যে ১২টি বই পড়লে জীবন বদলে যাবে

Share This Post
যে ১২টি বই পড়লে জীবন বদলে যাবে

যে বই গুলো পড়লে আপনার জীবন বদলে যাবে

বই মানুষের সবচেয়ে বড় বন্ধু। বই পড়ে যেত বেশি জ্ঞান অর্জন করা যায় তা অন্য কোন উপায়ে অর্জন করা যায় না। যে ১২টি বই পড়লে জীবন বদলে যাবে তাই আজকে আমরা জীবনে সফলতা অর্জনের জন্য যে ১২টি বই অবশ্যই পড়া উচিত তা জানিয়েছি। আশা করি আপনি যদি এই বই গুলো একবার হলেও পড়েন তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

জীবনে সফলতা অর্জনের জন্য যে ১২টি বই পড়া উচিত

বই হলো এমন একটি বিষয় যা একজন লেখক তার পুরো জীবনের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করে থাকে। আপনি যদি একটি বই পড়েন তাহলে সেই ব্যক্তির এবং অন্যন্য ব্যক্তি জীবনে কিভাবে সফলতা পেয়েছেন তার সব জ্ঞান অর্জন করতে পারবেন। তাই আপনার জীবন দলানোর জন্য সেরা ১২টি বইয়ের নাম এখানে লিখেছি।

১। থিংক এন্ড গ্রো রিচ (Think and Grow Rich)

একজন মানুষ জীবনে সফলতা অর্জনের জন্য সবচেয়ে প্রথম কাজ হলো চিন্তা করা। জীবনে সফল হতে হলে আগে বড় চিন্তা করতে হবে। মানুষ যা চিন্তা ভাবনা করে একদিন সে তাই হয়। তাই আপনি জিবনে যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই এই বইটি একবার পড়বেন। থিংক এন্ড গ্রো রিচ বইটি লিখেছেন নেপলিয়ান হিল। বইটি প্রকাশ করেছিলেন ১৯৩৭ সালে।

থিংক এন্ড গ্রো রিচ বইটি পড়লে আপনি কিভাবে চিন্তা করতে হবে সেই সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। তাই সফলতার জন্য আপনি যদি বই পড়তে চান তাহলে থিংক এন্ড গ্রো রিচ বইটি দিয়ে শুরু করুন আপনার সফলতার যাত্রা।

২। দ্যা মিরাক্কেল মর্নিং (The Miracle Morning)

দ্যা মিরাক্কেল মর্নিং বইটি ও সফলতার জন্য একটি খুবই গুরুত্বপূর্ন বই। এই বইটি পড়লে আপনি এমন ছয়টি বিষয় জানতে পারবেন যা মেনে চললে আপনি অবশ্যই সফলতা পাবেন। দ্যা মিরাক্কেল মর্নিং বইটি লিখেছেন হেল এলরোড। বইটি অ্যামাজনে একটি বেস্ট সেলিং বই। এই বইটির ২০ লাখ কপি বিক্রি হয়েছে।

৩। দ্যা রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন (The Richest Man in Babylon)

এই বইয়ে আর্থক বিভিন্ন বিষয় কথা বলা হয়েছে। যা পড়ে টনি রবিনস ও মুগ্ধ হয়েছে। তিনি ও এই বইটি পড়ার জন্য বলেছেন। আপনি যদি ধনী হতে চান তাহলে দ্যা রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি জীবনে অবশ্যই একবার পরবেন।

৪। দ্যা সাইক্লোজি অব মানি ( The Psychology of Money)

পার্সোনাল ফাইন্যান্স এবং ব্যবসায়ীদের জন্য টাকা পয়সা নিয়ে অসাধারণ একটি বই। যা অ্যামাজনে ৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। আপনি যদি একজন আত্ননির্ভরশীল ব্যাক্তি হতে চান বা উদ্যোক্তা হতে চান তাহলে আপনার টাকা পয়সা বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন।

তাই অনেক অভিজ্ঞ ব্যক্তিগণ ও এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছে। আপনার বয়স ২৫ বছর হওয়ার আগেই এই বইটি একবার পরে নেবেন। আর বর্তমানে আপনি যদি আরো সহজে এই বইয়ের জ্ঞান গ্রহণ করতে চান তাহলে ইউটিউবে অডিও বুক আছে সেখান থেকে ধারণা নিতে পারেন।

আরো পড়ুন: ২০২৪ সালে সফল ইউটিউবার হওয়ার উপায়

৫। ক্যাশ মেশিন

ক্যাশ মেশিন এমন একটি বই যা পড়লে আপনি ব্যবসা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। ক্যাশ মেশিন বইটি লিখেছেন কোচ কাঞ্চন। তিনি তার জিবনে ব্যবসা করতে গিয়ে ৬ কোটি টাকা লস করেছেন এবং কিভাবে তিনি সফলতা অর্জন করেছেন। তার সবই রিভিল করেছেন।

আপনি এই বইটি পড়লে ব্যবসায় যে যে কারণে লোকসান হতে পারে এবং কিভাবে তার থেকে লাভবান হওয়া যায় তার সবই জানতে পারবেন।

৬। দ্যা ফোর রুলস এগ্রিমেন্টস (The Four Agreements)

ডন মিগেল রুইজের এই বইটি পড়লে আপনার চিন্তাধারা এবং আচারণে বিশাল এক পরিবর্তন আসবে। এই বইটি ১ দশক ধরে বেস্টসেলার এই তালিকায় ছিল। বইটি ৫৩টি ভাষায় অনুবাদ করা হয়েছে।

সুখী জীবন যাপন করতে চাইলে আপনি এই বইতে চারটি নিয়মের কথা বলা হয়েছে। যা আপনি মেনে চললে জীবনে সুখী হতে পারবেন। তাই আপনি সুখি জীবনের জন্য এই বইটি একবার পড়বেন।

৭। হাউ টু উইন ফ্রেন্ডস এবং ইনফ্লুয়েন্স পিপল (How to Win Friends and influence people)

জীবনে সফলতা অর্জনের জন্য How to Win Friends and influence people বইটি আপনার একবার পড়া উচিত। কারণ এই বইটিতে মানুষকে খুশি করার জন্য বা মানুষকে আকৃষ্ট করার জন্য ছয়টি নিয়ম বলা হয়েছে। যা আপনি মেনে চললে যে কোন মানুষকে ইমপ্রেস করতে পারবেন।

এই বইটি দির্ঘদিন ধরে অল-টাইম বেস্ট সেলার তালিকায় রয়েছে। একজন মানুষ যদি এই বইয়ের সকল বিষয় গুলো পড়ে নিজের মধ্যে ধারন করতে পারে তাহলে তার উন্নতি কেউ আটকাতে পারবেন না। আমার জানা মতে জীবন পরিবর্তন কারী এই ১০টি বই আপনি যদি পড়েন তাহলে অনেক উপকৃত হবেন।

৮। দ্য লিন র্স্ট্যাটাপ (The Lean Startup)

দ্য লিন র্স্ট্যাটাপ (The Lean Startup) উদ্যোক্তাদের জন্য সেরা ১০টি বইয়ের মধ্যে একটি বই। আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে দ্য লিন স্ট্যার্টাপ বইটি হতে পারে একটি কার্যকরী বই। তাই আপনি একজন উদ্যোক্তা কিংবা বিজনেস শুরু করতে চাইলে এই বইটি জীবনে একবার হলেও পড়বেন। Eric Ries এর লেখা এই বইটি পড়ে অনেক ব্যবসায়ী তাদের জীবনে উন্নতি সাধন করেছেন।

৯। জিরো টু ওয়ান (Zero to One)

জীবনে একবার হলেও যে ১০টি বই পড়া উচিত তার মধ্যে জিরো টু ওয়ান বইটি খুবই গুরুত্বপূর্ণ বই। ইউনিক আইডিয়া খুজে কিভাবে একটি বড় ব্যবসা করা যায় তার সব ধারণা দেওয়া রয়েছে এই বইতে। উদ্যোক্তা জীবনে আপনি এই বইটি একবার হলেও পড়বেন।

Peter Thiel এর লেখা জিরো টু ওয়ান বইটি সকল ব্যবসায়ীদের জন্য রিকমেন্ড করার মতো একটি বই।

১০। দ্য সেভেন হ্যাভিট অপ হাইল ইফেক্টিভ পিপল (The 7 Habits of Highly Effective People)

নিজের ব্যক্তিগত জিবন পরির্বতন করার জন্য Stephen R. Covey এর লেখা দ্য সেভেন হ্যাভিট অব হাইলি ইফেক্টিভ পিপল বইটি সুন্দর একটি বই। আমি নিজে এই বইটি পড়ে এতো বেশি উপকৃত হয়েছি যা বলে বোঝাতে পারবো না। অনেক ইনফমেরিভ একটি বই। আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে এই বইটি অবশ্যই একবার পড়বেন।

১১। ‍স্ট্যার্ট উইথ হোয়াই (Start with Why)

আপনি ধনী হওয়ার জন্য বই পড়তে চাইলে এই বইটি পড়তে পারেন। একজন ব্যবসায়ী ব্যবসা করতে গেলে যে সকল বিষয় ফেস করতে হয় তা সকল সমাধান রয়েছে এই বইতে। উদ্যোক্তা জীবনে আপনার এই বইটি একবার হলেও পড়া উচিত।

স্ট্যার্ট উইথ হোয়াই বইয়ের লেখক Simon Sinek এর লেখা একটি শ্রেষ্ঠ বই।

১২। বিজনেস ব্লু প্রিন্ট (Business blueprint)

বাংলাদেশি লেখক কোচ কাঞ্চন এর লেখা বিজনেস ব্লু প্রিন্ট বইটি একটি অসাধারণ বই। যে বইটি পড়লে আপনি এমন অনেক বিষয়ে জানতে পারবেন যে শিক্ষা গুলো আপনি আপনার জীবনে যদি প্রয়োগ করতে পারেন । তাহলে একটি সফল বিজনেস ম্যান হতে পারবেন। তাই আপনি যদি ধনী হতে চান তাহলে এই বইটি একবার হলেও পড়বেন। Follow

নিজের জীবন পরিবর্তন করার জন্য সেরা বই কোনটি?

আমার মতে একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য সেরা একটি বই হলো হেল এলরোড লেখা “দ্যা মিরাক্কেল মর্নিং ”(The Miracle Morning)

ধনী হওয়ার জন্য সেরা একটি বইয়ের নাম কি?

ধনী হতে চাইলে যে বইটি আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী হতে পারে তার নাম হলো “দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন (The Richest Man in Babylon)”।

জীবনে সুখী হতে চাইলে কোন বইটি পড়া উচিত?

আপনি যে বইটি পড়লে জীবনে একজন সুখী ব্যক্তি হতে পারবেন তার নাম হলো “দ্যা ফোর রুলস এগ্রিমেন্টস (The Four Agreements)”

উদ্যোক্তা জীবনে যে বইটি প্রথমেই পড়া উচিত?

একজন মানুষের উদ্যোক্তা জীবনে যে বইটি পড়া উচিত হলো “স্ট্যার্ট উইথ হোয়াই (Start with Why)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *