Motorola edge 60 fusion review bangla ফোনটি আজ ২ এপ্রিল এনাউন্সমেন্ট হয়েছে। রিলিজ হবে ১৫ এপ্রিল ২০২৫ সালে। কি আছে এই ফোনে? যে বাজার কাপানোর মতো ক্ষমতা রাখে মটোরোলার এই মোবাইলটি। আপনি যদি সত্যি জানতে চান Motorola Edge 60 Fusion এর বিষয়ে তাহলে পড়ে নিন পুরো পোস্টটি।

Motorola edge 60 fusion review bangla যে কারণে গুলোর জন্য বাজার কাপাঁবে
প্রথম কারণ Motorola edge 60 fusion ডিসপ্লে:
বিশ্বের প্রথম সত্যি 1.5k কার্ভ ডিসপ্লে দিয়েছে Motorola edge 60 fusion ফোনটি। আর এর এই ভেলিডেড করেছেন প্যানটন। কারণ বিশ্বের প্যানটন সার্টিফিকেট বলা চলে প্রায় সব সময়ই অ্যাকুরেট থাকে। যার ফলে আপনি বিশ্বাস করতে পারেন তাদের কথা।
এছাড়াও এই ডিসপ্লেটা টু কালার ভ্যালিডেটেড হওয়ার কারণে সকল ছবি দেখাবে অনেক সুন্দর। স্কিন টোন ভ্যালিডেটেড রয়েছে এই মোবাইলের ডিসপ্লে। এই মানে হলো আপনার অরিজিনাল স্কিনের রং দেখাবে Motorola edge 60 fusion মোবাইলের ডিসপ্লেতে।
ডিসপ্লে সাইজ হলো 6.67 inches এবং রেজুলেশন রয়েছে 1220 x 2712 pixels যার সাহায্যে আপনি সকল ছবি দেখবেন ঝকঝকে। নোটিফিকেশনের জন্য বাড়তি একটি ফিচার দিয়েছে মটোরোলা এজ ৬০ ফিউশন তা হলো কার্ভ ডিসপ্লেতে এমবিয়েন্ট লাইট। যা নোটিফিকেশন আসলে জলবে। আপনি সহজেই বুঝতে পারবেন।
ভিশন বুস্টার টেকনোলজি ব্যবহারের জন্য আপনি যদি ভিজা হাতে ডিসপ্লেতে কাজ করেন তাহলেও কোন সমস্যা নেই। খুব স্মুথলি চলবে আপনার মোবাইল।
Motorola edge 60 fusion review bangla ডিজাইন কেমন

মটোরোলা ফোনটি দেখতে অত্যন্ত সুন্দর। আপনি প্রথম দেখায় পছন্দ করবেন। মোবাইলটিতে রয়েছে ভেগান লেদার যার কারণে আপনার হাত থেকে মোবাইলটি পিছলে পরে যাবে না। এই ফোনটির কয়েকটি রংয়ের রয়েছে যেমন: Pantone Slipstream, Pantone Amazonite, Pantone Zephyr, Pantone Mykonos Blue।
যে কারণে মোবাইলটি বাজারে অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকবে তা হলো এর নয়েজ ক্যানসেলিশন মাইন। এর রয়েছে তিনটি কয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন। একটি দুরের শব্দ ক্যাপচার করতে সহায়তা করবে এবং আর দুইটি সেই সময় কাছের শব্দ রিমুভ করবে। এভাবে কাজ করে মোবাইলটির মাইক গুলো। তাই বলা যায় অসাধারণ ফিচার যুক্ত করেছেন Motorola edge 60 fusion।
আরো পড়ুন: কম দামে ভালো ল্যাপটপ ২০২৫ – SMART Flairedge Intel Celeron N4020C
Motorola edge 60 fusion review bangla ক্যামেরা কেমন?
এই মোবাইলটিতে মেইন ক্যামেরা রয়েছে তিনটি। দুইটি কাজ করে ছবি তোলার জন্য। একটিতে রয়েছে ৫০ মেগা পিক্সেল ওয়াইড এবং ১৩ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। ভিডিও করার জন্য রয়েছে ৩২ মেগা পিক্সেল। এর সাথে ২ মেগা পিক্সেল এর ম্যাক্রো সেন্সর রয়েছে একটি। তাই আপনি বুঝতে পারছেন এর ক্যামেরা সম্পর্কে।
Motorola edge 60 fusion review এআই ফিচার
এই মোবাইলটিতে রয়েছে এআই এর বিভিন্ন ফিচার। যা দিয়ে সহজেই ফটো ইনহ্যান্স করতে পারবেন, ব্লার, আনব্লার করতে পারবেন এর এআই দিয়ে।
মটো এআই মুলত তিনটি কাজে ব্যবহৃত হচ্ছে। তা হলো ক্রিয়েট, ক্যাপচা এবং অ্যাসিস্টেন্ট। মটোরোলা মোবাইলটিতে রয়েছে এআই ক্যানভাস। যেখানে আপনি কোন একটি প্রম্পট লিখে দিলে সেই অনুযায়ী একটি ইমেজ তৈরি করে দেবে। মটোরোলা মোবাইলের পিছনে ডাবল টাচ কররেই মোবাইলের এআই এসিস্টেন্ট চালু হয়ে যাবে। তার পর তাকে আপনি ডিরেকশন দিয়ে কাজ করতে পারবেন।
আরো পড়ুন: সেরা ৫টি টেক্সট টু ইমেজ জেনারেটর এআই ২০২৫ – আনলিমিটেড হাইকোয়ালিটির ছবি
Motorola edge 60 fusion in bangla
ডাস্ট প্রোটেকশন এবং ওয়াটার প্রোটেকশন রয়েছে। যার ফলে আপনি ধুলাবালি এবং জলের ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই।
Motorola edge 60 fusion review পারফরমেন্স
এই মোবালটিতে প্রসেসর হিসেবে দিয়েছে Mediatek Dimensity 7400 (4 nm) যা একটি খুবই ভালো প্রসেসর। অনেক লোড নিতে সক্ষম এই প্রসেসরটি। আপনি এই মোবাইলটি দিয়ে মোবাইল গেমিং গুলো লেখতে পারবেন খুব ভালো মতন। মোবাইলটি ঠান্ডা রাখার জন্য রয়েছে 4500 mm squre vapour cooling chamber যার ফলে মোবাইলটি গরম হবে না।
এই মোবাইলটি 5500 mAh ব্যাটারি রয়েছে। মটোরোলা কোম্পানির দাবি মোবাইলটি আপনি যদি ১৫ মিনিট চার্জ দেন তাহলে সারাদিন চালাতে পারবেন। এর চার্জার হলো 68w ।
Motorola edge 60 fusion এর দাম কত?
এই মোবাইলটি এখনও বাংলাদেশের বাজারে আসেনি। আসতে প্রায় ২ মাসের মত সময় লাগবে। আমাদের পার্শবর্তী দেশে ২৫ হাজার টাকার আসে পাশে হবে। এবং আমাদের দেশে দাম হতে পারে ৪০ হাজার টাকার আসে পাশে। আমাদের দেশে অনেক বেশি ভ্যাট দেওয়া লাগে তাই দাম অনেক বেশি লাগে কিনতে।
এই সব মিলে আপনি কি মনে করেন। এত ফিচার নিয়ে Motorola edge 60 fusion মোবাইলটি কি বাজার কাপাঁতে পারবে। কমেন্টে জানাবেন। পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।