কমরেটে কথা বলার জন্য সেরা সিম সম্পর্কে জানুন

Share This Post
কমরেটে কথা বলার জন্য

বাংলাদেশে কমরেটে কথা বলার জন্য সবচেয়ে ভালো সিম

মোবাইল এসে আমাদের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি সহজ হয়ে গিয়েছে। মোবাইলে কথা বলার জন্য বিভিন্ন মোবাইল সিম অপারেটর ব্যবহার করে থাকি। বাংলাদেশ যে পাঁচটি মোবাইল সিম অপারেটর আছে তার মধ্যে কথা বলার জন্য সেরা সিম কোনটি। এই বিষয়ে সবাই জানতে চায়। কমরেটে কথা বলার জন্য সেরা সিম হলো টেলিটক সিম। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। 

বাংলাদেশে মোট সিম অপারেটর রয়েছে ৫টি। যথা: 

  1. বাংলালিংক
  2. গ্রামীণফোন
  3. রবি
  4. এয়ারটেল
  5. টেলিটক

এই পাঁচটি সিম অপারেটরের মধ্যে এক এক সিম অপারেটর এক এক দিক থেকে সেরা। আমরা আজকে আপনাদের দেখাবো কমরেটে কথা বলার জন্য কোন সিম সেরা। তাহলে চলুন আমরা দেখে নিই প্রতিটি সিমের প্লান থেকে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট এর দাম কত টাকা। 

প্রথমে দেখে নিই টেলিটক সিমে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট এর দাম কত?

টেলিটক সিমের টেলিপ্লান থেকে আপনার যদি ৩০ দিন মেয়াদ সিলেক্ট করেন এবং বাকি সকল সেবা যেমন ইন্টারনেট ০ এস.এম.এস. ০ করে রাখেন আর ভয়েজ ১০০০ মিনিট করে রাখেন তাহলে মোট দাম আসে ৬২৫.৫ টাকা।

তার মানে আপনার এক মিনিট কথা বলতে খরচ হচ্ছে ৬২৫.৫/১০০০=০.৬২৫৫ পয়সা।

তারপর দেখে নিই বাংলালিংক সিমে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট এর দাম কত?

এরপর আমরা বাংলালিংক সিমের মাই প্লান থেকে ৩০দিন মেয়াদে ১০০০ মিনিট এর দাম আসে ৬৫০ টাকা।

তার মানে এই প্লানটি যদি ক্রয় করি তাহলে প্রতি মিনিট খরচ হবে ৬৫০/১০০০=৬৫ পয়সা।

তারপর দেখে নিই গ্রামীনফোন সিমে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট এর দাম কত?

গ্রামীণসিমের ফ্লেক্সিপ্লান থেকে যদি ৩০ দিন মেয়াদে ১০০০মিনিট ক্রয় করি তাহলে মোট মূল্য আসে ৬৩৯ টাকা। তার মানে আমরা দেখতে পেলাম যে টেলিটক সিমের থেকে বেশি এবং বাংলালিংক সিমের থেকে কম টাকায় আমরা গ্রামীনফোন সিমের মিনিট ক্রয় করতে পারবো।

অর্থাৎ গ্রামীণসিমের প্রতি মিনিট কথা বলতে খরচ হবে ৬৩৯/১০০০= ০.৬৩৯ পয়সা।

আরো পড়ুন: ক্লাউড স্টোরেজে ছবি ভিডিও এবং যেকোন ডকুমেন্ট রাখুন নিরাপদে – কোনদিন হারাবে না

তারপর দেখে নিই এয়ারটেল সিমে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট এর দাম কত?

আমরা এয়ারটেল সিমের মাই প্যাক থেকে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট সিলেক্ট করে দেখতে পাই মোট খরচ পড়বে ৬৪৫ টাকা।

অর্থাৎ প্রতি মিনিট কথা বলতে খরচ হবে ৬৪৫/১০০০=০.৬৪৫ পয়সা। তার মানে এয়ারটেল সিমে বাংলালিংক সিমের থেকে কম খরচ হবে। কিন্তু টেলিটক এবং গ্রামীণফোন সিমের থেকে বেশি খরচ হবে এয়ারটেল সিমে।

তারপর দেখে নিই রবি সিমে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট এর দাম কত?

আমরা রবি সিমের ইজি প্লান থেকে ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট সিলেক্ট করে দেখতে পাই মোট খরচ হবে ৬৪৫ টাকা।

অর্থাৎ প্রতি মিনিটে কথা বলার জন্য খরচ হয় ৬৪৫/১০০০=০.৬৪৫ পয়সা। 

তাহলে আমরা এই পর্যায়ে দেখতে পেলাম যে টেলিটক সিমের মাধ্যমে আমরা যদি ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট এর অফারটি ক্রয় করি তাহলে বেশি লাভ হবে। বড় অফার গুলো কেনার ক্ষেত্রে আপনি কমরেটে কথা বলার জন্য টেলিটক সিমটি চয়েস করতে পারেন।

এর পরে আমরা যদি ৩০ দিন মেয়াদে ১০০ মিনিট এর দাম দেখি তাহলে দেখা যাক কোন সিমে সেরা হয়। কারণ কম মিনিট কিনতে গেলে বেশি টাকা খরচ হয়। যার কারণে আমরা কোন সিমের অফার গুলো কিনবো তা বুঝে পাই না। তাই এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাবেন এখান থেকে।

টেলিটক সিমে ৩০ দিন মেয়াদে ১০০ মিনিটের দাম

টেলিটক টেলিপ্লান থেকে আমরা ৩০ দিন মেয়াদে ১০০ মিনিট সিলেক্ট করি এবং দেখা যায় মোট খরচ আসে ৭৫.০৭ টাকা। যা অনেক কমরেটে কথা বলার একটি সেরা অফার বলা যায়।

বাংলালিংক সিমে ৩০ দিন মেয়াদে ১০০ মিনিটের দাম

বাংলালিংক সিমের মাই প্লান থেকে আমরা ৩০ দিন মেয়াদে ১০০ মিনিট সিলেক্ট করে দেখতে পাই মোট খরচ আসে ১১০ টাকা। যা টেলিটক সিমের থেকে অনেক বেশি খরচ হয়। তাহলে আমরা বলতে পারি বাংলালিংক থেকে টেলিটক সিমের মাধ্যমে কমরেটে কথা বলা যায়। Follow

গ্রামীণফোন সিমে ৩০ দিন মেয়াদে ১০০ মিনিটের দাম

গ্রামীণফোন সিমের ফ্লেক্সিপ্লান থেকে ৩০ দিন মেয়াদে ১০০মিনিট অফারটি সিলেক্ট করলে দেখা যায় যে খরচ আসে ১০৫ টাকা। যা বাংলালিংক সিম থেকে কম এবং টেলিটক সিমের থেকে অনেক বেশি। তার মানে এখানেও টেলিটক সিম এগিয়ে কমরেটে কথা বলার জন্য।

এয়ারটেল সিমে ৩০ দিন মেয়াদে ১০০ মিনিটের দাম

এয়ারটেল সিমের মাই প্যাক থেকে ৩০ দিন মেয়াদ এবং ১০০ মিনিট সিলেক্ট করলে মোট খরচ দেখায় ৯৫ টাকা। যা বাংলালিংক এবং গ্রামীণ সিমের থেকে কম কিন্তু টেলিটক সিমের থেকে অনেক বেশি। এখানেও টেলিটক সিম সেরা কমরেটে কথা বলার জন্য।

রবি সিমে ৩০ দিন মেয়াদে ১০০ মিনিটের দাম

রবি সিমের ইজি প্লান থেকে ৩০ দিন মেয়াদে ১০০ মিনিটের দাম আসে ৯৫ টাকা। যা এয়ারটেল সিমের সমান। তাই বলা যায় বাংলালিংক এবং গ্রামীনফোন সিমের থেকে সাশ্রয়ী কিন্তু টেলিটক থেকে অনেক বেশি খরচ। তাই এখানে ও টেলিটক সিম কথা বলার জন্য ভালো।

টেলিটক সিমে ৭ দিন মেয়াদে ১০ মিনিটের দাম

টেলিটক সিমের ৭দিন মেয়াদে ১০ মিনিট অফারটির দাম হলো ৭.২৩ টাকা। যা বর্তমান বাংলাদেশে সবচেয়ে কমদামের একটি অফার। যা অন্য কোন অপারেট দেবে না।

বাংলালিংক সিমে ৭ দিন মেয়াদে ১০ মিনিটের দাম

বাংলালিংক সিমে দেখালাম যে ১০মিনিট কেনার কোন অফার নেই। সর্বনিম্ন হলো ২০ মিনিট এর অফার। যা ৭ দিন মেয়াদে কিনতে গেলে আপনাকে সাথে ৩জিনি এমবি কেনা বাধ্যতা মুলক। যা একটি খারাপ বিষয়। কারণ আপনার এখন এমবি লাগবে না তবুও আপনি যদি ২০ মিনিট কিনতে চান তাহলে এমবি কেনা লাগবে। এছাড়া মুল্য ও অনেক বেশি ছবিতেই দেখতে পাচ্ছেন। ২০ মিনিট + ২জিবি মেয়াদ সাত দিন মোট মূল্য ১৩০ টাকা।

গ্রামীণফোন সিমে ৭ দিন মেয়াদে ১০ মিনিটের দাম

গ্রামীণফোন সিমের ৭ দিনে মেয়াদে ১০ মিনিট কেনার কোন অফার নেই। ৭ দিন মেয়াদের জন্য সর্বনিম্ন অফার হলো ২৫ মিনিট যার মূল্য ২৯ টাকা।

এবং ১০ মিনিটের অফারটি নিতে হলে মেয়াদ হবে ৩ দিন। যার মূল্য হলো ১৮ টাকা। তাই আমরা বলতে পারি টেলিকট সিমই হলো কমটেরে কথা বলার জন্য সবচেয়ে ভালো সিম।

এয়ারটেল সিমে ৭ দিন মেয়াদে ১০ মিনিটের দাম

এয়ারটেল সিমের ও ৭ দিনে ১০ মিনিট এর কোন অফার নেই। ৭ দিনে সর্বনিম্ন অফার হলো ২০ মিনিট যার মূল্য হলো ২০ টাকা। এখানে এয়ারটেল সিম বাংলালিংক এবং গ্রামীণফোন সিমের থেকে এগিয়ে আছে। কিন্তু টেলিটক এর থেকে পিছনে রয়েছে।

রবি সিমে ৭ দিন মেয়াদে ১০ মিনিটের দাম

রবি সিমের ও ৭ দিনে ১০মিনিট এর কোন অফার নেই। তাদের সর্বনিম্ন অফার হলো ৭দিনে ২৫ মিনিট মুল্য ৩৫ টাকা। যা বাংলালিংক থেকে ভালো অফার দেয় কিন্তু গ্রামীণসিম, এয়ারটেল এবং টেলিটক থেকে পিছনে রয়েছে।

বাংলালিংক সিমে কমরেটে কথা বলার পারফরমেন্স

বাংলালিংক 59%
PrefixPostfix

গ্রামীণফোন সিমে কমরেটে কথা বলার পারফরমেন্স

গ্রামীণফোন 76%
PrefixPostfix

এয়ারটেল সিমে কমরেটে কথা বলার পারফরমেন্স

এয়ারটেল 80%
PrefixPostfix

রবি সিমে কমরেটে কথা বলার পারফরমেন্স

রবি 73%
PrefixPostfix

টেলিটক সিমে কমরেটে কথা বলার পারফরমেন্স

টেলিটক 100%
PrefixPostfix

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *