জনপ্রিয় ২০টি বাংলা স্টাইলিশ ফন্ট কালেকশন ইউটিউব থাম্বনাইল এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য।
একজন কন্টেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক্স ডিজাইনার যখন কোন আকর্ষনীয় ডিজাইন করেন। তখন বুঝতে পারেন একটি স্টাইলিশ ফন্ট কতটা জরুরি। তাই সেরা ২০টি বাংলা স্টাইলিশ ফন্ট কালেকশন নিয়ে আসলাম। যেগুলো ব্যবহার করলে আপনার ডিজাইন হয়ে উঠবে আরো বেশি আকর্ষনীয়।
ফন্ট কম্বিনেশন কি?
ফন্ট কম্বিনেশন হলো একটি ডিজাইনে মাঝে টাইটেল বা ফোকাস ফন্টের সাথে এমন একটি ফন্ট নির্বাচন করা যা দেখতে অনেক সুন্দর এবং প্রফেশনাল লাগে।
আমরা নিচের ফন্টগুলোর সাথে ফন্ট কম্বিনেশন করে দিয়েছি। যেগুলো দেখে আপনি যদি ডিজাইন করেন তাহলে দ্রুত এবং সহজে আপনার ডিজাইন করতে পারবেন।
ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য ফ্রিতে সেরা ২০টি বাংলা স্টাইলিশ ফন্ট কালেকশন
১. শামীম চলন্তিকা
যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা বাংলা ফন্ট ব্যবহার করে ইউটিউব থাম্বনাইল তৈরি করে থাকেন। তাদের জন্য শামীম চলন্তিকা ফন্টটি হতে পারে আদর্শ একটি ফন্ট। এই বাংলা স্টাইলিশ ফন্টটি আপনি যদি ব্যবহার করতে চান তাহলে এখুনি ডাউনলোড করে নিন।
আর সেই সাথে ‘হিমেল বর্ণ’ ফন্টটি ডাউনলোড করে নিন। এই দুইটি ফন্ট কম্বিনেশন অসাধারন। শামীম চলন্তিকা মুল ফন্ট এবং হিমেল বর্ণ আনুসঙ্গিক ফন্ট হিসেবে ব্যবহার করলে আপনার ডিজাইন ও হয়ে উঠবে আকর্ষনীয়।
নকশাকার : মোঃ শামীম হোসেন
বিকাশকারী : নিলাদ্রী শেখর বালা
ধরণ : ইউনিকোড এবং ANSI
স্টাইল : ২ টি
২. লিপি পদ্ম
এই বাংলা স্টাইলিশ ফন্টটি কোন ব্যানার ডিজাইন বা ইউটিউব থাম্বনাইল ডিজাইন করার কাজে ব্যবহার করতে পারবেন। এখানে ফন্টটি শুধু থ্রিডি করে দেওয়া হয়েছে তাই কতটা সুন্দর লাগছে তা আপনারাই দেখতে পাচ্ছেন। আমার কাছে এই বাংলা স্টাইলিশ ফন্টটি অনেক ভালো লাগে। তাই আজকের বাংলা স্টাইলিশ ফন্ট কালেকশনের দুই নাম্বারে রেখেছি এই ফন্টটি।
আপনার যদি এমন সুন্দর একটি ডিজাইন করতে চান তাহলে এই ফন্টটি আপনার ডিজাইনে রাখতে পারেন।
এই ফন্টটি ডিজাইন করেছেন ‘প্রশিক্ষা কম্পিউটার সিন্টেম’ থেকে।
৩. হাসান মেঘালয়
হাসান মেঘালয় এবং নীল সাখাওয়াত এই দুইটি বাংলা স্টাইলিশ ফন্টের কম্বিনেশন চমৎকার। এই বাংলা ফন্ট দিয়ে আপনার ব্যানার ইউটিউব থাম্বনাইল ডিজাইন করলে সবাই পছন্দ করবে। ফ্রিতে এত সুন্দর একটি বাংলা ফন্ট উপহার দিয়েছেন লিপিঘর তার জন্য তাদের ধন্যবাদ।
নকশাকার : কাজী হাসানুল বান্না
বিকাশকারী : নিলাদ্রী শেখর বালা
ধরণ : ইউনিকোড এবং ANSI
স্টাইল : ৪ টি
৪. আদর ত্রিকোনামিতি
আদর ত্রিকোনামিতি এবং পদ্ম লিপি বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করেন তাহলে অসাধারণ হবে। স্যোসাল মিডিয়া ব্যানার গুলো আপনি আদর ত্রিকোনামিতি এবং পদ্মলিপি ফন্ট দিয়ে ডিজাইন করলে অনেক সুন্দর হয়ে উঠবে।
নকশাকার : মোঃ আলিনুর ইসলাম এবং নূরুল আলম আদর
বিকাশকারী : মোঃ আলিনুর ইসলাম এবং নূরুল আলম আদর
ধরণ : ইউনিকোড এবং ANSI
স্টাইল : ২ টি
৫. আবু সাঈদ
আবু সাঈদ বাংলা স্টাইলিশ ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এই ফন্টটি কোন ব্যানার বা ইউটিউব থাম্বনাইল এ ব্যবহার করলে আপনার ডিজাইনটি অনেক সুন্দর হবে। এই বাংলা ফন্টের সাথে লিপি পদ্ম ফন্টটির কম্পিনেশন দুর্দান্ত।
ডিজাইনার : Codepotro Fonts
ডেভেলপার : Jayed Ahsan Saad
ধরণ : ইউনিকোড
স্টাইল : 1
৬. শরীফ বিজয়
ইউটিউব থাম্বনাইলের জন্য একটি আদর্শ বাংলা স্টাইলিশ ফন্ট হলো শরীফ বিজয়। শরীফ বিজয় ফন্টটি বোল্ট ফন্ট। শরীফ বিজয় ফন্টটি প্রিমিয়াম ফন্ট এর মতো মনে হবে। এতোটা সুন্দর একটি ফন্ট।
ডিজাইনার : শরীফ উদ্দিন শিশির
ডেভেলপার : Muhammad Anas
ধরণ : ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল : 2
৭. হিমেল বর্ণ
ইউটিউব থাম্বনাইল ডিজাইনের জন্য আরো একটি সেরা বাংলা স্টাইলিশ ফন্ট হলো হিমেল বর্ণ ফন্ট। এই ফন্টটি ও একটি জনপ্রিয় বাংলা স্টাইলিশ ফন্ট। রিডিবিলিটি এর দিক দিয়ে ১০০% ধরা যায়। ইউটিউ থাম্বনাইল এর ক্ষেত্রে এই ধরনের ফন্ট দিয়ে ডিজাইন করলে অনেক ভালো হয়।
ডিজাইনার : Mahbubul Islam Mission
ডেভেলপার : H M Mahfuj
ধরণ : ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল : 2
৮. মামুন বর্ণলিপি
মামুন বর্ণলিপি বাংলা স্টাইলিশ ফন্টটি গ্রাফিক্স ডিজাইন এবং থাম্বনাইল ডিজাইনের জন্য পারফেক্ট একটি ফন্ট। ব্যানার ডিজাইন, পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনাইল সব ধরনের ডিজাইনের জন্য মামুন বর্ণ লিপি।
ডিজাইনার : আল মামুন
ডেভেলপার : মাসুদা আক্তার লিমা
ধরণ : ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল : 2
৯. হাওলাদার সৌরিক
হালদার সৌরিক ফন্টটি যদি থাম্বনাইলে ব্যবহার করেন তাহলে আপনার ইউটিউব থাম্বনাইলটি অনেক সুন্দর হবে। টাইপোগ্রাফি করতে পারলে এই ফন্টটি আরো বেশি সুন্দর লাগবে। এই ফন্টটি একটি জনপ্রিয় ফন্ট। অনেক ইউটিউবার তাদের থাম্বনাইলে এই ফন্টটি ব্যাবহার করে থাকে।
নকশাকার : সন্তু হালদার
বিকাশকারী : সন্তু হালদার
ধরণ : ইউনিকোড এবং ANSI
স্টাইল : ২ টি
১০. একুশ
একুশ বাংলা স্টাইলিশ ফন্টটি জনপ্রিয় একটি ফন্ট। ইউটিউব থাম্বনাইল, স্যোসাল মিডিয়া ব্যানার তৈরির জন্য সেরা একটি ফন্ট হলো একুশ। এই বাংলা ফন্টটির রিডিবিলিটি ১০০%।
ডিজাইনার : Codepotro Fonts
ডেভেলপার : Codepotro Fonts
ধরণ : ইউনিকোড
স্টাইল : ১
১১. আব্দুল্লা লালমনিরহাট
সোস্যাল মিডিয়া ব্যানার এর জন্য আব্দুল্লা লালমনিরহাট একটি সুন্দর ফন্ট। যা দিয়ে ডিজাইন করলে সবাই পছন্দ করতে বাধ্য। ইউটিউব থাম্বনাইলের জন্য বাংলা স্টাইলিশ ফন্ট আব্দল্লা লালমনিরহাট।
ডিজাইনার : Abdullah Al Emon
ডেভেলপার : মাহফুজুর রহমান
ধরণ : ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল : 2
১২. সাবিনা স্বরলিপি
সাবিনা স্বরলিপি ফন্টটি দেখতে অনেক সুন্দর একটি ফন্ট। এই ফন্টটি দিয়ে মিউজিক ভিডিওর থাম্বনাইল, গ্রাফিক্স ডিজাইন, সোস্যাল মিডিয়ার ব্যানার, পোস্ট সব জায়গায় অনেক সুন্দর মানানসই একটি ফন্ট।
ডিজাইনার : Md Farid
ডেভেলপার : Md Farid
ধরণ : ইউনিকোড
স্টাইল : 2
১৩. মাহাবুব ফারি
