভালো দেখাবে।
এরপর যদি আপনি এই ছবিটির উপর কিছু লিখতে চান তাহলে আপনি নিচে “টেক্সট” বাটনে ক্লিক করুন। টেক্সট অপশনে গিয়ে আপনি যা কিছু লিখতে পারেন এবং চাইলে সেই লেখাটি স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন।

এরপর আপনার ছবিটি যদি সম্পূর্ণভাবে ডিজাইন হয়ে যায় তাহলে আপনি নিচে দেখুন সেভ নামে একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সরাসরি গ্যালারিতে আপনার এই ফটো ফ্রেমটি সেভ হয়ে যাবে শুভ নববর্ষের শুভেচ্ছা।
তো বন্ধুরা এই হচ্ছে খুবই সিম্পিল উপায় যে আপনি আপনার নিজের ছবি ব্যবহার করে শুভ নববর্ষের শুভেচ্ছা ব্যানার কিভাবে বানাতে হয়। তো বন্ধুরা আশা করি আপনার এই টিপসটি অনেক কাজে লাগবে এবং আপনি খুব সহজে নিজের জন্য একটি শুভ নববর্ষের শুভেচ্ছা ব্যানার তৈরি করে নিতে পারবেন।
এছাড়া আপনি যদি চান যে শুধুমাত্র পহেলা বৈশাখের শুভেচ্ছা পিকচার। তাহলে আমাদের ওয়েবসাইট গুলো চেক করে দেখতে পারেন আমাদের ওয়েবসাইট গুলোতে আমরা অনেকগুলো শুভেচ্ছা পিকচার দিয়ে রাখছি রেডিমেট করা। যেগুলো আপনি শুধুমাত্র ডাউনলোড করবেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় গুলো শেয়ার করবেন। ওই ছবিগুলোতে রয়েছে ইউনিক ডিজাইন এবং খুব সুন্দর কালার গ্রেডিং।