
কি কি নিয়ম লঙ্ঘন করলে ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে বা পয়েন্ট কাটা হয়
বর্তমান বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের জন্য পয়েন্ট সিস্টেম করেছে। এই পয়েন্ট সিস্টেম টি একটি সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে। একজন ব্যক্তি তার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট থাকবে ১২ পয়েন্ট। আর এই ১২ পয়েন্ট কমে গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। তাই আজকের পোস্টে আমি দেখাবো কি কি দোষ করলে আপনার পয়েন্ট কাটা হবে? এছাড়া যদি কোন পয়েন্ট কাটা হয় সেটি পুনরায় কিভাবে আবেদন করে ফেরত আনবেন এই সকল বিস্তারিত থাকবে নিচে:
1. ট্রাফিক সাইন ও সংকেতের ব্যবহার মানিয়া চলা সংক্রান্ত ধারা ৪২ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ কোন চালক যদি ট্রাফিক সংকেত না মানে তাহলে কিন্তু এই বিধান অনুযায়ী তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
2. মোটরযানের বাণিজ্যিক ব্যবহার সংক্রান্ত ধারা ৩১ এর বিধান লঙ্ঘন। যদি কোন মটরযানেন বাণিজ্যিক যে ব্যবহার বিধি রয়েছে সেটি যদি লংঘন করে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
3. গণপরিবহন ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়া অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা ৩৪ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ গণপরিবহন চালক যদি তার গাড়িতে ভাড়ার চার্ট প্রদর্শন না করে অথবা নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া দাবি যদি করে। তাহলে তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
4. কন্টাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় সংক্রান্ত ধারা ৩৫ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ যে সকল মোটরযানে মিটারের পয়েন্ট হিসেবে ভাড়া নেওয়া হয় সেই মিটারের পয়েন্ট যদি চালক বাড়িয়ে ভাড়া বেশি আদায় করে বা মিটারের পয়েন্ট থেকে বেশি ভাড়া দাবি করে তাহলে কিন্তু সে এই নিয়মটি ভঙ্গ করবে। এই নিয়মের ফলে তার লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
5. অতিরিক্ত ওজন বহন করিয়া মোটরযান চালানো সংক্রান্ত ধারা ৪৩ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ যে সকল পরিবহনে যতটুকু বহন করা উচিত তার থেকে গাড়িতে অতিরিক্ত ওজন বা মালামাল ব্যবহার করলে তার কিন্তু এই বিধানটি লংঘন করা হবে এক্ষেত্রে তার ড্রাইভিং লাইসেন্স থেকে ২ পয়েন্ট কাটা যাবে।
6. মোটরযানের গতিশীমা নিয়ন্ত্রণ সংক্রান্ত ধারা ৪৪ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ যে রাস্তায় যতটুকু গতিসীমা রয়েছে ঠিক ততটুকুই গতিসীমায় গাড়ি চালাতে হবে তার থেকে বেশি গতিসী মায়ের গাড়ি চালালে তার এই নিয়মটি লংঘন করা হবে তার জন্য কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
7. নির্ধারিত শব্দ মাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার কোনরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোন যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানের স্থাপন সংক্রান্ত ধারা ৪৫ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ মটরযান অনুযায়ী হর্ন ব্যবহার করতে হবে অতিরিক্ত শব্দ হর্ন বাজানো বা ব্যবহার করা যাবে না। যদি আপনি এই নিয়মটি লংঘন করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
8. পরিবেশ দূষণকারী, ঝুঁকিপূর্ণ ইত্যাদি মোটরযান চালনা বিধি নিষেধ সংক্রান্ত ধারা ৪৬ এর বিধান লংঘন। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার পরিবহন বা মোটরযান থেকে দূষণকারী ধোয়া অথবা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং সেই অবস্থায় সে চালায় তাহলে কিন্তু ভিডিও অনুযায়ী তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
9. মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য উঠানামা নির্ধারিত স্থান ব্যবহার সংক্রান্ত ধারা ৪৭ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ কোন চালক যদি নির্দিষ্ট জায়গায় পার্কিং না করে অনির্দিষ্ট জায়গায় পার্কিং করে যাত্রী বা পর্নো ওঠানামা করে তাহলে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
10. দ্রুতগতির মোটরযান প্রবেশের ক্ষেত্রে মহাসড়কের ব্যবহার সংক্রান্ত ধারা ৪৮ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ মহাসড়কে যখন আপনি গাড়িটি উঠাবেন তখন কিন্তু মহাসড়কে কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি না চলেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
11. মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী সংক্রান্ত ধারা ৪৯ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ যেকোনো মোটরযান চলাচলের জন্য সাধারণ নির্দেশাবলী সংক্রান্ত কিছু নিয়ম কানুন থাকে সেগুলো যদি না মেনে চলা হয় তাহলে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
12. সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত ধারা ৬২ এর বিধান লঙ্ঘন। অর্থাৎ চালক যদি কখনো রাস্তায় দুর্ঘটনায় ঘটায় এবং সেই ঘটনায় যদি কেউ আহত হয় বা নিহত হয় তার চিকিৎসা সংক্রান্ত কার্যকলব না করলে তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে।
13. ইচ্ছাকৃতভাবে পথ আটকিয়া বা অন্য কোনভাবে অন্যান্য মটরযানের চলাচলে বাধা সৃষ্টি। অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃতভাবে সামনে বা পিছনের মোটরযানের চলাচলে বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স থেকে ১ পয়েন্ট কাটা যাবে এই নিয়ম অনুসারে।
তো বন্ধুরা উপরে দেখানোর নিয়ম গুলো যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনার পয়েন্ট কাটা হবে ড্রাইভিং লাইসেন্স থেকে। যদি কোন ভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হয় বা আপনি জানতে পারেন আপনার নামে মামলা হয়েছে। তাহলে কিভাবে আপনি এই পয়েন্ট কাটা আবার ফেরত আনতে পারেন এ বিষয়ে নিচে দেওয়া হল:
আরো পড়ুনঃ
যদি আপনি কোন একটা অন্যায় করে থাকেন এবং আপনি এক মাসের ভিতর জানতে পারলেন আপনার নামে মামলা হয়েছে। তখন আপনি যদি বিআরটিএ অফিসে গিয়ে যে সাধারণ ফি রয়েছে সেই ফি টি জমা করে আপনি এপিল করার সুযোগ পাবেন। আপনি অ্যাপিল করার পর এক মাসের মধ্য বিআরটিএ থেকে বিবেচনা করে দেখবে। যদি আপনার তেমন অন্যায় না থাকে তাহলে আপনার পয়েন্ট কাটবে না আপনার পয়েন্ট ফেরত দিবে।
যদি কোন ভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কমে যায় তাহলে আপনি কিভাবে পয়েন্ট ফেরত আনতে পারেন? দেখুন পয়েন্ট ফেরত আনার জন্য একটি মাত্র উপায় রয়েছে সেটি হল আপনি ছয় মাসের মধ্যে কোন প্রকার অন্যায় বা নিয়ম লঙ্ঘন করা যাবে না। যদি আপনি ছয় মাসের মধ্য কোন প্রকার নিয়ম লঙ্ঘন না করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স এ ২ পয়েন্ট ফেরত বা বোনাস দেওয়া হবে।
আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। এ বিষয়ে আরো বেশি ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন।