৩১+ ছেলেদের দাড়িয়ে ছবি তোলার স্টাইল | ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

Share This Post

ছেলেদের দাড়িয়ে ছবি তোলার স্টাইল। আজকের ডিজিটাল যুগে ছবি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বর্তমান যুগে ছবি শুধু স্মৃতি সংরক্ষণের মাধ্যম নয়, বরং এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী উপায়। এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একটি ভালো ছবি আপনার ব্যক্তিত্ব রুচি ও স্টাইলের প্রতিফলন ঘটাতে পারে।

দাড়িয়ে ছবি তোলার স্টাইল
৩১+ ছেলেদের দাড়িয়ে ছবি তোলার স্টাইল | ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

শুধু ভালো একটি জায়গায়, নতুন নতুন পোশাক, পড়লেই একটি সুন্দর ছবি তোলা যায় না। সুন্দর আকর্ষণীয় ছবি তোলার জন্য দেহের একটি সুন্দর ভাব ভঙ্গিমা থাকতে হয়। যা সবাই জানে না, বা করতে পারে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের ৩১টির বেশি ছবি তোলার স্টাইল ছেলেদের পিক নিচে দিচ্ছি। যেগুলো দেখে দেখে আপনি সুন্দর একটি ছবি তুলতে পারবেন।

তাই আপনার ছবিতে আকর্ষণীয় ভাব আনতে ছেলেদের জন্য কিছু সহজ কিন্তু কার্যকরী ছবি স্টাইল পোজ নিয়ে আলোচনা করা হলো। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

আরো পড়ুন: 50+ নতুন দাড়ির স্টাইল পিকচার ২০২৫

প্রাকৃতিকভাবে একটি স্টাইলিশ ছবি কিভাবে তোলা যায়?

ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাভাবিকতা। জোর করে ঠান্ডা বা শান্ত হওয়ার চেয়ে একটি স্বাভাবিক হাসি বা চিন্তাময় চেহারা একটি ছবিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

১। ছেলেদের ছবি তোলার স্টাইল

ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

তারপরে বড় কোন কমপ্লেক্সের সামনে আটার ভঙ্গিমায় এক পা সামনে একটা পিছনে রেখে ব্লাক চশমা নিয়ে যদি ছবি তোলা হয় তাহলে ছবির পোস্টটা হয় মারাত্মক লেভেলের। এই ধরনের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় চিত্র নায়ক নায়িকারা করছেন। তাই আপনিও যদি কোন বড় কমপ্লেক্স বা শ সামনে যান, সেখানে গিয়ে এমন একটি পোস্ট দিতে পারেন।

২। ছেলেদের ছবি তোলার স্টাইল এর মধ্যে জনপ্রিয় একটি স্টাইল

এরপরে আরেকটি জনপ্রিয় স্টাইল হল গাছের সামনে গিয়ে ক্যামেরাের দিকে না তাকিয়ে ক্যামেরার পাশ দিয়ে অন্য দিকে তাকানো এবং পিছনে খোলা মাঠ দেখা যাচ্ছে এমন একটি জায়গায় এই ছবিগুলো অনেক সুন্দর দেখায়। আর যদি উপর থেকে সূর্যের আলো তুলে লাগছে এবং আপনি ক্যামেরার পাশ দিয়ে অন্যদিকে তাকিয়েছেন এমন একটি স্টাইলের ছবি তুলতে পারলে আপনাকে অনেক সুন্দর দেখাবে। আপনি উপরের এই ছবিটি দেখে এভাবে এস্টাইল দিয়ে ছবিটি তুলতে পারেন।

৩। দাড়িয়ে ছবি তোলার স্টাইল

আরেকটি জনপ্রিয় এসথাইল হল দেয়ালের সাথে ঠেলে দাঁড়িয়ে এক হাত মাথায় দিয়ে আরেক হাত প্যান্টের পকেটে রাখা। এই ধরনের ছবি তোলার স্টাইল ছেলেদের পিক ফেসবুকে প্রায়ই দেখা যায় যেগুলোতে লাইক কমেন্ট ও বেশি পরে। তাই আপনি এই এ স্টাইলটির মতো করে একটি ছবি তুলতে পারেন।

৪। দাড়িয়ে ছবি তোলার স্টাইল

কোন একটি ঘরে বসে বা দাঁড়িয়ে জানালার ফাকা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অথবা হাঁটতে হাঁটতে হালকা হাসছেন এই ধরনের ক্যাজুয়াল বা ন্যাচারাল পোস্ট ছেলেদের অনেক জনপ্রিয়। এমনই একটি ছবি উপরে দেওয়া আছে আপনি এই ছবিটি দেখে সুন্দর একটি ছবি তুলতে পারেন। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

৫। ছবি তোলার স্টাইল ছেলেদের পিক

এরপরে আরেকটি স্টাইলের ছবি সেটি হল আপনি কোন একটি উচু জায়গায় দাঁড়িয়ে দূরের কোন জিনিস দেখছেন। তখন নিচের থেকে মুখের দিকে ফোকাস করে একটি ছবি তুললে অনেক সুন্দর লোক আসে। তাই আপনি এমন করেও একটি ছবি তুলতে পারেন।

৬। ছবি তোলার স্টাইল ২০২৫

এরপরে আপনি যদি সবুজের মাঝে কি একটি ছবি তুলতে চান তাহলে যে পোস্ট দিয়ে ছবি তুললে আপনাকে স্মার্ট লাগবে।আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন ৪৫° এংগেল করে এবং আপনার হাত দুটো পকেটে রাখা এরকম করে আপনার যদি একটি ছবি তোলা হয় সেই ছবিতে অনেক সুন্দর দেখায়। আপনি উপরের ছবিটি দেখে দেখেও পোজ দিতে পারেন।

৭। দাড়িয়ে ছবি তোলার স্টাইল ছেলেদের

ছবি তোলার আগে আর যে আরেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হল চুলের ভালো কাটিং এবং দাড়ির স্টাইল করতে হয়। যার কারনে আপনার লুকে আরো বেশি মায়া আসে। এই ধরনের লোক নিয়ে আপনি যে স্টাইলের ছবি তুলবেন। আপনার ডান হাত সামনে রেখে ঠোঁটের কাছে বুড়া আঙ্গুল নিবেন এবং সামনের দিকে তাকাবেন।

৮। Dslr দিয়ে ছবি তোলার স্টাইল

৯। ছবি তোলার স্টাইল ছেলেদের ২০২৫

১০। ছবি তোলার স্টাইল স্মার্ট ছেলেদের পিক

এরপরে আরেকটি স্মার্টনেস বাড়ানোর স্টাইল হল। আপনি যে শার্ট বা ব্লেজারটি পড়ে আছেন তার কলারে হাত দিবেন এবং ক্যামেরার দিকে না তাকিয়ে পাশে তাকাবেন। এভাবে যদি ছবি তুলেন ছবিগুলো অনেক সুন্দর আসে। আপনি উপরের এই ছবিটি দেখে এই পোজ দিতে পারেন।

১১। স্মার্ট ছেলেদের ছবি

আপনি চিকন রাস্তা দিয়ে যখন একটি ছবি নিতে যাবেন তখন এই স্টাইলেস একটি ছবি নিবেন। হাত দুটো প্যান্টের পকেটে রেখে সামনের দিকে হেঁটে আসবেন এমন অবস্থায় একটি ছবি তুলবেন।

১২। ছবি তোলার স্টাইল ছেলেদের পিক

আপনি ছবি তোলার সময় যদি একটি ক্যাপ পড়েন এবং মালা গলায় দেন মালাটি এর উপরে বের করে দেবেন। এবং শার্টের বোতাম খোলা রাখবেন। এক হাত পকেটে দিয়ে সামনের দিকে হেঁটে আসার সময় একটি ছবি তুললে অনেক সুন্দর একটি লুক পাওয়া যায়। তাই ছেলেদের এটাও একটি জনপ্রিয় স্টাইল।

১৩। দাড়িয়ে ছবি তোলার স্টাইল

আপনি যদি শার্টের কলারে হাত দিয়ে স্টাইলিশ ছবি তুলতে চান তাহলে উপরের ছবিটি দেখে একটি ছবি তুলবেন। দেখবেন অনেক সুন্দর লাগে ছবি তোলার পরে। আর এই ধরনের ছবি একটু আত্মবিশ্বাসী মনে হয়।

১৪। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

১৫। চিকন ছেলেদের ছবি তোলার স্টাইল

এরপরে আপনি ফুল শার্ট গায়ে দিয়ে এক হাতার কলার ভাজ করছেন। এবং সামনের দিকে তাকিয়ে না হেঁটে পাশে তাকাবেন এবং একটি সানগ্লাস পরে যদি ছবিটা নিতে পারেন, তাহলে উপরের ছবির মত একটি স্মার্ট লোক পাবেন।

১৬। ছেলেদের ছবি তোলার বিভিন্ন স্টাইল

আপনার গলায় যদি একটি মালা থাকে তাহলে আপনি উপরের এই স্টাইলটি দিতে পারেন। মালাটি একহাতে ধরে সামনের নিচের দিকে তাকিয়ে আছেন এমত অবস্থায় একটি ছবি তুললে উপরের ছবিটির মতো লোক আসবে।

১৭। ছবি তোলার স্টাইল ছেলেদের

১৮। ছবি তোলার স্টাইল ছেলেদের

১৯। ছবি তোলার স্টাইল ছেলেদের ২০২৫

২০। ছবি তোলার স্টাইল

আপনি কোন ব্রিজের উপরে অথবা কোন রেলিংয়ের পাশে গেলে এই স্টাইলের ছবি তুলতে পারেন। রেলিং এর সাথে হেলান দিয়ে হাত দুটো সামনে রেখে নেট পাশে কোথাও তাকিয়ে আছেন। এমন একটি ন্যাচারাল নিয়ে একটি পোস্ট দিলে ছেলেদের স্টাইলিশ ছবি অনেক সুন্দর লাগে।

২১। ছেলেদের ছবি তোলার style

উপরের এই ছবিটির মতো এক হাত ঘাড়ে দিয়ে এবং সামনের দিকে তাকিয়ে একটি ছবি নিতে পারেন। ছবি তোলার স্টাইল ছেলেদের পিকগুলো অনেক পপুলার।

২২। ছেলেদের ছবি তোলার পোস্ট

২৩। নতুন ছবি তোলার স্টাইল

এক হাত পকেটে এবং পা দুটো এক পাশ সামনে এবং পিছনের পাশ সামান্য উঁচু করে আরেক হাত দিয়ে সানগ্লাসটি ধরে একটি ছবি তুলতে পারেন। ছবি তোলার স্টাইল ছেলেদের পিক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

২৪। ছবি তোলার গেটাপ

২৫। পুরুষদের ছবি তোলার স্টাইল

২৬। ছবি তোলার জন্য স্টাইল

২৭। ছেলেদের দাঁড়িয়ে ছবি তোলার স্টাইল

২৮। ছবি তোলার নিউ স্টাইল

২৯। ছবি তোলার স্টাইল স্মার্ট ছেলেদের পিক

৩০। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

৩১। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

ছাদে যদি একটি ঘড়ি বাঁধেন তাহলে আরো বেশি সুন্দর দেখায়। এবং আপনার শার্ট টি কাদের উপরে রাখবেন। এভাবে করে যদি একটি ছবি তোলেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটি ছবি পাবেন আপনি।

৩২। দাড়িয়ে ছবি তোলার স্টাইল

ছেলেদের ছবি তোলার স্টাইল এর মধ্যে জনপ্রিয় একটি স্টাইল হল :

কোন একটি ঘরে বসে বা দাঁড়িয়ে জানালার ফাকা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অথবা হাঁটতে হাঁটতে হালকা হাসছেন এই ধরনের ক্যাজুয়াল বা ন্যাচারাল পোস্ট ছেলেদের অনেক জনপ্রিয়। এমনই একটি ছবি উপরে দেওয়া আছে আপনি এই ছবিটি দেখে সুন্দর একটি ছবি তুলতে পারেন। 

ছেলেদের ছবি তোলার আরেকটি জনপ্রিয় স্টাইল এর নাম হল হ্যান্ড ইন পকেট পোজ। 

ক্লাসিক এই পোজটি ছেলেদের সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ছবি তোলার স্টাইলটির মাধ্যমে বোঝা যায় ছবির ব্যক্তিটি অনেক আত্মবিশ্বাসী। আর এই ধরনের ছবিগুলো দেখতেও বেশ এট্রাকটিভ লাগে। তাই আপনি চলার সময় হ্যান্ড ইন পকেট পোজ দিতে পারেন। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক | দাড়িয়ে ছবি তোলার স্টাইল

সাইড প্রোফাইল ও লুক অ্যাওয়ে স্টাইল 

ছেলেদের আরেকটি জনপ্রিয় স্টাইল হল ক্যামেরার দিকে না তাকিয়ে সামনের পাশের দিকে তাকানো। এই পোজগুলো বর্তমানে বেস্ট ট্রেন্ডিঙে আছে। এমনই কিছু সাইড প্রোফাইল ও লুক অওয়ে স্টাইল ছবি উপরে দেওয়া হল। ছেলেদের ছবি তোলার স্টাইল পিক

ভালো ছবি পেতে হলে ভালো স্টাইলের সাথে সাথে ভালো একটি লোকেশনও বেছে নেওয়া উচিত। তাই আপনি যদি ভালো একটি লোকেশন যান তখন উপরের এই পোজে কয়েকটি ছবি তুলতে পারেন। ভালো স্টাইলিশ ছবি তুলতে হলে অন্ধকার গলিপথ সূর্যাস্ত ও খেলা দিয়ে ইউনিক স্টাইলের ছবি তোলা যায়। এই ছবিগুলো তোলার পরে কালার গ্রেডিং বা ভাল করে হাইলাইট ক্লিয়ারিটি ডেনসিডি ইত্যাদির মাধ্যমে সুন্দর করে ছবি এডিটিং করলে আরো বেশি এগ্রেসিভ লাগবে। 

আউটফিট ও কালার কো অর্ডিনেশন স্টাইলের ছবি :

ছবি তোলার স্টাইল ছেলেদের পিক তোলার জন্য জিনিসের দিকে খেয়াল রাখতে হয় বিশেষ করে পোশাক। ছেলেদের ছবি তোলার সময় সাদা শার্ট ও ব্ল্যাক জিন্স, ডেনিম জ্যাকেট অডিও ক্যাজুয়াল ব্লেজার পড়লে ছবিগুলো বেশি সুন্দর দেখায়। তাই আপনি এই সবগুলো পরিধান করে সুন্দর আকর্ষণীয় ছবি তুলতে পারবেন।

এরপর আরেকটি ট্রেনিং ছবি তোলার স্টাইল হল এক হাত প্যান্টের পকেটে রেখে ক্যামেরার সামনে হেটে আসা এমতাবস্থায় একটি ছবি তোলা। দেখতে বেশ আকর্ষণীয় লাগে। ৩১+ ছেলেদের ছবি তোলার স্টাইল পিক | দাড়িয়ে ছবি তোলার স্টাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *