অনেকে আছেন পুরো হাতের মেহেদী ডিজাইন না করে শুধু হাতের আঙুলের মেহেদী ডিজাইন করে থাকে। অথবা হাতের মাঝে এক ধরনের ডিজাইন করে আর হাতের আঙুলের মেহেদী ডিজাইন করে অন্য রকম। যার কারণে নতুন মেহেদী ডিজাইন খুজে থাকে হাতের আঙুলের জন্য। নিচে সেরা কিছু হাতের আঙুলের মেহেদী ডিজাইন ছবি দেওয়া হয়েছে। যে গুলো দেখে আপনি নিজেই সহজেই আকতে পারবেন।
হাতের আঙুলের মেহেদী ডিজাইন

আপনি যদি হাতের আঙ্গুলের চেইন স্টাইলে একটি মেহেদী ডিজাইন করতে চান। তাহলে উপরের এই ছবিটি দেখে ডিজাইনটি করতে পারেন। কারন এই ডিজাইনটি হলো বর্তমানে সহজ এবং ট্রেন্ডিং একটি স্টাইল।
আঙ্গুলের মেহেদি ডিজাইন ছবি

ডট ডট দিয়ে একটি হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইন করতে চাইলে আপনি এই ছবিটি দেখে একটি স্টাইল করতে পারেন নিজের হাতে। যে স্টাইলটি শুধু ডট ডট এবং একটি দাগের মাধ্যমেই করা হয়েছে দেখতে অসাধারণ কিন্তু আঁকা একেবারেই সহজ।
Simple হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইন

হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইনের জন্য ইউনিক এবং অ্যাট্রাক্টিভ একটি স্টাইল হল উপরের ছবির ডিজাইনটি। এই ডিজাইনটি আপনি নিজের আঙ্গুলে যখন করবেন তখন আপনার হাত আরো অনেক সুন্দর দেখাবে।
আঙুলের মেহেদী ডিজাইন

এটি হলো একটি হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইন। এই ডিজাইনটি যে কোন সাধারণ ডিজাইনার বা নতুন মেহেদি ডিজাইন আঁকতে যাচ্ছে এমন ব্যক্তি ও আঁকতে পারবেন। কারণ ডিজাইনটি আঁকা একেবারেই সহজ। শুধু একবার দেখে দেখেই নিজের হাতে সুন্দর করে ডিজাইন।
হাতের আঙুলের মেহেদী ডিজাইন

সিম্পল ডট ডট দিয়ে একটি মেহেদি ডিজাইন। যে ডিজাইনটি শুধুমাত্র একবার দেখে করা যাবে। তাই আপনি যদি সাহস সুন্দর একটি হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইন ছবি চান। তাহলে এই ছবিটি আপনার জন্য।
এক আঙুলের মেহেদী ডিজাইন

আপনি যদি হাতের একটি আঙ্গুলের জন্য মেহেদি ডিজাইন করতে চান। তার জন্য একটি সুন্দর এবং ইউনিক ডিজাইন খুঁজছেন? তাহলে আর খোঁজাখুঁজি না করে উপরের এই ছবিটি দেখে ডিজাইনটি সম্পূর্ণ করুন। কারণ এটি হলো একটি নতুন এবং ২০২৫ সালের ইউনিক একটি হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইন।
আঙ্গুলের মেহেদী ডিজাইন

অনেক স্মার্ট মেয়েরা বেশি হিজিবিজি ডিজাইন বা হাত ভরা মেহেদি ডিজাইন পছন্দ করেন না। তারা সিম্পল এবং অল্পতেই আকা মেহেদি ডিজাইনগুলো বেশি পছন্দ করে থাকে। তাদের জন্য হাতের আঙ্গুলের এই ডিজাইনটি অনেক সুন্দর হবে।
আঙুলের মেহেদী ডিজাইন সহজ

নতুন সিম্পল হাতের আঙ্গুলের একটি মেহেদি ডিজাইন। যা আপনার দেখামাত্রই পছন্দ হয়ে যাওয়ার কথা। আপনি ইতিমধ্যেই এই লেখাটি পড়ছেন তার মানেই আপনার এই ছবিটি দেখা হয়ে গিয়েছে। আপনি এই ছবিটি দেখে ডিজাইনটি করে ফেলুন। কারন এই ডিজাইনটি হল 2025 সালের একটি ট্রেন্ডিং স্টাইল।
আঙুলে মেহেদী ডিজাইন

কারো করে হাতের মেহেদি ডিজাইন করতে চাইলে আপনি এই ডিজাইনটি করতে পারেন। আপনি হাতের আঙ্গুলের ডিজাইনটি করতে পারেন অথবা পুরো হাতের ডিজাইনটিও করতে পারেন। কারণ ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগে।
আঙ্গুলের মেহেদি ডিজাইন ছবি

শুধু ফোঁটা ফোটা বা ডট ডট দিয়ে একটি হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইন করতে চাচ্ছেন তাহলে এই স্টাইলটি আপনার জন্য।
আঙ্গুলের মেহেদি ডিজাইন সিম্পল

হাতের আঙুলের মেহেদী ডিজাইন

হাতের আঙুলের মেহেদী ডিজাইন

আপনার যদি উপরের হাতের আঙ্গুলের মেহেদি ডিজাইনগুলো পছন্দ হয় থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। অথবা আপনি যদি আরও হাতের মেহেদি ডিজাইন হাতের তালুর মেহেদি ডিজাইন, সহজ মেহেদি ডিজাইন দেখতে চান। তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখুন অথবা নিজের লিংকে ক্লিক করেও আপনি অন্যান্য সকল মেহেদী ডিজাইন দেখতে পারবেন।
১০+ হাতের তালুর মেহেদী ডিজাইন: ঘরে বসে সহজে করুন সাজগোজ
পরিশেষে: মেহেদী ডিজাইনের ফলে হাতের সৌন্দর্য আরো বেড়ে যায়। তাই আপনি যে কোন অনুষ্ঠানের জন্য সুন্দর একটি মেহেদী ডিজাইন করতে পারেন। এই ডিজাইনের আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেইজে ফলো করে রাখুন।