অডিও লাইব্রেরি থেকে বাছাই করা হাইকোয়ালিটি ব্যাকগ্রাউন্ড মিউজিক
আাপনি যদি আপনার ইউটিউব ভিডিওতে নো কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে চান তাহলে সব থেকে ভালো মাধ্যম হলো অডিও লাইব্রেরি। কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন মিউজিক রয়েছে। সেগুলো সব হাইকোয়ালিটি নয়। তাই আমি অডিও লাইব্রেরি থেকে অনেক দিন খুজে খুজে হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুজে বের করেছি। যেগুলো আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করলে কোন প্রকার কপিরাইট ইস্যু আসবে না।
ক্যাটাগরি:
- শর্টফিল্ম বা নাটকে ব্যবহারের জন্য।
- ভয়েস ওভার ভিডিওর জন্য।
- কমেডি ভিডিওর জন্য।
- কষ্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক।
- ভুতের ভিডিওতে ব্যবহারের জন্য।
- রোমান্টিক ভিডিওর জন্য।





