ফ্রিজের বিদ্যুৎ বিল কমানোর উপায়

Share This Post

ফ্রিজের বিদ্যুৎ সাশ্রয় করার সহজ টিপস

ফ্রিজের বিদ্যুৎ বিল কমানোর উপায়

ফ্রিজ প্রতিটি পরিবারের একটি প্রয়োজনীয় পন্য। ফ্রিজ ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসে। যার কারণে আজ ফ্রিজের বিদ্যুৎ বিল কমানোর উপায় সম্পর্কে আপনাদের ১০টি কার্যকরী টিপস দেওয়া হলো।

বেশি বিদ্যুৎ বিল একটি পরিবারের অতিরিক্ত ব্যয়। এই ব্যয় কমানো যায় কিছু নিয়ম মেনে চললেই। একজন মানুষ সঠিক ভাবে ফ্রিজ ব্যবহার না করার ফলে তার বিদ্যুৎ বিল বেশি আসে। তাই প্রতিটি মানুষের ফ্রিজ ব্যবহার করার সঠিক নিয়ম গুলো জানা একান্ত প্রয়োজন।

ফ্রিজের বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে – ১০টি কার্যকর টিপস

১. সঠিক তাপমাত্রা সেট করুন

আমাদের দেশে সারা বছর একই রকম তাপমাত্রা থাকে না। তাই গরমের সময় ফ্রিজে যে তাপমাত্রা রাখা উচিত তা শিতের সময় রাখা যাবে না। তাই বর্তমান তাপমাত্রা অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা সেট করতে হবে। ফ্রিজের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রিজারের তাপমাত্রা -১৮ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। এটা একটি স্টান্ডার তাপমাত্রা বলা যায়। এই তাপমাত্রায় ফ্রিজের বিদ্যুৎ বিল কম আসে। 

২. দরজা বন্ধ করুন

যখন ফ্রিজের দরজা খুলবেন চেষ্টা করবেন তাড়াতাড়ি দরজা বন্ধ করতে। কারণ ফ্রিজের দরজা খোলা থাকলে ভিতরের ঠান্ডা হাওয়া বের হয়ে যায়। তাই বেশি ঠান্ডা হাওয়া বের হয়ে যাওয়ার আগে ফ্রিজের দরজা বন্ধ করে রাখতে হবে। তাতে বিদ্যুৎ বিল কম আসবে। 

৩. নিয়মিত পরিষ্কার করুন

ফ্রিজের পিছনের যে কন্ডেন্সার কয়েল আছে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ নিয়মিত পরিষ্কার না করলে ফ্রিজের গরম বাতার বের হতে পারে না। যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। গরম বাতাস যখন ভিতরে থাকে তখন সেই গরম বাতাস  ঠান্ডা করার জন্য অতিরিক্ত প্রেসার পরে কন্ডেন্সার এর উপর। 

৪. ফ্রিজে পণ্য সঠিকভাবে রাখুন

ফ্রিজের পণ্য গুলো সঠিকভাবে সাজিয়ে রাখুন। যাতে বাতাস পণ্যের আশে পাশে যাওয়া আসা করতে পারে। ফ্রিজের ভিতরে বেশি টাইট করে পণ্য গুলো রাখলে বাতাস চলাচল করতে পারে না। যার ফলে সবজায়গায় সমান তাপমাত্রা পৌছাতে পারে না। তখন ফ্রিজের সবজায়গার তাপমাত্রা ঠান্ডা  করার জন্য কম্পেসার এর বেশি চাপ প্রয়োগ করতে হয়। যার ফলে ফ্রিজের বেশি বিদ্যুৎ বিল আসে। 

৫. ফ্রিজের ভিতরে অতিরিক্ত খাবার রাখবেন না

ফ্রিজের ভিতরে অতিরিক্ত খাবার রাখলে ফ্রিজের কম্পেসারের বেশি শক্তি খরচ করতে হয় সব খাবার ঠান্ডা রাখার জন্য। তাই ফ্রিজের ভিতর অতিরিক্ত খাবার রাখা যাবে না। আপনার প্রয়োজন অনুযায়ী খাবার রাখনু। তাই বলে আবার ফ্রিজ খালিও রাখা যাবে না। খালি থাকলেও বিল বেশি আসে। 

৬. ফ্রিজের দরজায় সিল ঠিক করুন

ফ্রিজের দরজার সিল ভালভাবে কাজ করছে কিনা পরীক্ষা করুন। কারণ দরজার সিল ঠিক ভাবে কাজ না করলে ফ্রিজের ঠান্ডা বাতাস বের হয়ে যায়। যা আপনার বিদ্যুৎ বিল বেশি আসার আর একটি কারণ। 

৭. অকার্যকর পণ্য ফেলে দিন

ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি আসার আরেকটি কারণ হলো ফ্রিজের ভিতরে দীর্ঘদিন ধরে কোন পণ্য থাকলে। তাই অকার্যকর পন্য ফেলে দিন। এতে ফ্রিজের কার্যক্ষমতা বাড়ে। 

৮. ঠাণ্ডা খাবার রাখুন

আপনি যদি আপনার ফ্রিজের বিদ্যুৎ বিল কমাতে চান তাহলে সব সময় ফ্রিজে ঠান্ডা খাবার রাখুন। ফ্রিজে গরম খাবার রাখলে বিদ্যুৎ বিল বেশি আসে। গরম খাবার ঠান্ডা করার জন্য ফ্রিজের অতিরিক্ত শক্তি খরচ করতে হয়। যার ফলে বেশি বিল আসে। 

৯. সঠিক ফ্রিজ নির্বাচন করুন

বিদ্যুৎ বিল কমানোর জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো সঠিক ফ্রিজ নির্বাচন করতে হবে। কারণ অনেক ফ্রিজ আছে যা কমদামি কম্প্রেসার দিয়ে তৈরি। এ্যানুমিলিয়ামের কয়েল কন্ডেন্সারের ভিতরে। যা ফলে আপনার বিদ্যুৎ বিল সবসময় বেশি আসে। তাই সঠিক ফ্রিজ নির্বাচন করা খুবই জরুরি। 

১০. বিদ্যুৎ সাশ্রয়ী মোড ব্যবহার করুন

ফ্রিজ কেনার সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয়ী মোড আছে কি না। বর্তমানে স্মার্ট টেকনোলোজির অনেক ফ্রিজ আছে যেগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী মোড আছে। আর একটি বিষয় সেটা হলো আপনারা বাজারে জনপ্রিয় ব্রান্ডের ফ্রিজ গুলো কেনার চেষ্টা করবেন। 

একটি ফ্রিজ কেনার আগে যে বিষয় গুলো জানা প্রয়োজন তা নিয়ে আমাদের একটি পোস্ট আছে চাইলে সেটি থেকে বিস্তারিত জানতে পারেন।

নতুন ফ্রিজ কেনার আগে যে ১৪টি বিষয় জানা উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *