একটি ওয়েবসাইটের প্রাণ হলো কন্টেন্ট। যেত ভালো করে ওয়েবসাইট সাজান না কেন বেশি ভিজিটর আসবে না যদি নিয়মিত ভালো কন্টেন্ট না দেওয়া হয়। আমি দীর্ঘদিন নিউজ আর্টিকেল ও ব্লগপোস্ট লিখি অনলাইনে। আমার এতটুকু আত্মবিশ্বাস যে আপনার ওয়েবসাইটে যদি সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট লিখতে চান। তাহলে একজন দক্ষ রাইটার প্রয়োজন হবে।
আপনি যতই এআই এর প্রো ভার্সন কিনে কন্টেন্ট লিখেন তা কখনওই গুগলের কাছে একজন মানুষের কন্টেন্টের মতো প্রাধান্য পাবে না। এই কথা বলছি কারণ আমি আমার নিজের ওয়েবসাইটে বিভিন্ন ভাবে কন্টেন্ট দিয়ে দেখেছি। এআই এর মাধ্যমে আপনি যত সুন্দর প্রম্পট দিয়েই কন্টেন্ট তৈরি করেন তা একজন মানুষের মতো হবে না। কারণ এআই হলো একটি অটোমেশিন মেশিন। আপনি কোন তথ্য জানতে চাইলে সে অতি দ্রুততার সাথে বিভিন্ন ওয়েবসাইটের থেকে খুজে এনে তা পুনরায় সাজিয়ে দেবে।
আপনি যদি আমার কন্টেন্টের বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে চ্যাট অপশনের মাধ্যমে যোগাযোগ করুন। আমি আপনার সাথে কথা বলার জন্য সর্বদা প্রস্তুত আছি।





