
ফ্রিজের কমন ১০টি সমস্যা ও সমাধান
একটি ফ্রিজ আমাদের দৈনন্দিন সংসারের অতি প্রয়োজনীয় একটি পণ্য। এই কারণে আজ আলোচনা করবো ফ্রিজের কমন ১০টি সমস্যা ও সমাধান নিয়ে। ফ্রিজ আমাদের জীবনমান অনেক সহজ করে দিয়েছে। ফ্রিজের কোন সমস্যা হলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যা গুলো কারণ এবং সমাধান করতে পারবেন এই আর্টিকেল এর মাধ্যমে।
একটি ফ্রিজের প্রধান সমস্যা গুলো ও সমাধান
একটি ফ্রিজে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তার মধ্যে প্রধান যে সমস্যা গুলো হয়ে থাকে তার কারন ও সমাধান সুন্দরভাবে নিচে দেওয়া হলো। যার মাধ্যমে আপনারা এই সমস্যায় পড়লে নিজেরাই এর সমাধান করতে পারবেন ।
১. ফ্রিজ ঠান্ডা না হওয়া
একটি ফ্রিজ ঠান্ডা না হলে ফ্রিজের ভিতরের পণ্য বা খাবার গুলো নষ্ট হয়ে। তাই অতিদ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। যে কারণে একটি ফ্রিজ ঠান্ডা হয় না তা হলো
ফ্রিজ ঠান্ডা না হওয়ার সমস্যা গুলো
- কুলিং সিস্টেম কাজ না করা।
- কন্ডেনসার ফ্যান বা কমপ্রেসারে সমস্যা।
- থার্মোস্ট্যাট সঠিকভাবে কাজ না করা।
- গ্যাস কমে যাওয়া বা লিক হওয়া
ফ্রিজ ঠান্ডা না হওয়ার সমস্যা গুলোর সমাধান
কুলিং সিস্টেম সমস্যা সমাধান
একটি ফ্রিজের কুলিং সিস্টেম যখন সঠিকভাবে কাজ না করে তখন ফ্রিজ ঠিকমত ঠান্ডা হয় না। তখন যে কাজটি করতে হবে তা হলো দেখতে হবে কুলিং সিস্টেমে কোন ময়লা পড়েছে কিনা। যদি ময়লা পড়ে তা পরিস্কার করে দিতে হবে। কুলিং ফ্যান ঠিকমত ঘুরছে কিনা তা দেখতে হবে। যদি না ঘুরে তা ঠিকমত এডজাস্ট আছে কি না দেখে নিতে হবে।
উপরোক্ত সমস্যা গুলো ঠিক করার পরেও যদি ফ্রিজ ঠান্ডা না হয়। তখন কুলিং সিস্টেম পরিবর্তন করতে হবে। দেখবেন সমাধান হয়ে যাবে।
কন্ডেনসার ফ্যান বা কমপ্রেসারের সমস্যার সমাধান
ফ্রিজের কন্ডেনসার ফ্যানে যখন ময়লা পড়ে তখন ফ্রিজ ঠান্ডা হয় না। তাই নিয়মিত কন্ডেনসার পরিস্কার করতে হবে। পরিষ্কার করার জন্য বাজারে ভালো ব্রাশ পাওয়া যায় সেগুলো কিনতে পারেন। তাহলে অনেক ভালো পরিষ্কার হবে।
এছাড়া কন্ডেনসার এর ভিতরের কয়েল কেটে গিয়েছে কি না তা খেয়াল করে দেখতে হবে। যদি কয়েল কেটে যায় তা পরিবর্তন করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। এই কাজটি আপনি নিজে না পারলে অভিজ্ঞ কোন মিস্ত্রিকে এসে করিয়ে নিতে পারেন।
থার্মোস্ট্যাট এর সমস্যার সমাধান
থার্মোস্ট্যাট যখন ঠিকমত কাজ না করবে তখন দেখতে হবে যে থার্মোস্ট্যাট এর কোন জয়েস্ট বা জোরা খুলে গিয়েছে কিনা। যদি খুলে গিয়ে থাকে তখন সেটি আবার লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
কিন্তু যদি দেখেন কোন জোড়া বা জয়েন্ট খুলেনি। তারপর ও থার্মোস্ট্যাট কাজ করছে না তখন এটি পাল্টাতে হবে। এগুলো দাম খুব অল্প। আপনি নতুন একটি থার্মোস্ট্যাট লাগিয়ে দিলেই সমাধান হয়ে যাবে।
ফ্রিজের গ্যাসের সমস্যার সমাধান
ফ্রিজের গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে ফ্রিজ ঠান্ডা হয় না। তখন আবার গ্যাস লোড করে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি কোথাও লিক হয়ে যায় তা ফুটিং করে নিতে হবে। লিকেজ পাইপটি পরিবর্তন করে নিলে এই সমস্যার সমাধান হলে যাবে।
২. অতিরিক্ত বরফ জমে যাওয়া
ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যাওয়ার ফলে ফ্রিজের ভিতরের পণ্য গুলো খারাপ হয়ে যায়। তাই এই ফ্রিজের এই সমস্যার সমাধান করা খুব প্রয়োজনীয় একটি বিষয়।
ফ্রিজে অতিরিক্ত বরফ জমার কারণ
- ডিফ্রস্ট সিস্টেমে সমস্যা।
- দরজা সঠিকভাবে বন্ধ না হওয়া।
- রাবার গ্যাসকেট নষ্ট হওয়া।
ফ্রিজে অতিরিক্ত বরফ জমার সমাধান
ডিফ্রস্ট সিস্টেমে সমস্যার সমাধান:
প্রথমে দেখতে হবে ডিফ্রস্ট হিটার ঠিক আছে কি না। তারপর দেখতে হবে হিটার কানেকশন ঠিক আছে কিনা এবং দেখতে হবে হিটার পুড়ে গেছে কি না। এগুলো চেক করার পরে দেখবেন। যদি কোন সমস্যা ধরা পরে তাহলে সেটি সমাধান করতে হবে।
তারপর দেখতে হবে ডিফ্রস্ট টাইমার ঠিক আছে কিনা। টাইমার ভালো করে চেক করতে হবে। টাইমার নষ্ট হলে তা বদলাতে হবে। এই কাজ গুলো করলে ফ্রিজের অতিরিক্ত রবফ জমার সমাধান হয়ে যাবে।
দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ার সমাধান:
ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ না হলে ফ্রিজে অতিরিক্ত বরফ জমতে পারে। এই সমস্যা হলে দেখতে হবে দরজার সিল ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে তখন দরজার সিল পরিবর্তন করতে হবে। দেখবেন সমাধান হয়ে গেছে।
রাবার গ্যাসকেট নষ্ট হওয়ার সমাধান
রাবার গ্যাসকেট নষ্ট হলে এটি পরিবর্তন করতে হবে। অবিজ্ঞ কারো সহায়তা নিয়ে এই কাজটি করতে পারেন। অথবা নিজে ভিডিও দেখে দেখে ও কাজটি করতে পারবেন।
৩. ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হওয়া
- দীর্ঘদিন খাবার পরিষ্কার না করা।
- পচা খাবার থেকে গন্ধ ছড়ানো।
- ফ্রিজের ভেতরে সঠিক এয়ার সার্কুলেশন না থাকা।
ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হওয়ার সমাধন
ফ্রিজের ভিতর কি কি আছে তা নিয়মিত দেখতে হবে। কারণ অনেকদিনে কোন খাবার থাকলে তা পচে গিয়ে দুর্গন্ধ তৈরি হয়। ফ্রিজ নিয়মিত পরিষ্কার করতে হবে। আপনি একটি রুটিন করতে পারেন যে প্রতি ১ মাস বা ২ মাস পর পর আমি আমার ফ্রিজ পরিষ্কার করবো। তাহলে দেখবেন ফ্রিজের ভিতরে কোন প্রকার পচা খাবার পরে থাকবে না।
ফ্রিজের দুর্গন্ধ থেকে বাচতে আর যে কাজটি করতে পারেন তা হলো খাবার সব সময় সাজিয়ে রাখবেন। খাবার সাজিয়ে রাখতে হবে এমন ভাবে যাতে বাতাস যাওয় আসা করতে পারে প্রতিটি খাবারের পাশ দিয়ে। তাহলে আপনার ফ্রিজ দিয়ে কখনও দুর্গন্ধ বের হবে না।
৪. ফ্রিজ থেকে পানি পড়া
ফ্রিজ থেকে পানি পড়াও সবার ফ্রিজের একটি কমন সমস্যা। এই সমস্যার প্রধান কারণ হলো
- ড্রেন পাইপ ব্লক হয়ে যাওয়া।
- ড্রেন ট্রে সঠিকভাবে কাজ না করা।
ফ্রিজ থেকে পানি পড়ার সমাধান
ফ্রিজ থেকে পানি পড়লে প্রথমে দেখতে হবে আপনার ফ্রিজের ড্রেন পাইপ ব্লক হয়ে গিয়েছে কি না। যদি ব্লক হয়ে থাকে তাহলে পাইপটি খুলে তা ভালো করে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হবে। তাহলে দেখবেন সমধান হয়ে গিয়েছে।
আর যেটা দেখতে হবে তা হলো ড্রেন ট্রে সঠিকভাবে কাজ করছে কি না যদি সঠিকভাবে কাজ না করে তাহলে ট্রে টি খুলে তা পরিষ্কার করে আবার লাগাতে হবে। আর যদি ট্রেটি অনেক পুরোনো হয়ে গিয়েছে তাহলে নতুন একটি ট্রে কিনে আবার লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
৫. অতিরিক্ত শব্দ করা
অনেক ফ্রিজে এই কমন সমস্যাটি হয়ে থাকে। তা হলো ফ্রিজে শব্দ হওয়া। এই শব্দ হওয়ার কারণ গুলো হলো
- ফ্যান বা মোটরে সমস্যা।
- ফ্রিজের ভেতরে কোনো অংশ লুজ হয়ে যাওয়া।
ফ্রিজের অতিরিক্ত শব্দ করার সমাধান:
ফ্রিজের অতিরিক্ত শব্দ হলে যে কাজটি করতে হবে তা হলো প্রথমে দেখতে হবে ফ্রিজের ফ্যান এবং মোটর ঠিক আছে কি না। মটরে কোন ময়লা পরেছে কিনা। অথবা ফ্যান বা মোটর কোথাও ভেঙ্গে গিয়েছে কিনা। যদি ভেঙ্গে গিয়ে থাকে তাহলে পরিবর্তন করতে হবে।
এক্ষেত্রে নিজে না পারলে অভিজ্ঞ কারো সহায়তা নিতে হবে। ফ্রিজের কোন অংশ লুজ থাকলে তা দেখে নিতে হবে। যদি লুজ থাকে সেখানে টাইট করে দিতে হবে। তাহলে আশা করা যায় আপনার ফ্রিজের অতিরিক্ত শব্দ হওয়ার সমস্যার সমাধান হয়ে গিয়েছে।
৬. ফ্রিজে লাইট কাজ না করা
ফ্রিজের কমন সমস্যা গুলোর মধ্যে ফ্রিজের লাইটে সমস্যা একটি বড় সমস্যা। এই সমস্যাটি দুইটি কারণে হয়ে থাকে। যেমন
- লাইটের বাল্ব পুড়ে যাওয়া।
- সুইচ বা কানেকশনে সমস্যা।
ফ্রিজ লাইট সমস্যার সমাধান:
আপনি যখন দেখবেন আপনার ফ্রিজের লাইট অফ। তখন দেখবেন বাল্ব পুড়ে গেছে কিনা। যদি পুড়ে যায় তাহলে তা পরিবর্তন করতে হবে। তাছাড়া আপনার বাল্ব ঠিক আছে তবুও লাইট জলছে না তখন দেখবেন সুইচ এবং কানেকশন ঠিক আছে কিনা। কানেকশন খুলে আবার ভালো করে লাগিয়ে দেখবেন লাইটের সমস্যার সমাধান হয়ে যাবে।
৭. ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়া
ফ্রিজের দরজা ঠিকভাবে বন্ধ না হলে ফ্রিজের ভিতরের ঠান্ডা হাওয়া বের হয়ে যায়। আর এই সমস্যা সমাধান করা একান্ত প্রয়োজন। এই সমস্যাটি হয় যে কারণে
- রাবার সিল নষ্ট হয়ে যাওয়া।
- দরজার হিঞ্জ বা ফ্রেমে সমস্যা।
ফ্রিজের কমন ১০টি সমস্যা ও সমাধান এর মধ্যে ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ার সমাধান:
ফ্রিজের রাবার সিল নষ্ট হয়ে গেলে দরজা ঠিকভাবে বন্ধ হয় না। তখন যে কাজটি করতে হবে তা হলো রাবার সিল পরিবর্তন করে আবার নতুন একটি লাগাতে হবে। তাহলে এই সমস্যা সমাধান হবে।
৮. ফ্রিজের কম্প্রেসর অতিরিক্ত গরম হওয়া
ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যাওয়া একটি কমন সমস্যা। তাই এই সমস্যার প্রধান কারণ হলো
- কম্প্রেসরের ফ্যান কাজ করছে না।
- ভেন্টিলেশন ব্লক হয়ে যাওয়া।
ফ্রিজের কম্প্রেসর অতিরিক্ত গরম হওয়ার সমাধান:
প্রথমে কম্প্রেসরের ফ্যান ঠিক কাজ করছে কিনা তা দেখতে হবে। এবং ভেল্টিলেশন ব্লক হয়েছে কিনা তা দেখতে হবে। যদি ফ্যানে সমস্যা হয়ে থাকে তাহলে ফ্যান পরিষ্কার করে দেখতে হবে প্রথমে। যদি ঠিক না হয় তখন নতুন ফ্যান লাগাতে হবে।
আর যদি ভেল্টিলেশন ব্লক হয়ে যায় তখন ভেল্টিলেশন আনব্লক করতে হবে। দেখবেন আপনার ফ্রিজ কম্প্রেসরের অতিরিক্ত গরমের সমস্যার সমাধান হয়ে গিয়েছে।
৯. ফ্রিজ বেশি বিদ্যুৎ খরচ করা
ফ্রিজের সবথেকে বড় এবং কমন সমস্যা যেটা তা হলো বেশি বিদ্যুৎ বিল হওয়া। এই সমস্যার সমাধান এবং কারণ সম্পর্কে বিস্তারিত ধারনা পেতে এই পোস্টটি পরতে পারেন।
আরো পড়ুন: ফ্রিজের বিদ্যুৎ বিল কমানোর উপায়
১০. ডিসপ্লে বা ইলেকট্রনিক প্যানেল কাজ না করা
ফ্রিজের কমন সমস্যার মধ্যে আরেকটি হলো ডিসপ্লে বা ইলেকট্রিনিক প্যানেল কাজ না করা। এই সমস্যা হয় প্রধানত যে কারণে
- সার্কিট বোর্ড নষ্ট হওয়া।
- পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা।
ডিসপ্লে বা ইলেকট্রনিক প্যানেল সমস্যার সমাধান
সার্কিট বোর্ড নষ্ট হওয়া বা পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হলে প্রথমে বোর্ডের কানেকশন চেক করুন। তারপর ও যদি কোন সমস্যা খুজে না পান তখন বুঝতে হবে সার্কিট বোর্ড এ সমস্যা হয়ে গিয়েছে। তখন অভিজ্ঞ কারো সহায়তা নিয়ে পরিবর্তন করুন।
আমাদের ফেসবুক পেইজ ফলো করুন: তোয়ান / Tooaan