৪টি লাভজনক কৃষি ব্যবসা: অল্প পুঁজিতেই কোটিপতি হওয়ার সুযোগ

Share This Post
৪টি লাভজনক কৃষি ব্যবসা অল্প পুঁজিতেই কোটিপতি হওয়ার সুযোগ
৪টি লাভজনক কৃষি ব্যবসা অল্প পুঁজিতেই কোটিপতি হওয়ার সুযোগ

আমি এখানে যে চারটি ব্যবসার কথা বলেছি আপনি ৪টি লাভজনক কৃষি ব্যবসা। যেখান থেকে কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কিন্তু এই প্রতিটি ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে সময় এবং অর্থ এবং আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে উঠবেন। সবচাইতে ভালো দিক হলো আপনার এই ব্যবসা গুলো একবার দার হয়ে গেলে অনেকদিন পর্যন্ত চলবে এই ব্যবসা কোন রিপ্লেস করতে পারবে না। 

৪টি লাভজনক কৃষি ব্যবসা

বর্তমানে আমাদের দেশের উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তার ট্রেইনার আছেন তারা শুধু অনলাইন ব্যবসা অনলাইন ব্যবসা বলেই মানুষকে একটা ঘোরের ভেতর ফেলে দিয়েছে। এই অনলাইন ব্যবসা ছাড়াও যে অনেক ধরনের কৃষি নিয়ে ব্যবসা করা যায়। তাছাড়াও আরো অনেক সেক্টর নিয়ে ব্যবসা শুরু করা যায় সেই দিকে তারা খেয়াল রাখে না। আসলে ব্যবসা হল একটা সমস্যার সমাধান তাই আপনার প্রতিটি ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে কোন জায়গায় কোন সমস্যা রয়েছে। সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এই সমাধানটাই হলো একটা আদর্শ ব্যবসা।

আমি এখানে শুধু একটি ব্যবসার আইডিয়া দিয়েছি। আপনি যদি একটি ইউনিক এবং গ্রোথএবল ব্যবসা খুজে থাকেন তাহলে আপনার জন্য এই পোস্টটি। নিচে চারটি ব্যবসার আইডিয়া দেওয়া হলো। 

১. মুক্তা চাষ

মুক্তা চাষ একটি সম্ভাবনাময় ব্যবসা আমাদের দেশের বাইরে ও এই ব্যবসাগুলো করে মানুষ অনেক অনেক টাকা ইনকাম করছে। আমাদের দেশেও ইতিমধ্যে অনেক উদ্যোক্তাই এই মুক্তা চাষ করে মাসে লাখ টাকা আয় করছে। এই ব্যবসাটি করতে আপনার প্রথমত একটি জায়গার প্রয়োজন হবে যেখানে আপনি মুক্তা চাষ করতে পারবেন। মুক্তা চাষের জন্য আপনার প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে তাই আপনি এই ব্যবসাটি প্রথম এই প্রশিক্ষণ নিয়ে ভালো করে বুঝে তারপরে শুরু করবেন। আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে ইউটিউবে আপনি বিভিন্ন প্রতিবেদন আছে সেগুলো দেখতে পারেন অথবা google সার্চ করে জেনে নিতে পারেন। ৪টি লাভজনক কৃষি ব্যবসার মধ্যে এটি একটি।

২. ডিম থেকে মাছের পোনা উৎপাদন

আমাদের দেশে বর্তমানে জায়গার স্বল্পতা দেখা দিচ্ছে নদী খাল বিল ভরাট হয়ে যাচ্ছে যার কারণে মাছ কমে যাচ্ছে। এছাড়াও বিল এবং খালের মধ্যে বিভিন্ন অবৈধভাবে মাছ শিকার করার ফলে মাছের বাচ্চা ও ডিমওয়ালা মাছ ধরা পড়ে যায়। যার ফলে বর্তমানে মাছের খুবই সংকট দেখা দিচ্ছে সব জায়গায়। তাই আপনি যে কাজটি করতে পারেন মাছের ডিম থেকে পোনা উৎপাদন করে সেই পোনা বিক্রি করতে পারেন। 

আপনি আমাদের দেশি মাছ যেমন কই মাছ, শিং মাছ, চিতল মাছ এই ধরনের যে মাছগুলো বিলে খালে পাওয়া যেত এখন কমে যাচ্ছে। এই মাছগুলো মানুষের চাহিদা বেশি এই ধরনের মাছের ডিম থেকে যদি পোনা উৎপাদন করেন। তাহলে সেগুলোর চাহিদা সর্বদা থাকে তাই আপনি এই ধরনের মাছের ডিম থেকে পোনা উৎপাদন করে মাসে কোটি টাকা আয় করতে পারেন। 

এই ব্যবসাটি শুরু করার আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এবং ভালো জায়গা তৈরি করতে হবে। আপনি যদি একবার ভালো পোনা উৎপাদন করা শুরু করেন তাহলে পাইকারি ব্যবসায়ীদের কাছে আপনি বিক্রি করবেন আপনার বাজারে গিয়ে মাছের পোনা বিক্রি করার প্রয়োজন হবে না। 

৩. গরু ও ছাগলের বীজ উৎপাদ

আপনি যে ইউনিক ব্যবসাটি করতে পারেন এটি বাংলাদেশের সচরাচর সব জায়গায় দেখা যায় না। এটি হলো আপনি ভালো জাতের ষাঁড় গরু পালন করবেন এবং সেই গরুর বীজ তৈরি করবেন অথবা ভালো জাতের ছাগল পালন করে সে ছাগলের বীজ বিক্রি করবেন। এই ব্যবসাটি ও করার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এবং এই ব্যবসাটি সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। 

আপনি যদি একবার এই ব্যবসাটি বুঝে যান এবং ব্যবসাটি শুরু করেন তাহলে দেখবেন আপনার অনায়াসে মাসে কোটি কোটি টাকা ইনকাম হবে। কারণ বর্তমানে আমাদের দেশের প্রতিটি পরিবারেই গরু পালন করে এবং ছাগল পালন করে থাকে। এই গরু ছাগল পালনের জন্য ডাক্তারদের প্রতি মাসেই আমরা অনেকগুলো টাকা দেই এই বীজ দেওয়ার জন্য। এই বীজগুলো আমাদের দেশে বেশিরভাগ বাইরে থেকে আমদানি করে আনা হয়। তাই আপনি যদি আমাদের দেশেই এমন একটি ব্যবসা দাঁড় করাতে পারেন। তাহলে দেখবেন আমাদের দেশে আপনি একটি কোটিপতি ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন অতি অল্প সময়ে।

৪. সৌদি খেজুর চাষ

সৌদি খেজুর চাষ একটি লাভজনক ব্যবসা আপনার এই ব্যবসাটি করার জন্য জায়গার প্রয়োজন হবে। যদি আপনার তার যোগ্য অনেক জায়গা থেকে থাকে অথবা রাস্তা পাশ দিয়ে অনেকগুলো গাছ লাগানোর ব্যবস্থা থেকে থাকে সে ক্ষেত্রে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন।

আপনি হয়তো ইতিমধ্যেই ইউটিউব অথবা ফেসবুকে দেখেছেন একটি গাছ থেকে কত টাকা আয় করা যায়। তাই আপনি যদি এই সৌদি খাজুর চাষ করতে শুরু করেন এবং আপনার যদি এক থেকে দেড়শ টি গাছ হয়ে যায়। সে ক্ষেত্রে আপনি প্রতি সিজনেই অনেক টাকা আয় করতে পারবেন এই খেজুর বাগান থেকে। আপনি যদি একবার এই খেজুর গাছ চাষ করতে পারেন এবং খেজুর হয় তাহলে আপনার বিক্রি নিয়ে কোন চিন্তা করতে হবে না। কারণ আমাদের দেশে এই ধরনের খেজুর অনেক চাহিদা থাকে সারা বছর।

আরো পড়ুন: ২০২৫ সালের ইউনিক ৩টি ব্যবসা আইডিয়া – আজীবন চলবে, রয়েছে টাকার খনি

৪টি লাভজনক কৃষি ব্যবসার মধ্যে আপানার কোনটি ভালো লেগেছে। তা কমেন্টে জানাতে পারেন। আর সেই বিষয়ে ব্যবসা শুরু করার আগে অবশ্যই সব কিছু দেখে বুঝে তারপর শুরু করবেন।

নিয়মিত আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন: তোয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *