
ফ্রিল্যান্সিং মানেই লাখ লাখ টাকা আয় যা জেনে থাকে সাধারণ মানুষ। কিন্তু এর আসল ঘটনা কেউ জানেনা। ফ্রিল্যান্সিং এর মূল সত্য যা কেউ বলেনা তার সকল বিষয় নিয়ে আজকের আলোচানা। আপনি যদি এই আর্টিকেলটি পড়েন তাহলে বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং এর বিষয়ে সারা দেশে যা প্রচারণা হয় তার কতটুকু সত্য আর কতটুকু মিত্যা।
বর্তমানে যারা ফ্রিল্যান্সিং এর কোর্স করিয়ে থাকে তারা এই বিষয়ে মানুষকে অনেক ভুল ধারণা দিয়ে থাকে। এছাড়াও সরকার থেকেও ফ্রিল্যান্সিং এর বিষয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা দিয়েছে। যার ফলে অনেক মানুষ জীবনে ফ্রিল্যান্সিং করতে গিয়ে ধরা খেয়েছে। তাহলে আমরা প্রথমে জেনে নিই ফ্রিল্যান্সিং এর ভুল ধারণা সম্পর্কে।
ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষের যত ভুল ধারণা তা হলো:
- ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা, ইচ্ছা মতো কাজের স্বাধীনতা পাওয়া যায়।
- ফ্রিল্যান্সিং শিখলেই মাসে ১লাখ টাকা আয় হবে।
- যে কেউ ইচ্ছা করলেই ফ্রিল্যান্সিং করে সফলতা পাবে।
- প্রথম মাস থেকেই ইনকাম শুরু হবে।
- ফ্রিল্যান্সিং শিখতে পারলে কাজের অভাব নেই।
এমন আরো নানা কথা যা বর্তমানে আমাদের দেশে ও দেশের বাইরেও প্রচারণা হয়ে থাকে। কিন্তু এর কতটুকু আসলেই সত্য তা কেউ না জেনে অনেক টাকা আয় করার আশায় ফ্রিল্যান্সিং শিখে। যার ফলে মানুষ তার জিবনে একটি চরম শিক্ষা পায়।
ফ্রিল্যান্সিং এর মূল সত্য ঘটনা কি তা জেনে নিন।
আপনারা এখনও যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না। অথবা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাহলে আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ সত্য বাস্তব ঘটনা জেনে নেওয়া উচিত। তাহলে নিচে থেকে ফ্রিল্যান্সিং এর মূল সত্য ঘটনা জেনে নিন।
আরো পড়ুন: ভিডিও এডিটিং সফটওয়্যার জেনে নিন আপনার জন্য কোনটি বেস্ট
ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা, ইচ্ছা মতো কাজের স্বাধীনতা পাওয়া যায়।
ফ্রিল্যান্সিং মানে স্বাধীনাত। নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। এই প্রথম কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা। আর এই মিথ্যা কথাটি আমাদের দেশের একাদশ শ্রেণির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বইতেই দেওয়া হয়েছে। তাহলে বুঝুন মানুষের সাথে কত বড় প্রতারণা। আসল সত্য হলো এই কাজ করলে আপনি কোন স্বাধীনতাই পাবেন না।
কারণ: ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমত আপনাকে রাত জাগতে হবে। আর সব সময় বসে থাকতে হবে কখন বায়ার আপনাকে মেসেজ দেয় বা কাজের অফার দেয় সেই আশায়। এই আশা নিয়ে আপনাকে বসে থাকতে হবে সব সময়। কবে কখন কাজ পাবেন তার কোন নিশ্চয়তা নেই। আর আপনাকে যদি কোন বায়ার মেসেজ বা কাজের জন্য নক করেন। তখন সাথে সাথেই আপনাকে রিপ্লে দিতে হবে। না হলে আপনার কাজটি হাতছাড়া হয়ে যাবে।
এরপর আপনি যদি কোন ভাবে কাজটি পেয়ে যান তারপর আপনাকে কাজটি একটি সময় বেধে দিবে যে সময়ের মধ্যেই কাজটি করে দিতে হবে। আর যদি আপনি এই সময়ের মধ্যে কাজ জমা না দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে রিপোর্ট করবে বায়ার। যার ফলে আপনার আইডির বিভিন্ন সমস্যা হয়। এমনকি আইডি বাতিল করে দিতে পারেন মার্কেট প্লেস থেকে।
এই কাজটি করলে আপনি কখনও স্বাধীন ভাবে চলাফেরা করতে পারবেন না। যা কোন জায়াগায় কেউ বলে না। এই সত্য আপনি জানতে পারবেন শুধু মাত্র কোন একজন ফ্রিল্যান্সার। কারণ সে ছাড়া আপনি কোন শিক্ষক বা মেন্টর এর কাছ থেকে সত্য জানতে পারবেন না। আমি নিজে ফ্রিল্যান্সিং করেছি তাই আমি আপনাদের বলছি।
ফ্রিল্যান্সিং শিখলেই মাসে ১লাখ টাকা আয় হবে।
ফ্রিল্যান্সিং শিখলেই মাসে ১লাখ টাকা আয় হবে যা সঠিক নয়। কারণ আপনার এখানে কঠোর পরিশ্রম করে টাকা আয় করতে হবে। ফ্রিল্যান্সিং আসলে কোন কাজ নয়। এটি একটি মার্কেট প্লেসের নাম। যা মানুষ জানেনা। অনেকে ভাবে ফ্রিল্যান্সিং একটি কাজ। মানুষ যেটা করে তা হলো আউটসোর্সিং। যা একজন ব্যক্তি কোন একটি কাজ অনলাইনের মাধ্যমে অন্য ব্যক্তিকে দিয়ে করিয়ে থাকে।
অনেক ব্যক্তি আছে যারা এক মাসে হয়তো ১ লাখ টাকা আয় করেছে। কিন্তু দেখা যায় পরবর্তী ৩ মাসেও ১ লাখ টাকার কাজ করতে পারে নি। তাই আপনি এটা ভেবে নিশ্চিত হবেন না যে ফ্রিল্যান্সিং শিখলেই মাসে লাখ টাকা আয় করা যাবে।
যে কেউ ইচ্ছা করলেই ফ্রিল্যান্সিং করে সফলতা পাবে।
এটাও একটি ভুল তথ্য যে কেউ ইচ্ছা করলেই ফ্রিল্যান্সিং করে সফলতা পাবে। এখানের মুল কথা হলো আপনি যদি ফ্রিল্যান্সিং করে সফলতা পেতে চান তাহলে আপনাকে কম পক্ষে ১ বছর টানা একটি বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং এই বিষয়ে কাজ করতে হবে। কারণ আপনি শুধু কাজটি শিখলেই হবে না। কাজ গুলো করতে করতে আপনার দক্ষতা বাড়বে। তারপর আপনি বাইরের দেশের থেকে কাজ পেতে পারবেন।
আর এই বিষয়টি কেউ বলে না। সবাই মনে করেন ১ মাস কাজ শিখেই কাজ পাওয়া যাবে। আর ফ্রিল্যান্সিং সফলতা পেয়ে যাবেন। এটা সঠিক নয়। ১ বছর ২ বছর ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে। তারপর আস্তে আস্তে যখন আপনি অনলাইনের সকল কাজ সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন তখন সফলতা পেতে পারেন। আর ১ বছর ২ বছর ধরে লেগে থাকা সবার পক্ষে সম্ভব নয়। তাই এই কথাটি ও একটি ভূল তথ্য ধরা যায়। ফ্রিল্যান্সিং এর মূল সত্য
প্রথম মাস থেকেই ইনকাম শুরু হবে।
এটা এত বড় একটি মিথ্যা কথা তা আপনি জানতে পারবেন যদি কখনও ফ্রিল্যান্সিং শিখে থাকেন। কারণ আপনি এক মাসে একটি টুল সম্পর্কে জানতে পারবেন। কিন্তু ক্রিয়েটিভ কাজ করতে পারবেন না। এই কাজের মান ভালো করার জন্য কোন একটি সফটওয়্যার এর উপর কম পক্ষে ৩ মাস একভাবে কাজ করতে থাকতে হবে। তারপর দেখবেন কাজটি আপনি অন্যের মনের মতোন করে করতে পারবেন। আর এটা একটি খুবই গুরুত্ব পূর্ণ কথা। যে কোন কাজ আপনার নিজের মনে ভালো লাগলেই হবে না। সেই কাজটি অন্যের কাছে ভালো লাগতে হবে। তারপর ইনকাম পেতে পারেন।
ফ্রিল্যান্সিং শিখতে পারলে কাজের অভাব নেই।
ফ্রিল্যান্সিং শিখলে কাজের কোন অভাব নেই। এই ধরণাটি একটি ভুল। কারণ আপনার মতো কোটি কোটি মানুষ বর্তমানে সকল মার্কেট প্লেসে কাজ করার জন্য বসে আছে। আপনি কাজ পেতে হলে মার্কেট প্লেস থেকে। আপনার সুন্দর সুন্দর অফার গুলো মার্কেটপ্লেসে দিয়ে রাখতে হবে। তখন বায়ার যদি আপনার কাজ পছন্দ করে আপনার সাথে তার কথা বলে যদি ভালো মনে হয় তখন কোন ব্যক্তি আপনাকে একটি কাজ দিবে। তাই আপনি যদি এই আশা নিয়ে থাকেন যে ফ্রিল্যান্সিং শিখলেই কাজের অভাব নেই। তা সঠিক নয়। ফ্রিল্যান্সিং এর মূল সত্য
তাহলে কি ফ্রিল্যান্সিং খারাপ?
না, আপনি যদি কোন একটি বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেন তাহলে কাজ পাবেন। এছাড়াও আপনি যদি কোন একটি বিষয়ে দক্ষ হন সেই বিষয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। অথবা ওয়েবসাইট তৈরি করে সেই বিষয়ে পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন।