Verge TS Pro Bike: ভার্জ মোটরসাইকেল সাম্প্রতিক গিনেস অল রেকর্ড দিতেছেন। এক চার্জে সবচেয়ে দীর্ঘ ইলেকট্রিক বাইক যাত্রার জন্য। তাদের TS Pro মডেলটি গত মাসে লন্ডনে ১৬ ঘণ্টায় ১৯৩ মাইল অর্থাৎ (প্রায় ৩১০ কিলোমিটার) পথ অতিক্রম করেছেন। এক কথায় চালকের ব্লাডার কন্ট্রোল দেখার মতো ছিল।

হ্যাঁ আমরা জানি! আপনারা কি ভাবছেন: গড়ে প্রায় ১২ মাইল প্রতি ঘন্টায় অর্থাৎ ১৯ কিলোমিটার ঘন্টায়। যা আপনার কাছে তেমন কিছুই মনে হচ্ছে না। কিন্তু আপনি মনে রাখবেন এটা লন্ডন, যেখানে ঘন ঘন ট্রাফিক এবং যানজট হয়ে থাকে। তাছাড়া ৫সেকেন্ডের ট্রাফিক লাইট তো রয়েছেই। এরপরে আবার বেপড়োয়া পায়রা আছে যেগুলোর কারণে রাইডাররা ভালো করে বাইক ড্রাইভিং করতে পারেনা। এই পথের মাঝে আরো রয়েছে ব্যস্ত পথচারী জেব্রাক্রসিং। তাহলে বুঝতেই পারছেন এত বাঁধা বিপত্তি পার করে বাইকটি এক চার্জে ঘন্টায় ১২ মাইল অর্থাৎ ১৯ কিলোমিটার সহজ বিষয় নয়।
আরো যে বিষয়টি অবাক করার মত তা হলো Verge TS Pro Bike ২০.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি তখনো ৭% চার্জ অবশিষ্ট ছিল। অর্থাৎ চাইলেই তারা ২০০ মাইল অতিক্রম করতে পারতো। যা দলটি না করে ডেটার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে মাঝ পথেই থেমে যায়। অথবা তারা ট্রাফালগার স্কয়ারে ঘন্টায় ১ মাইল গতিতে চক্রাকারে ঘুরেও রেকর্ড করতে পারত,কিন্তু দলটি এ কাজটি করেনি। লন্ডনের বেপরোয়া কবুতরের জন্যই হয়তো।

আরো পড়ুন: আসছে মাইলেজের রাজা! ৭৩কিমি, Hero Splendor Plus নতুন মডেল ২০২৫
Verge TS Pro Bike তে রয়েছে 137 BHP ইমোটর, যেটা পিছনের চাকায় সরাসরি যুক্ত। এই মোটরসাইকেলটি থেকে অবিশ্বাস্য ৭৩৮ পাউন্ড-ফুট টর্ক। Verge TS Pro Bike দিয়ে মার্সিটিজের ব্ল্যাক সিরিজকেও চ্যালেঞ্জ করা যায়। এর ফলাফল থেকে ৬২ মাইল ঘন্টায় পৌঁছাতে সময় লাগে মাত্র ৩.৫ সেকেন্ড এবং সর্বোচ্চ গতি ১২৪ মাইল প্রতি ঘন্টায়। এক কথায় চোখ ধাঁধানো পারফরমেন্স।
Verge TS Pro Bike স্পেসিফিকেশন এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য।
- বাইকটিতে চার্জ হতে সময় লাগে মাত্র 35 মিনিট। এই বাইকটিতে CCS চার্জিং পোর্ট রয়েছে। তাছাড়া AC slow charging as well as DC fast charging পাওয়া যায়।
- এই বাইকটিতে এন্টি ব্রেক লকিং সিস্টেম এবিএস কন্ট্রোল রয়েছে।
Verge TS Pro Bike ইঞ্জিন।
Verge TS Pro Bike এই মডেলের বাইকটিতে 1000 Nm, টর্ক পাওয়ার, 200 km/h টপ স্পিড, প্রতি ঘন্টায় ৩.৫ সেকেন্ডে এক কিলোমিটার অতিক্রম করতে পারবেন। ফাস্ট চার্জিং রয়েছে যার মাধ্যমে আপনি মাত্র ৩৫ মিনিটেই ফুল চার্জ দিতে পারবেন। পাওয়ার আউটপুট ১০২ কিলোওয়াট পাবেন এবং রেঞ্জ রয়েছে ৩৫০ কিলোমিটার।
Verge TS Pro Bike সাইজ
বাইকটির সিটের উচ্চতা রয়েছে 780 mm। হুইল বেস ১৫৪০ এমএম। width রয়েছে ৮৯৫ এমএম (আয়না উচ্চতা বাদে)। বাইকটির উচ্চতা ১১২৮ এমএম (আয়না বাদে)। লম্বায় পেয়ে যাবেন আপনি ২১৯৭ এমএম। এই বাইকটির সব মিলিয়ে ওজন ২৪৫ কেজি। এটি ম্যাক্সিমাম ৪০০ কেজি পর্যন্ত।
Verge TS Pro Bike সাসপেনশন
সামনের সাসপেনশন ট্রাবল ১২০ এমএম, এবং পিছনের সাসপেনশন ট্রাভেল ১০৬ এমএম। রেক/ক্যাশটার অ্যাঙ্গেল ২০.৫ ডিগ্রি।
Verge TS Pro Bike টায়ার
এই বাইকটির সামনের টায়ার পেয়ে যাবেন 120/70 R17 (58W)। এবং পিছনের টায়ার রয়েছে 240/45 R17 (82W)
Verge TS Pro Bike ব্রেক সিস্টেম
সামনের চাকায়: Double Brembo M4.32 calipers (4 pistons each), Double 320 mm Galfer discs. পিছনের চাকায়: Verge rear caliper (4 pistons), Galfer peripheral 380 mm.
Verge TS Pro Bike রেঞ্জ
জেলার মধ্যে আপনি ৩৫০ কিলোমিটার। হাইওয়েতে রেঞ্জ পাবেন ২০০ কিলোমিটার।