পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় ভারতীয় মোটরসাইকেল নির্মাণ কারী একটি সংস্থা। হিরো মটোকর্প ভারতে তাদের জনপ্রিয় বাইক Hero Splendor Plus এর নতুন সংস্করণ লঞ্চ করেছে। আগের Hero Splendor Plus এর থেকে নতুন এই সংস্করণের বাইকটিতে আপডেট ইঞ্জিন রয়েছে। তাছাড়া উন্নত ফুয়েল অফিসিয়েন্সি এবং আরো বেশি ফিচার যা বাজারের সেগমেন্টের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে। কম বাজেটে বেশি মাইলেজ এর বাইকগুলোর মধ্যে অন্যতম একটি বাইক।

Hero Splendor Plus ২০২৫ এর নতুন মডেলটির ইঞ্জিন।
এই বাইকটির OBD2 কমপায়েন্ট ইঞ্জিন দিয়ে তৈরি। আপডেট Hero Splendor Plus বাইকটির ইঞ্জিনটি আগের মতই ৯৭.২ সিসি রয়েছে। ইয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ৪- স্ট্রোক, তবে আগের থেকে বেশি শক্তিশালী করেছে। ৮.২ PS শক্তি (৮০০০ rpm) এবং ৮.০৫ nm টর্ক পাওয়ার (৬০০০ rpm) উৎপন্ন করে Hero Splendor Plus এর নতুন এই ইঞ্জিন। বাইকটির ৪- স্পিড ইঞ্জিন গেয়ারবক্স রয়েছে। এই মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা হিরো মটোকর্প দাবি করছেন তাদের নতুন মডেলের এই বাইকটি এক লিটার তেলে ৭৩ কিলোমিটার যাবে।
Hero Splendor Plus নতুন মডেল কাদের জন্য বেশি প্রয়োজনীয়
Hero Splendor Plus ২০২৫ নতুন মডেলটি যারা প্রতিদিন যাতায়াত করেন এবং খরচ বাঁচাতে চান তাদের জন্য হতে পারে দারুন একটি বাইক। তাই আপনি যদি প্রতিদিন বাজারে, অফিসে যেয়ে থাকেন তাহলে এই বাইকটি আপনার জন্য। বাইকটি আপনার দৈনন্দিন কাজ অনেক সহজ করে দিবে।
আরো পড়ুন: ফাইনালই CFMOTO 125NK 2025 – দাম, স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট
হিরো স্প্লেন্ডার প্লাস নতুন এই বাইকটিতে কি কি যোগ হয়েছে
এই বাইকটিতে বড় পার্থক্য এসেছে ডিজাইনে। আগের ভার্সন Hero Splendor Plus এর থেকে এই ভার্সনের গ্রাফিক্স ডিজাইন আরো অনেক সুন্দর হয়েছে।
- নতুন গ্রাফিক্স এবং কালার কম্বিনেশন যোগ হয়েছে
- ইসক্রিমেণ্ট কনসোলও আপডেট করা হয়েছে
- তাছাড়াও সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ আরো ভালো করা হয়েছে।
- ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।
Hero Splendor Plus এর নির্ভরযোগ্যতা
বাইকটির ভারতীয় এক্সশোরুম দিল্লির মূল্য ৭৯,০৯৬ রুপি। বর্তমানে এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে সাশ্রয় মূল্যের Hero Splendor Plus সবচেয়ে বেশি জনপ্রিয়। কম মেইন্টেনেন্স এবং বেশি মাইলেজ এর জন্য হিরো বাজারে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে উঠেছে। গ্রাম শহর সকল জায়গার মানুষের মাঝে এই বাইকটি বেশ নির্ভরযোগ্য। সংস্থা সূত্রে জানা গিয়েছে এই বাইকের সাথে আপনি পাঁচ বছরের ওয়ারেন্টিতে পেতে পারেন। যার ফলে কাস্টমাররা আরো দীর্ঘ মেয়াদী স্বস্তি পাবে।