IQOO Neo 11 সম্পূর্ণ রিভিউ করবো আজকে। আপনারা জানতে পারবেন এই ফোনটি কেমন হবে? কাদের জন্য ব্যবহার করা উচিত হবে তার বিস্তারিত বলার চেষ্টা করবো। তাহলে নিচে থেকে দেখে নিন:
IQOO Neo 11 লঞ্চ হয়েছে অক্টোবর ২০২৫ সে। এটা একটি চায়নিস ফোন। এই মোবাইলটি বাংলাদেশে বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। অফিসিয়ালি এখনও আসেনি। তাই বর্তমানে দাম একটু বেশি। রয়েছে। আশা করা যায় এই দাম কিছু দিন পরে আরো কমে আসবে। দাম বাদ দিয়ে চলুন প্রথমে মোবাইলটির বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে কথা বলি।

IQOO Neo 11 ফোনটি ৪টি কালারে নিয়ে এসেছেন। আমরা সাদা রংয়ের মোবাইলটি দিয়ে রিভিউ করেছি।
এটিতে ব্যবহার করা হয়েছে OriginOS 6 (based on Android 16) চিপসেট হিসেবে ব্যবহার করেছেন Snapdragon 8 Elite. স্নাপড্রাগন চিপসেট অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে। আইকিউ নিয়ো ১১ এ ৮ এলিট এর চিপসেট দিয়েছেন। তাই এটি গেমিং পারফরমেন্স অনেক ভালো দিয়েছে। আমরা নিজেরা পাবজি, ফ্রি-ফায়ার খেলে দেখেছি, অনেক ভালো খেলা যায়। তাই আপনি এই বাজেটের মধ্যে গেমিং মোবাইল হিসেবে এটি নির্বাচন করতে পারেন।

এটিতে র্যাম ব্যবহার করেছে 12 GB / 16 GB (LPDDR5X Ultra Quad Channel) এবং রোম দিয়েছেন 256 GB / 512 GB / 1 TB (UFS 4.1). আপনি যে কোন একটি ভ্যারিয়ান্টের মোবাইলটি চয়েস করতে পারেন। ব্যাটারী হিসেবে ব্যবহার করেছেন Lithium-ion এবং এমএএইচ দিয়েছে 7500 mAh (3.75 V / 28.13 Wh). চার্জার হিসেবে দিয়েছেন ১০০ ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর আগের নিও ১০ এবং নিও ৯ এর কিন্তু এর থেকে একটু বেশি ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছিলো।
আরো পড়ুন: Okaya Faast F4 ইলেকট্রিক স্কুটার: ১ চার্জে ২০০ কিমি রাইডের রহস্য জানুন
ডিসপ্লেতে ব্যবহার করেছেন AMOLED (Capacitive Multi-touch)। যা অনেক ভালো মানের ভিডিও ও ছবি দেখায়। কোন নেগেটিভ দেখায় না কোন দিক থেকে। P3 Wide Color Gamut যার ফলে কালার একদম অরিজিনাল দেখায়। 6.82 inches (17.32 cm) আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ধরে অনেক সুন্দর একটা অনুভুতি লাগে। এই সাইজের মোবাইল গুলো সবাই বেশি পছন্দ করে থাকে। কারণ বেশি ছোটও না আবার বড়ও না।

ক্যামেরার কথা যদি বলি তাহলে এর পিছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে Dual: 50 MP (Sony LYT700V OIS Main) + 8 MP Ultra-Wide এবং সামনের ক্যামেরাতে দিয়েছেন 16 MP (f/2.45). এটি যেহেতু একটি গেমিং পারফরমেন্স ফোন তাই মনে হয়েছিলো ক্যামেরা তেমন ভালো হবে না। কিন্ত না তারা ক্যামেরা ও দিয়েছে অনেক ভালো কোয়ালিটির। ছবি তুললে দেখায় অনেক একেবারে ঝাক্কাস মানের।
ক্যামেরাতে দিয়েছে 20× digital zoom ও অটোফোকাস। ভিডিও হয় ৮কে রেজুলেশনের।
নিচে কিছু ছবি দেওয়া হলো:


IQOO Neo 11 তার আগের নিও ১০ ও নিও ৯ ফোন গুলোতে নেটওয়ার্ক এর দিক থেকে পিছিয়ে ছিলো। আশা করা যায় এই মডেলটিতে তারা সেই কাজটি অনেক উন্নতি করেছেন। এই দুর্বলতা যদি কাটিয়ে তুলতে পারে নিও ১১ তাহলে দেশের একটি জাতীয় ফোন হওয়ার সম্ভাবনা থাকবে এটা বলা যায়।
Wi-Fi 7, ব্লুটুথ Version 5.4 কানেক্ট রেখেছেন। যার ফলে নেটের স্পিড সর্বোচ্চ পাওয়া যাবে।