মাহাবুব ফারি ফন্টটি বুক কভার ডিজাইন, ব্লগিং ডিজাইন, ইউটিউব থাম্বনাইল ডিজাইন সব কিছুর জন্যই ব্যবহার করা যায়। এই ফন্টটি দিয়ে ডিজাইন করলে আপনার ডিজাইনটি হবে দৃষ্টিনন্দন। আমার কাছে এই ফন্টটি অনেক সুন্দর লাগে।
ডিজাইনার : মাহবুব নাফিজ
ডেভেলপার : এহসান আল মাহফুজ
ধরণ : ইউনিকোড এবং ANSI
স্টাইল : 2
আরো পড়ুর:
ফ্রিতে ফটো ইনহ্যান্স করার সেরা ৫টি অ্যাপস ২০২৪
কপিরাইট ফ্রি ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা ২০২৪
সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট
সেরা ০৫টি বাজেট ফ্রি মাইক্রোফোন ২০২৪ | Low Bugdet Best USB Microphone
১৪. নীল সাখাওয়াত
গ্রাফিক্স ডিজাইনের জন্য একটি অসাধারণ বাংলা স্টাইলিশ ফন্ট হলো নীল সাখাওয়াত। এই ফন্টটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফেসবুক, পিনটারেস্ট এর মতো সোস্যাল মিডিয়াতে পোস্ট করতে হলে এই ফন্টটি দিয়ে ডিজাইন করতে পারবেন।
ডিজাইনার : Sakawoat Kazi
ডেভেলপার : H M Mahfuj
ধরণ : ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল : 2
১৫. আদর নৈর্ঋত
আদর নৈর্ঋত বাংলা ফন্টটি ও অনেক সুন্দর। এই ফন্টটি দিয়ে আপনি আপনার ইউটিউব থাম্বনাইল টাইটেল লিখতে পারবেন। এই ফন্টটি রিডিবিলিটির জন্য অনেক ভালো। ভিডিও বা পোস্টের জন্য স্টাইলিশ ফন্ট দর্শদের বোঝার জন্য সহায়তা করে থাকে।
নকশাকার : নূরুল আলম আদর
বিকাশকারী : নূরুল আলম আদর
ধরণ : ইউনিকোড এবং ANSI
স্টাইল : ১০ টি
১৬. শ্রুতিলিপি
শ্রুতিলিপি এবং কষ্টিপাথর এই দুটি ফন্টের কম্বিনেশন অনেক সুন্দর। আপনি এই ফন্ট দুটি দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন যা একটি ইউনিক ডিজাইন হতে পারে। ইউটিউব থাম্বনাইলেও এই বাংলা স্টাইলিশ ফন্ট দুটি ব্যবহার করতে পারবেন।
১৭. মাহিন জুবায়ের
মাহিন জুবায়ের বাংলা স্টাইলিশ ফন্টটি ব্যানার এবং সোস্যাল মিডিয়ার পোস্টের জন্য পারফেক্ট একটি ফন্ট হতে পারে। লাইট ওয়েট এই ফন্টটি দেখতে ফুল বা লতা পাতার স্টাইলে করা হয়েছে।
ডিজাইনার : মাহিন মাহমুদ দিপ্র
ডেভেলপার : H M Mahfuj
১৮. শরীফ অপেক্ষা
শরীফ অপেক্ষা বাংলা স্টাইলিশ ফন্টটি জনপ্রিয় একটি ফন্ট। আপনি এই ফন্টটি অনেক ইউটিউব থাম্বনাইলে দেখে থাকতে পারেন। কিন্তু বুঝতে পারেননি যে এই ফন্টের নাম কি। আজ এখান থেকে জানতে পারলেন।
ডিজাইনার : শরীফ উদ্দিন শিশির
ডেভেলপার : Muhammad Anas
ধরণ : ইউনিকোড, বর্ণ এবং ANSI
স্টাইল : 2
১৯. টেরাকোটা
উপরের ছবিটিতে যে ফন্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো টেরাকোটা। এই বাংলা স্টাইলিশ ফন্টটি দিয়ে ইউটিউব থাম্বনাইল তৈরি করতে পারবেন। এই ফন্টটি মাত্রা হীন এব মাত্রা যুকক্ত রয়েছে।
২০. নীল জান্নাতি
নীল জান্নাতি এবং মামুন বর্নলিপি ফন্ট দুটির কম্বিনেশন অসাধারণ। এই দুটি ফন্ট এর সংমিশ্রনে আপনি যদি আপনার ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইন হবে আকর্ষনীয়। ইউটিউব থাম্বনাইলের জন্য এই ফন্ট হতে পারে দারুন একটি ফন্ট।
ডিজাইনার : আল মামুন
ডেভেলপার : মাসুদা আক্তার লিমা
ধরণ : ইউনিকোড, বর্ণ এবং ANSI