ফটোগ্রাফি করে ইনকাম করার সেরা ১৩টি উপায় – অনলাইনে ছবি বিক্রি করে আয়

Share This Post
ফটোগ্রাফি করে ইনকাম করার

আপনারা যারা ফটোগ্রাফি করতে চাইছেন তাদের অনেকের চিন্তা ফটোগ্রাফি করে ইনকাম করার কি কি উপায় রয়েছে। তাই আমি আপনাদের ফটোগ্রাফি করে ইনকাম করার সেরা ১৩টি উপায় বলবো যার থেকে প্রতিমাসে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা আয় করতে পারবেন। 

ছবি তুলে বা ফটোগ্রাফি করে ইনকাম করার অনেক উপায় রয়েছে তার মধ্য থেকে সেরা ১২টি উপায় নিচে দেওয়া হলো।

১। ট্যুরিস্ট ফটোগ্রাফি করে ইনকাম করার উপায়

আপনি যদি ফটোগ্রাফি করে ইনকাম করতে চান তাহলে এটি হতে পারে সহজ এবং কার্যকরী একটি উপায়। 

যেভাবে আয় করবেন: 

আপনার বাড়ির আশে পাশে যদি কোন ট্যুরিস্ট আসার মতো জায়গা থাকে। তাহলে সেখানে গিয়ে আপনি তাদের ছবি তুলে দিয়ে টাকা ইনকাম করতে পারেন। যদি বাড়ির পাশে কোন পর্যটন প্লেস না থাকে তাহলে এমন একটি জায়গা বেছে নিন যেখানে প্রতিনিয়ত অনেক পর্যটক আসে। সেখানে গিয়ে আপনি মানুষের ছবি তুলে দিয়ে মাসে ৩০হাজার  থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। 

এইভাবে টাকা আয় করতে হলে আপনাকে প্রতিটি পর্যটকের সাথে গিয়ে ভালো করে কথা বলতে হবে। তাদের সাথে মিশতে হবে। তাহলে দেখবেন সহজেই অনেক বেশি ছবি তুলতে পারবেন। 

২। স্টুডিও থেকে টাকা ইনকাম

আপনি যদি ফটোগ্রাফি করে টাকা ইনকাম করতে চান তাহলে নিজেই একটি স্টুডিও দিতে পারেন।

যেভাবে ইনকাম করবেন:

আপনি আপনার জেলায় বা জনবহুল এলাকায় একটি ফটো স্টুডিও দিতে পারেন। তারপর ভালো লাইট, ব্যাকগ্রাউন্ড সেটাপ করে সেখান থেকে প্রতি মাসে ভালো টাকা আয় করতে পারবেন। মানুষ তাদের পরিবারের ছবি, নিজের ছবি, বন্ধু-বান্ধবের সাথে ছবি তোলার জন্য মানুষ স্টুডিওতে আসে। আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন। দেখবেন আপনার সুনাম ছড়িয়ে পরবে এবং বেশি কাস্টমার আসবে। 

৩। প্রকৃতির ছবি

আপনি প্রকৃতির ছবি তুলে ভালো পরিমান টাকা আয় করতে পারবেন। 

যেভাবে ইনকাম করবেন: 

আপনি প্রকৃতির যে সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলোর ছবি তুলে নিজে বিক্রি বা অনলাইনের বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের ছবি সবাই পছন্দ করে। অনলাইনে ছবি বিক্রি করে আয়

৪। স্টক ফটোগ্রাফি করে ইনকার

আপনি স্টক ফটোগ্রাফি করে ইনকাম করতে পারবেন। এটি প্যাসিভ ইনকাম করার ভালো একটি মাধ্যম। 

যেভাবে ইনকাম করবেন: 

আপনি প্রথমে যে কাজটি করবেন তা হলো একটি নিস বেছে নিবেন। কারণ ফটোগ্রাফির মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি সকল ক্যাটাগরিতে সমান ভাবে দক্ষ হতে পারবেন না। তাই একটি নিস নিয়ে কাজ করতে হবে। 

তারপর আপনাকে প্রতিনিয়ত ভালো ভালো ছবি তুলতে হবে। সেগুলো থেকে বাছাই করে হাই কোয়ালিটি সুন্দর ছবি গুলো অনলাইন ছবি বিক্রির ওয়েবসাইটে বিক্রি করতে হবে। 

অনলাইনে স্টক ছবি বিক্রি করার ওয়েবসাইটের তালিকা: 

  1. Shutterstock
  2. Adobe Stock
  3. iStock by Getty Images
  4. Alamy
  5. Dreamstime
  6. EyeEm
  7. Canva Contributor
  8. Depositphotos
  9. Bigstock
  10. 123RF

৫। ফটোগ্রাফি শিখিয়ে ইনকাম করা

আপনি যদি ভালো দক্ষ হতে পারেন এই ফিল্ডে তখন মানুষকে শিখিয়ে টাকা আয় করতে পারবেন। 

যেভাবে ইনকাম করবেন: 

আপনি একটি কোচিং সেন্টার খুলতে পারেন যেখানে স্টুডেন্ট আসবে তাদের শিখিয়ে টাকা আয় করতে পারবেন। অথবা আপনি একটি ভিডিও রেকর্ডকৃত কোর্স তৈরি করতে পারেন। যা অলাইনে বিক্রি করতে পারবেন। এই ভাবেও কিন্তু ফটোগ্রাফি করে ইনকাম করা যায়। 

৬। ইউটিউব থেকে ইনকাম

আপনি ফটোগ্রাফির বিভিন্ন বিষয় ইউটিউবে শেয়ার করে টাকা আয় করতে পারবেন। 

যেভাবে ইনকাম করবেন:

আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। তারপর সেখানে প্রতিনিয়ত ফটোগ্রাফির কিছু টিপস দিতে হবে। আপনি যে ছবি গুলো তুলেছেন যেগুলো কোথা থেকে তুলেছেন তা দর্শকদের জানাতে পারেন। এভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে করতে যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তারপর থেকে টাকা আয় করতে পারবেন। 

আরো পড়ুন: ক্যামেরা কেনার আগে পুরাতন ক্যামেরা কিনব নাকি নতুন ক্যামেরা?

৭। ফটোগ্রাফি করে ব্লগিং থেকে টাকা আয়

আপনি গুগলে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে ফটোগ্রাফির বিভিন্ন টিপস শেয়ার করে টাকা আয় করতে পারবেন। 

যেভাবে ইনকাম করবেন: 

আপনি প্রথমে একটি ডোমেইন এবং হোস্টিং ক্রয় করবেন। তারপর ভালো করে সাজিয়ে সেখানে ফটোগ্রাফির বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন। যার থেকে আপনি গুগল মনিটাইজেন করে টাকা আয় করতে পারবেন। অথবা ফটোগ্রাফি করার জন্য অনেক কিছু কেনা লাগে যার সম্পর্কে জানিয়ে সেখানে অ্যাফিলিয়েট থেকে আয় করতে পারবেন। 

৮। ফেসবুক ও ইন্সটাগ্রাম থকে আয়

আপনি ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকেও আয় করতে পারবেন ফটোগ্রাফি থেকে। 

যেভাবে আয় করবেন: 

আপনাকে প্রতিনিয় ফেসবুক ও ইন্সটাগ্রামে সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে তা আপলোড করতে হবে। আপনি দেখবেন যে ছবি গুলো অনলাইন ওয়েবসাইটে বিক্রি হবে না সেগুলো দিয়ে ভিডিও তৈরি করে তার সাথে একটি মিউজিট দিয়ে দিবেন। যা সবাই আগ্রহ করে দেখবে। আর আপনি ফেসবুক মনিটাইজেশন থেকে টাকা আয় করতে পারবেন। 

৯। ওয়েডিং ফটোগ্রাফি করে ইনকাম

আপনি ওয়েডিং ফটোগ্রাফি করে টাকা আয় করতে পারবেন। 

যেভাবে ইনকাম করবেন: 

আপনি মানুষের বিয়ের ছবি তুলে দিতে পারেন। যেগুলো ‍তুলে ভালো করে একটি ছবির অ্যালবাম তৈরি করে তাদের দিতে পারেন। এতে করে আপনি যে নব দম্পত্তির ছবি তুলে দিলেন তারা তাদের ‍বিয়ের মুহুর্ত মনে রাখতে পারবেন। এবং আপনি ও টাকা আয় করতে পারবেন। আমাদের দেশে অনেক মানুষ এই পেশায় জড়িত আছে। তাই আপনিও শুরু করতে পারেন। 

১০। পণ্যের ফটোগ্রাফি করে ইনকাম

অনলাইনের যুগে প্রতিটি ব্যবসা অনলাইনে করছে মানুষ। তাই আপনি পণ্যের ফটোগ্রাফি করে আয় করতে পারবেন।

যেভাবে ইনকাম করবেন:  

আপনাকে দেখতে হবে যেসকল কোম্পানি অনলাইনে পণ্য বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনি যদি বলেন আপনি ভালো পণ্যের ছবি তুলতে পারেন। তখন তারা আপনাকে দিয়ে ছবি তুলবে। আপনি তাদের একটু এক্সট্রা সার্ভিস দেবেন যে আমি আপনাদের পণ্যের ছবি তুলে তা ভালো করে এডিটিং করে দিব। 

তাহলে দেখবেন তারা আপনাকে অর্ডার দিবে। আপনি যদি এমন দুইটি তিনটি কোম্পানির সাথে যোগাযোগ ফাইনাল করতে পারেন তাহলে দেখবেন আপনি প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা অনায়ায়সে ইনকাম করতে পারছেন। 

১১। ম্যাগাজিন ও পত্রিকা থেকে টাকা ইনকাম

আপনি ম্যাগাজিন ও পত্রিকায় ছবি তুলে দিয়ে মাসে বেশি ভালো অংকের একটি আয় করতে পারবেন। 

যেভাবে ইনকাম করবেন: 

আপনাকে প্রথমে যেসকল ম্যাগাজিন রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। কারণ তারা প্রতিটি ম্যাগাজিনে নতুন নতুন ছবি যোগ করে। পত্রিকা গুলো ও তাদের সংবাদের জন্য অনেক ছবি প্রয়োজন হয়। আপনি তাদের হয়ে এই কাজ গুলো করে দিলে তারা আপানকে একটি ভালো টাকা পে করবেন প্রতি মাসে। 

আপনি একবার কয়েকটি ম্যাগাজিন ও পত্রিকার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারলে দেখবেন কাজের অভাব হবে না। 

১২। মিডিয়ার ফটোগ্রাফি

বর্তমানে আমাদের দেশে অনেক মিডিয়া হয়েছে। অনেক বেশি সেলিব্রিটি হয়েছে তাদের মিডিয়ার কাজ গুলো করে টাকা আয় করতে পারবেন। 

যেভাবে ইনকাম করবেন: 

আপনি প্রথমে মিডিয়ার সাথে যোগাযোগ করবেন। তাদের পোস্টার ডিজাইন, থাম্বনাইল ডিজাইন, বিজ্ঞাপন তৈরি করতে প্রতিনিয়ত ছবি তুলার প্রয়োজন হয়। তাই আপনি তাদের এই কাজ গুলো করে দিয়ে প্রতিমানে ৪০-৫০ হাজার টাকা আয় করতে পারবেন। 

১৩। ফ্রিল্যান্সিং ফটোগ্রাফি করে ইনকাম

আপনি ফ্রিল্যান্সিং প্লাটফর্ম থেকে ছবি তুলে দিয়ে টাকা আয় করতে পারবেন। 

যেভাবে আয় করবেন:

আপনি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে প্রোফাইল তৈরি করবেন। তারপর ভালো মানের একটি গিগ তৈরি করবেন। দেখবেন অনেক বায়ার আপনার সাথে যোগাযোগ করবে তাদের ছবি তুলিয়ে নেওয়ার জন্য। তাদের হয়তো একটি বক পাখির ছবি লাগবে তার তাদের এলাকায় নেই। তখন আপনি যদি তার এই ডিমান্ড পুরণ করে একটি ছবি তুলে দিতে পারেন। তাহলে দেখবেন সে আপনাকে অর্ডার দেবে। এবং মাসে এভাবে আয় করেও অনেক টাকা আয় করতে পারবেন। 

ফটোগ্রাফি করে আয় করতে যা যা শিখা লাগবে। 

আপনি চাইলেই ভালো ছবি তুলতে পারবেন না। তার জন্য আপনাকে অনেক কিছু শিখা লাগবে। ছবি তুলার অনেক কৌশল আছে যে গুলো আপনি যখন ভালো করে আয়ত্ব করতে পারবেন। দক্ষ হবেন দেখবেন তখন মানুষ আপনার ছবি পছন্দ করবে এবং আপনি টাকা আয় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *