ইউটিউবের জন্য ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা ২০২৫

Share This Post
কপিরাইট ফ্রি ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা

ইউটিউব ভিডিওর জন্য ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা

আজকের উপহার হলো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউব ভিডিও জন্য ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা। কারণ ভিডিওকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কিন্তু সবাই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুজে পায় না। তাই ইউটিউব অডিও লাইব্রেরি থেকে বাছাই করা কপিরাইট ফ্রি ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা নিয়ে এসেছি।

নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা সব থেকে বেশি ঝামেলার কাজ হয়ে দাড়ায়। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক সহায়তা হবে আজকের কপিরাইট ছাড়া ইউটিউব ভিডিও জন্য ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা পেয়ে।

কারণ বিগেনার কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এমন পুজি থাকে না যে তারা কোন একটি প্রিমিয়াম প্লাটফর্ম থেকে সাবস্ক্রিপশন নিয়ে সেখান থেকে কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে তার ভিডিওতে ব্যবহার করবে। তাদের সমস্যা সমাধানের জন্য আজকের এই কপিরাইট ছাড়া ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক অর্থ ব্যয়ের হাত থেকে বাঁচাবে। নিচে ক্যাটাগরি অনুযায়ী নো কপিরাইট ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিক তালিকা দেওয়া হলো।

অডিও লাইব্রেরির কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এর সুবিধা অসুবিধা

ইউটিউব অডিও লাইব্রেরির অসুবিধা

প্রথমে যদি অসুবিধা আলোচনা করি তাহলে আপনি সুবিধাগুলো সহজে বুঝতে পারবেন। কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক এর জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেল মনিটাইজেশন করতে পারে না। ইউটিউব আইন অনুযায়ী কোন ভিডিওতে বা চ্যানেলে যদি কোন কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক থাকে তাহলে সেই চ্যানেল মনিটাইজ করে না।

আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম চাওয়া বা স্বপ্ন থাকে মনিটাইজেশন পাওয়া। ভিডিওতে কোন মিউজিক অ্যাড করতে হলে সেগুলো অবশ্যই কপিরাইট বা রয়েলিটি ফ্রি থাকতে হবে। বিনা মূল্যে কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়ার একমাত্র বিসস্ত প্লাটফর্ম হলো ইউটিউব অডিও লাইব্রেরি।

এছাড়া অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে যেখান থেকে রয়্যালিটি ফ্রি মিউজিক ডাউনলোড করা যায়। সেখান থেকে মিউজিক গুলো ব্যবহার করলে তাদের ক্রেডিট দেওয়া লাগে। ক্রেডিট দিলেও অনেক সময় সমস্যা হতে পারে। মানে নিশ্চিত থাকা যায় না। যে চ্যানেলে কোন সমস্যা হবে কি না।

ইউটিউব অডিও লাইব্রেরির সুবিধা

সারা বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্লাটফর্ম হলো ইউটিউব। আর ইউটিউব এরই একটি প্লাটফর্ম বা ওয়েবসাইট হলো অডিও লাইব্রেরি। তারা সকল কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টে ইউটিউব অডিও লাইব্রেরির মিউজিক গুলো ব্যবহার করতে বলে থাকেন। যাতে প্রতিটি কন্টেন্ট আকর্ষনীয় হয়। দর্শক তাদের প্লাটফর্ম এ বেশি সময় কাটান তার জন্য। কারণ তাদের প্লাটফর্মে যতবেশি দর্শক থাকবে তত তাদের লাভ। তাই ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করলে কোন সমস্যা নেই।

ইউটিউব ভিডিওর জন্য হাইকোয়ালিটি ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালিকা ২০২৫

কপিরাইট দেবে না এমন ব্যাকগ্রাউন্ড এর সবথেকে বড় সোর্স হলো ইউটিউব অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে লাখ লাখ মিউজিক ট্রাক রয়েছে। তারা প্রতিনিয়ত এখানে নতুন নতুন মিউজিক আপলোড করে থাকে। এত অডিও মিউজিক এর মধ্যে প্রতিটি আপনার জন্য যোগ্য হবে না। কারণ হলো এত মিউজিক ট্রাক এর মধ্যে সবগুলো হাইকোয়ালিটির হবে না এটা স্বাভাবিক।

তাই বলে যে এখানে হাইকোয়ালিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই তা নয়। যদি কেউ খুজে খুজে দেখে তাহলে অনেক ভালো ভলো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। যা ইউজার তার ভিডিওতে ব্যবহার করলে তার ভিডিও আকর্ষনীয় হবে। কিন্তু মুল কথা হলো সবাই এতো সময় দিয়ে খোজে না। তাই তারা মিউজিক গুলো পায় না। তাদের এই কঠিন কাজটি আমরা করে আপনাদের কাছে কপিরাইট ফ্রি ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিক এর নাম দিয়ে দিয়েছি নিচে।

আমরা আপনাদের এই সমস্যা সমাধানের জন্য ক্যাটাগরি ভিত্তিক হাইকোয়ালিটি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুজে নিয়ে এসেছি। যা আপনারা সহজেই আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। নিচে ক্যাটাগরি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলোর নাম দেওয়া হলো। Follow me

শর্টফিল্ম বা নাটকের জন্য কপিরাইট সেরা ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিক এর তালিকা

S.LTrack TitleGenreMood
01A Flute’s MourningCinematicDramatic
02Baila Mi CumbiaJazz & BluesHappy
03Acoustic BluesJazz & BluesFunky
04Toe JamDance & ElectronicFunky
05SalgreJazz & BluesBright
06A Baroque LetterClassicalDramatic
07Approaching Space-Time EventCinematicDramatic
08InvincibleCinematicDramatic
09CavalryCinematicDramatic
10Lotus PondAmbientDramatic
11Calcutta SunsetAmbientCalm
12In Eternity We’ll MeetAmbientBright
13Introspective TaalCinematicHappy
14Portrait of TimeCinematicRomantic
15AloneCinematicDark
16Dance of the U-boatCinematicDark
17Forest of FearCinematicDark
18Introspective TaalCinematicHappy
19JourneymanCinematicDramatic
20Liquid TimeCinematicInspirational
21Palace of RosesCinematicBright
22StealthCinematicFunky
23The RisingCinematicInspirational

কষ্টের ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিক | Sad Background Music No Copyright Free

S.LTrack TitleGenreMood
01WarzoneHip-Hop & RapDark
021812 Overture (by Tchaikosvky)ClassicalDramatic
0380’s Video Game DeathCinematicSad
04A Fallen CowboyCinematicSad
05Yiddish SadnessCinematicSad
06AnguishCinematicSad
07Aurora CurrentsCinematicSad
08BadlandsCinematicSad
09Boat FloatingCinematicSad
10Days Are LongCinematicSad
11DecisionCinematicSad
12ElegyCinematicSad
13Emotional Love ThemeCinematicSad
14Falling RainCinematicSad
15Golden CageCinematicSad
16HopelessCinematicSad
17AllégroClassicalSad
18E Minor PreludeClassicalSad
19Forest LullabyeClassicalSad
20No.2 Remembering HerClassicalSad
21DropHip-Hop & RapSad

অ্যাকশন বা এডিটিউব নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক | Attitude background music No Copyright

S.LTrack TitleGenreMood
01Buccaneer’s MarchCinematicDramatic
02Chariots of WarCinematicDramatic
03Eyes of GloryCinematicDramatic
04JourneymanCinematicDramatic
05JungleCinematicDramatic
06TraversingAmbientAngry
07Tomb RaiderHip-Hop & RapDark
08Still StandingHip-Hop & RapDark

ভয়েস ওভার ভিডিওর জন্য সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এর তালিকা ২০২৫ | NoCopyright horror Background Music for YouTube

S.LTrack TitleGenreMood
01AbsentionAmbientDramatic
02A Ghost TownCinematicDramatic
03CAVERNSAmbientDramatic
04CreepAmbientDramatic
05Deep HazeAmbientDramatic
06FeelsAmbientDramatic
07Final TransmissionAmbientDramatic
08Himalayan AtmosphereAmbientDramatic
09Impending Doom Film TrailerAmbientDramatic
10Incoming TransitionAmbientDramatic

নো কপিরাইট কমেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক | Comedy Background Music  

S.LTrack TitleGenreMood
01Bongo MadnessPopBright
02ChaCha FontanezPopBright
03Cha CappellaJazz & BluesHappy
04A Brand New StartJazz & BluesHappy
05All My ShufflingJazz & BluesHappy
06Baila Mi CumbiaJazz & BluesHappy
07Baila Mi Cumbia (Sting)Jazz & BluesHappy
08Danzon de PasionJazz & BluesHappy
09Para Santo DomingoJazz & BluesHappy
10Piano StoreJazz & BluesHappy
11Canal 3Jazz & BluesHappy
12Crazy BluesJazz & BluesHappy
13Darktown Strutters BallJazz & BluesHappy
14Ella VaterJazz & BluesHappy
15Badman Tings RiddimDance & ElectronicHappy

এক্সপ্লেইন বা টিউটোরিয়াল ভিডিওর জন্য কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক 

S.LTrack TitleGenreMood
01IllusionsHip-Hop & RapDark
02WarzoneDark
03Never SurrenderSad
04SinisterDark
05LifelongInspirational
06CultureDark
07CoastBright
08Like ThatBright
09DistanceHappy
10StepsInspirational
11ShadowsDark
12Dark TranquilityAngry
13Arms DealerAngry
14SchizoDark
15God FuryDark
16AwakenInspirational
সহজে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ০৫টি ওয়েবসাইট
বেস্ট টেক্সট টু ইমেজ জেনারেটর এআই | সেরা ১০টি AI দিয়ে ছবি তৈরি করার ওয়েবসাইট

ইউটিউব ভিডিওর জন্য ১০০টি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড এবং ব্যবহারের নিয়ম

উপরের যে ক্যাটাগরির মিউজিক গুলো আপনার প্রয়োজন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক এর টাইটেল ট্রাক কপি করে ইউটিউব অডিও লাইব্রেরিতে গিয়ে ডাউনলোড করবেন। 

যেভাবে ডাউনলোড করবেন তা ছবির মাধম্যে দেখানো হলো। 

ধাপ: ১।

ধাপ: ২।

ধাপ: ৩।

ধাপ: ৪।

ধাপ: ৫।

ধাপ: ৬।

ধাপ: ৭।

ধাপ: ৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *