গ্রামে বসে বছরে ১ লক্ষ টাকা বাড়তি আয় করতে পারবেন এই ২টি কাজ করলে

Share This Post

বছরে গ্রামে বসে বছরে ১ লক্ষ টাকা বাড়তি আয় করতে পারবেন যে কাজ গুলো করলে তা আজকের আর্টিকেলে তুলে ধরা হলো। আমরা সবাই সংসার চালানোর জন্য কোন না কোন কাজ করে থাকি। আপনি হয়তো চাকুরী করেন, নয়তো ব্যবসা করেন অথবা দিন মজুরী করেন। যে কাজই করে থাকেন তাতে কোন সমস্যা নেই।

আপনি আপনার এই কাজের পাশাপাশি প্রতি বছর বাড়তি ১ লক্ষ টাকা আয় করতে পাড়বেন একটু বাড়তি কষ্ট করলেই। তাহলে চলুন দেখেনি সেই কাজ বা ব্যবসা গুলো। 

গ্রামে বসে বছরে ১ লক্ষ টাকা বাড়তি আয় করার সেরা ২টি ব্যবসা

  1. এড়ে গরু পালন
  2. ধান চাষ

গরু পালন করে সহজেই লাখ টাকা আয় করবেন যেভাবে

বর্তমানে একটি ভুল তথ্য সব জায়গায় ছড়ানো হচ্ছে তা হলো ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সি করে সহজে টাকা আয় করুন। যা সম্পূর্ন মিথ্যা কথা আমার মতে। কারণ আমি নিজেই তার প্রমাণ। এই কাজ গুলো করে টাকা আয় করা যায় কিন্তু সহজে নয়। আপনি যেভাবে সহজেই গ্রামে বসে টাকা আয় করতে পারবেন তা হলো গরু পালন করে। 

এড়ে বা ষাড় গরু পালন করতে যা যা করতে হবে 

গরু পালন করতে হলে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে তা হলো: 

বাসস্থান তৈরি: 

একটি গরু পালন করতে প্রথমে গরুর বাসস্থান তৈরি করতে হবে। গরুর বাসস্থান তৈরি করতে হলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন গোয়ালের ভিতরে যেন সূর্যের আলো এবং বাতাস আসে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। খোলামেলা জায়গায় গোয়াল তৈরি করতে হবে। 

তাছাড়া গোয়াল তৈরি করতে হবে এমন ভাবে যেন গোয়ালে পানি না জমে থাকে। গোয়ালে পানি জমে থাকলে গরুর অসুস্থ হতে পারে। 

গরু ক্রয় 

আপনি যখন গরু পালনের জন্য গরু ক্রয় করবেন তখন কিছু কিছু বিষয় মাথায় রাখাতে হবে। যেসকল বিষয় মাথায় রেখে একটি ভালো গরু ক্রয় করতে হবে তা নিচে দেওয়া হলো: 

  • জাত নির্বাচন:  আপনি একটি ভলো জাতের গরু কিনবেন। যাতে আপনার গরুটি বেশি বড় হয়। কারণ ভালো জাতের গরু ছাড়া যদি গরু ক্রয় করেন তাহলে সেই গরু থেকে বেশি টাকা আয় করতে পারবেন না। ভালো জাতের মধ্যে: শাহিওয়াল ও রেড সিন্ধি। 

খাবার 

গরু পালন করতে হলে আপনাকে গরুর জন্য অবশ্যই কিছু স্টক খাবার রাখতে হবে। যেমন খড় কুটা, রোপন কৃত ঘাস।  আপনি যদি এই ধরনের খাবার ব্যবস্থা করতে পারেন তাহলে গরুর পালন করতে আরো বেশি সহজ হয়ে যাবে। এই স্টক খাবার ছাড়াও আপনি পালন করতে পারবেন তাতে আপনার প্রতিদিন গরুর ঘাস সংগ্রহ করতে হবে। 

পরিচর্যা

গরু পালন করতে আপনাকে নিয়মিত গরুর পরিচর্যা করতে হবে। যেমন গরুকে স্নান করাতে হবে। গোয়াল পরিষ্কার করতে হবে ইত্যাদি। 

আরো পড়ুন: ১ লক্ষ টাকা লোন নিতে চাই কিভাবে এবং কোন জায়গা থেকে পাবো?

এই কাজ গুলো করতে পারবেন আপনি চাকুরী, ব্যবসা কিংবা দিনমজুরী কাজের পাশাপাশি। তাছাড়া আরো যে সুবিধা তা হলো আপনি ছাড়াও আপনার বাড়ি সবাই এই কাজটি করতে পারবেন। তাই আপনি যখন বাড়িতে থাকবেন তখন নিজেই কাজগুলো করতে পারবেন। যখন না থাকবেন তখন অন্য যে কেউ এই কাজটি করতে পারবেন। 

আপনি যদি এই বাড়তি কাজটি করতে পারেন তাহলে দেখবেন সহজেই গ্রামে বসে বছরে ১ লক্ষ টাকা বাড়তি আয় করতে পারবেন। তাহলে দেখবেন এই টাকা দিয়ে আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে পারবেন।

ঋণ না থাকলে এই টাকা সঞ্চয় করতে পারবেন। আপনি যদি সাবলম্বী হতে চান কিংবা বাড়তি টাকা আয় করতে চান গ্রামে বসে কিংবা শহরে বসে তাহলে এই কাজটির বিষয়ে প্রথমে চিন্তা করুন। নিরাপদ একটি কাজ। 

 ২। ধান চাষ

আপনি যদি গ্রামে থেকে থাকেন এবং ধান চাষ না করে থাকে তাহলে অবশ্যই ধান চাষ করতে পারেন। এই কাজটি করে গ্রামে বসে বছরে ১ লক্ষ টাকা বাড়তি আয় করতে পারবেন সহজেই। ধান চাষ করলে আপনাকে দুই বার মাত্র বেশি কাজ করতে হয়। আর বাকি সময় কোন কাজ করতে হয় না। ধান চাষ করলে আপনি ৪ মাসের মধ্যেই লাখ টাকা আয় করতে পারবেন। ধান চাষ করতে হলে যে কাজ গুলো করতে হবে তা হলো। 

বীজ বপন:

আপনাকে ধানের বীজ ক্রয় করে তার বপন করতে হবে। ২০- ২৫ দিন বয়স হলে সেগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে।

চারা রোপন:

ধানের চারা যখন রোপনের মতো হয়ে যাবে তখন তা জমিতে নিয়ে রোপন করতে হবে। আপনি যদি নিজে থাকেন এবং সাথে কিছু অন্য কিষাণকে নিয়ে জমি তৈরি থেকে শুরু করে ধান রোপন করতে পারবেন। তখন আপনার সময় লাগবে ৩-৪ দিন। এই কাজের পর আপনার আর তেমন কোন কাজ থাকবে না। শুধু সার এবং কিটনাশোক প্রয়োগ করতে হবে। যা আপনি একাই করতে পারবেন। 

আগাছা রোধ:

বর্তমানে বিভিন্ন আগাছা নাশক রয়েছে যার প্রয়োগে আপনার জমিতে কোন আগাছা হবে না। যার ফলে আপনার আর কোন কাজ করতে হবে না ধান কাটার আগ পর্যন্ত। 

ধান টাকা:

আপনার ধান পেকে গেলে আপনি নিজে থেকে বা অন্য কিষাণ দিয়ে ধান কেটে আনতে পারবেন। যার জন্য আপনার সময় লাগবে ২-৩ দিন। 

আরো পড়ুন: ধনী হওয়ার উপায় ৬টি নিয়ম মেনে চললে জীবনে সফল হতে পারবেন

আপনি এই কাজ গুলো করতে পারলে ধান চাষ করেও গ্রামে বসে বছরে ১ লক্ষ টাকা বাড়তি আয় করতে পারবেন। আপনার নিজের জমি না থাকলে অন্যের জমি বন্ধকী বা বর্গা নিয়ে চাষ করতে পারেন। 

আপনি যদি এই বাড়তি কাজ দুটি করতে পারেন তাহলে দেখবেন বছর শেষে একটি ভালো টাকা আয় হবে। আর আপনি যে পেশায় আছেন সেই পাশার আয় দিয়ে সংসার চালাবেন। 

আপনি যদি টাকা পয়সা নিয়ে আরো পড়তে চান তাহলে আমাদের ফেসবুক পেইজ ফলো করে রাখতে পারেন। তোয়ান ফেসবুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *