ক্যানভা হলো অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুল। যা দিয়ে একজন বিগেনার ইউজারও প্রফেশনাল ডিজাইন করতে পারে অতি সহজেই। ক্যানভা প্রো এর যে সকল ফিচার রয়েছে যেমন প্রিমিয়াম ফন্ট, গ্রাফিক্স, সেপ, ব্যানার, জিপ ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়াও কোন ডিজাইন করতে গেলে ফটো আপস্কেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ, করতে পারবেন। যার মাধ্যমে প্রফেশনাল ডিজাইন করা যাবে।
ক্যানভা প্রিমিয়ামে পাবেন (Canva Premium)
আপনি ক্যানভা প্রিমিয়ামের মাধ্যমে যে কাজ সুবিধা গুলো পাবেন তা নিচে দেওয়া হলো:
১. সব Premium Templates আনলিমিটেড ব্যবহার
অফিসের জন্য অথবা যে কোন কাজের জন্য পাবেন প্রিমিয়াম প্রেজেন্টেশন টেমপ্লেট, সকল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য সাইজ অনুযায়ী পোস্ট টেমপ্লেট। এছাড়াও আপনি পেয়ে যাবেন ব্যানার, লোগো, রিজিউম (সিভি) সব ধরনের প্রো টেমপ্লেট।
২. ১০ কোটিরও বেশি (100M+) Premium Photos, Videos, Graphics
শাটারস্টোকের মতো হাইকোয়ালিটি ইমেজ, প্রিমিয়াম আইকন, ইলাস্ট্রেশন, এইচডি ভিডিও এবং এলিমেন্ট পাবেন যদি আপনি ক্যানভা প্রিমিয়াম নেন।
৩. ব্যাকগ্রাউন্ড রিমুভার ১ ক্লিকে (Background Remover (1-click))
ছবি এডিটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিজাইন করতে হয়। এই সুবিধাটি পাবেন ক্যানভা প্রিমিয়ামে।
৪. এআই টুল [Magic Studio (AI Tools)]
প্রো ভার্সন না কিনলে আপনি ক্যানভা এআই অপশন দিয়ে কাজ করতে পারবে না। আর এই টুলটি ডিজাইন করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টুলটি দিয়ে আপনি Magic Write (AI writing), Magic Edit, Magic Expand, AI Photo Generator, AI Video Tools, Magic Switch (Design → Video → Doc → Presentation এক ক্লিকে রূপান্তর) এই সুবিধা পাবেন।
৫. ব্রান্ড কিট (Brand Identity System)
আপনার নিজের ব্রান্ডের কালার, ফন্ট সেভ করে রাখতে পারবেন। যার ফলে সকল ডিজাইনে আপনার ব্রান্ড বজায় থাকবে। এটা প্রফেশনালিজম প্রকাশ করে।
৬. ডিজাইন সেভ রাখার জন্য আনলিমিটেড জায়গা (Unlimited Cloud Storage)
আপনি যে ডিজাইন গুলো করবেন তা সেভ রাখার জন্য অনেক জায়গা প্রয়োজন। যে সুবিধাটি আপনি প্রিমিয়াম সার্ভিসটির মাধ্যমে পেয়ে যাবেন।
৭. সময়মত পোস্ট করার সুবিধা (Social Media Scheduler)
নিয়মিত পোস্ট করলে সোশ্যাল মিডিয়ায় তাহলে বেশি ভিউ ও লাইক কমেন্ট পাওয়া যায়। যার কারণে Social Media Scheduler প্রয়োজন হয়।
এছাড়াও আপনি যে সুবিধা গুলো পাবেন তা হলো:
- Premium Fonts + Upload Your Own Fonts
- Transparent Background Download
- Resize Design (Magic Resize)
- Team Collaboration Features





