
বাংলাদেশের বাজারে অবশেষে চলে আসলো CFMOTO 125NK 2025। এই বাইকটি দেখে আপনার মনে হবে না এটি 125 সিসির একটি বাইক। বাইকটির স্টাইল দেখে আপনার মনে হবে এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির হায়ার সিসির বাইক।
বাইকটির বিল্ড কোয়ালিটি এবং গ্রাফিক্স ডিজাইন এত সুন্দর ভাবে করা হয়েছে দেখেই মনে হবে এটি ৫ লাখ টাকার একটি বাইক। আপনি যদি একজন বাইক প্রেমী হয়ে থাকেন তাহলে বাইকটি আপনার অবশ্যই পছন্দ হবে। CFMOTO 125NK 2025 লঞ্চ ডেট, দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন বিস্তারিত ভাবে দেওয়া হল।
CFMOTO 125NK 2025 এডভ্যান্স ফিচার
এই বাইকটির একটি অ্যাডভান্স ফিচার যদি বলি আপনাকে সেটা হলো বাইকটিতে পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস (ABS) সিস্টেম। সচারচর ১২৫ সিসির একটি বাইকের ডুয়েল চ্যানেল এবিএস থাকে না। যা এই বাইকটিতে রয়েছে। আমরা যারা পাওয়ারফুল সেগমেন্টের ১২৫ সিসির বাইক পছন্দ করে থাকি তাদের জন্য এই বাইকটি হবে বেস্ট অফ বেস্ট।
এই বাইকটি লঞ্চ করার পর বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। এই বাইকটি কেনার আগে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন বাইকটির ফুল স্পেসিফিকেশন বাইকের দাম এবং কি কি নতুন যোগ করেছে সেই সম্পর্কে।
আরো পড়ুন: পাগল করা ফিচার নিয়ে আসলো হোন্ডা – HONDA NC750X DCT Review
CFMOTO 125NK 2025 ডিজাইন এবং বিল কোয়ালিটি
বাইকটিতে মাসকুলার বডির সাথে আরো ডায়নামিক শেপের ফুল ফ্রেন্ড ন্যাকেড স্পোর্টিং ডিজাইন করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ১২৫ সিসির যে বাইকগুলো লঞ্চ করা হয়েছে তারমধ্যে CFMOTO 125NK ডিজাইনটি সবচেয়ে বেশি প্রিমিয়াম করা হয়েছে।
CFMOTO 125NK 2025 পারফরম্যান্স এবং টেকনোলজি
এই বাইকটিতে আপনি 124.2 cc DOHC সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন পেয়ে যাবেন। ইঞ্জিনটির সর্বোচ্চ পাওয়ার 14.4 hp at 10,500 rpm। তাছাড়া টর্ক পাওয়ার পেয়ে যাবেন 10.2 Nm at 8,500 rpm। এই বাইকটির উচ্চতা ৭৮০ এমএম অর্থাৎ আপনি যদি পাঁচ ফুটের একটু বেশি উঁচু হন তাহলে এই বাইকটি ইজিলি ড্রাইভ করতে পারবেন। এই বাইকটির মোট ওজন ১৪২ কেজি।
CFMOTO 125NK 2025 সেসিস অ্যান্ড সাসপেনশন
এই বাইকটিতে উচু নিচুর জন্য সামনের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে, tubular steel frame and a aluminium swingarm. যা অত্যন্ত শক্ত কিন্তু হালকা। এবং পিছনের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে monoshock with adjustable preload। বাইকটি আপনি শহরের রাস্তা দিয়ে ইজিলি ড্রাইভ করতে পারবেন।
CFMOTO 125NK 2025 ব্রেকিং সিস্টেম
বাইকটির সামনে 292 mm single disc brake এবং double-piston caliper ব্যবহার করা হয়েছে। এবং পিছনের চাকায় 220 mm disc brake ব্যবহার করা হয়েছে এবং single-piston caliper। তাছাড়া বাইকটিতে রয়েছে এবিএস সিস্টেম এবং ট্রাকশন কন্ট্রোল। যা আপনাকে ড্রাইভিং করতে আরো বেশি আরামদায়ক করে তুলবে। আপনি নির্ভয়ে ড্রাইভ করতে পারবেন।
CFMOTO 125NK 2025 কোথায় ড্রাইভিং করার জন্য ভাল হবে।
CFMOTO 125NK সকল রাইডারদের জন্যই একটি ফাস্ট চয়েজ হবে। বিশেষ করে যারা শহরের রাস্তায় বেশি চলাচল করেন তাদের জন্য এই বাইকটি হবে প্রথম চয়েজ। লাইট ওয়েট এবং নেকেট বাইক যারা পছন্দ করে থাকেন তাদের এই বাইকটি প্রথম পছন্দের তালিকায় রাখতে হবে। কারণ বাইকটিতে রয়েছে মডার্ন টেকনোলজি, এডভ্যান্স সিকিউরিটি ফিচার এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন। যা প্রতিটি বাইকার আশা করে থাকে।
CFMOTO 125NK 2025 হেডলাইট এবং ইলেক্সনিক্স সিস্টেম
১২৫এনকে-তে সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম রয়েছে, যার মধ্যে রয়েছে হেডলাইট, রিয়ার লাইট এবং ইন্ডিকেটর। এটি শুধু ভালো আলো দেয় না, বরং বাইকটিকে একটি আধুনিক হেডলাইট দেওয়া হয়েছে যা প্রিমিয়াম বাইকে থাকে। ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লেটি স্পষ্ট এবং ব্যবহার-বান্ধব। ডিসপ্লেটিতে সকল খুটিনাটি বিষয় দেখতে পারবেন চালানো সময়।
এর পাশাপাশি, একটি অপশনাল টি-বক্স পেয়ে যাবেন, যা অতিরিক্ত সংযুক্তি ফিচার প্রদান করে, যেমন জিপিএস ট্র্যাকিং এবং ট্রিপ ডেটা বিশ্লেষণ। এসব ফিচার ১২৫এনকে-কে শুধু আধুনিকই নয়, বরং দৈনন্দিন ব্যবহারের জন্যও অত্যন্ত কার্যকর করে তোলে।
CFMOTO 125NK 2025: মূল স্পেসিফিকেশন
- ইঞ্জিন: 124.9 cc, লিকুইড-কুল্ড, 1-cylinder, DOHC
- পাওয়ার: 10.4kW @ 10,500 rpm
- টর্ক: 10.2 Nm @ 8,500 rpm
- ওজন: 142 kg
- ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি: 12,5 L
- টায়ার সাইজ: ফ্রন্ট- 110/70-17, রিয়ার- 140/60-17 টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।
- ব্রেকিং সিস্টেম: ফ্রন্ট- Single disc, 292mm, dual piston, Bosch Std ABS রিয়ার- Single disc, 220mm, single piston,
- সাসপেনশন: ফ্রন্ট- 37mm, UPSD, hydraulically damped, রিয়ার- Monoshock
CFMOTO 125NK 2025 কত তারিখ লঞ্চ হবে?
এই বাইকটি বাংলাদেশে এসেছে কিন্তু বাজারে এখনও ছাড়েনি। আশা করা যায় এপ্রিল মাসের শেষের দিকে বাইকটি লঞ্চ করবে।
CFMOTO 125NK দাম কত?
এই বাইকটির দাম এখনও কোম্পানি জানায়নি। তবে আশা করা যায় বাইকটি ২ লাখ টাকার নিচে হবে।