
ড্রাইভিং লাইসেন্স লিখিত পরিক্ষার কমন ৬৫টি প্রশ্ন ও উত্তর ২০২৫
প্রিয় বন্ধুরা আপনি যদি ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আজকের দেওয়ার সকল কমন প্রশ্ন ও উত্তর আপনার দেখে নেওয়া উচিত। এই সকল প্রশ্ন ও উত্তর আপনার কমন আসবে ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষায়।
১. অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে সর্বনিম্ন কত বছর বয়স হতে হয়?
উত্তর: ১৮ বছর।
২. ইলেকট্রিক গাড়িতে ইঞ্জিন থাকে কিনা?
উত্তর: না।
৩. ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?
উত্তর: এয়ার লক।
৪. সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী রেজিস্ট্রেশন সনদ ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ কত টাকা জরিমান?
উত্তর:
৫. রাস্তায় গাড়ি চালানোর সময় সাইড মিরর (লুকিং গ্লাস) প্রতি মিনিটে কতবার দেখা উচিত?
উত্তর:
৬. মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা পিছনের চাকায় সরবরাহ হওয়ার মাধ্যম কি?
উত্তর: চেইন।
৭. ট্রাফিক সিগনালে কত রংঙের বাতি থাকে?
উত্তর: তিন প্রকার।
৮. ফার্স্ট এইড কি?
উত্তর: প্রাথমিক চিকিৎসা।
৯. পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে?
উত্তর: ২১ বছর।
১০. আয়তক্ষেত্রে P লেখা থাকলে কি বুঝায়?
উত্তর: পার্কিং।
১১. মিনিবাসের চালকসহ যাত্রী সর্বোচ্চ আসন সংখ্যা কত?
উত্তর: ৩১ জন।
১২. ট্রাফিক চিহ্ন কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
১৩. রেডিয়েটরের এর কাজ কি?
উত্তর: ইঞ্জিন ঠান্ডা করা।
১৪. লাল বৃত্তে ৫০ কিঃমিঃ লেখা থাকলে কি বুঝায়?
উত্তর: সর্বোচ্চ গতিসীমা ৫০ কিঃমিঃ।
১৫. রাস্তায় গোল চক্কর থাকে চালকের কোন দিকে?
উত্তর: বাম দিকে।
১৬. ইঞ্জিন বেশি গরম হওয়ার কারন কি?
উত্তর: রেডিয়েটর কাজ না করলে, এয়ার ফিল্টার নষ্ট হয়ে যায়।
১৮. ইঞ্জিন ভালভ কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
১৯. পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডরের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি?
উত্তর: একটি।
২১. একজন পেশাদার চালক দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা একনাগারে গাড়ি চালাতে পারে?
উত্তর: ৫ ঘন্টা।
২২. হেডলাইট না জ্বললে কি চেক করতে হবে?
উত্তর: ফিউজ।
২৩. নিয়মিত ব্যাটারীর কি চেক করতে হয়?
উত্তর: পানি।
২৪. ইঞ্জিনের প্রতি সিলিন্ডারে স্পার্ক প্লাগ থাকে কয়টি?
উত্তর: ১ টি।
২৫. ইঞ্জিনের প্রধান দুটি যন্ত্রাংশের নাম কি?
উত্তর: রিং, পিষ্টন।
২৬. ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালানোর শাস্তি কি?
উত্তর: ২০০ টাকা।
২৭. গাড়ির পিছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রতি মিনিটে কতবার লুকিং গ্লাস দেখতে হবে?
উত্তর: ৬-৮ বার।
২৮. কুলিং ফ্যানের কাজ কি?
উত্তর: ইঞ্জিনের পানিকে ঠান্ডা করা।
২৯. মোটরযান চালানোর সময় কি কি কাগজপত্র সঙ্গে রাখতে হয়?
উত্তর: ব্লু বুক, লাইসেন্স, ইন্সুরেন্স, ট্যাক্স টোকেন, ফিটনেস।
৩০. কোন প্রকার হর্ন নিষেধ?
উত্তর: হাইড্রোলিক হর্ন।
৩১. লাল বৃত্তের মধ্যে একটি লাল ও কালো গাড়ী থাকলে কি বুঝায়?
উত্তর: গাড়ী ওভার টেকিং নিষেধ।
৩২. একজন চালক দৈনিক বিরতিহীন কত ঘন্টা গাড়ী চালাতে পারবে?
উত্তর: (০৫) পাচ ঘন্টা।
৩৩. রাস্তায় চলমান গাড়ীর কাগজপত্র পরিদর্শন করার কোন কর্মকর্তা ক্ষমতা রাখেন?
উত্তর: পুলিশ/বি আর টি এ এর কর্মকর্তা।
৩৪. মোটর সাইকেলে চালক ব্যতীত কতজন যাত্রী বহন করতে পারবে?
উত্তর: ১ জন।
৩৫. ইন্সুরেন্স বিহীন অবস্থায় গাড়ী চালালে জরিমানা কত?
উত্তর: ২০০০ টাকা।
৩৬. নীল রঙ্গের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?
উত্তর: তথ্যমূলক।
৩৭. ত্রিভুজ চিহ্নের প্রতীক দ্বারা কি বুঝায়?
উত্তর: সতর্কতামূলক।
৩৮. লাইসেন্স কত প্রকার?
উত্তর: ৩ প্রকার।
৩৯. চলন্ত অবস্থায় মোটর সাইকেল ঠান্ডা হয় কিভাবে?
উত্তর: বাতাসের সাহায্যে।
৪০. গোল লাল বৃত্তের মধ্যে বড় বাস থাকলে কি বুঝায়?
উত্তর: বাস চলাচল নিষেধ।
৪১. ইঞ্জিন বাল্ব কত প্রকার ও কি কি?
উত্তর: দুই প্রকার
যথা- ১. ইনটেক ভাল
২. এডজাস্ট ভাব।
৪২. মোটরযানে ব্যবহৃত ফিল্টার গুলোর নাম কি?
উত্তর: ইয়ার ফিল্টার মবিল ফিল্টার।
৪৩. মোটর সাইকেল চালক ও আরহীর উভয়ই কি হেলমেট পরা বাধ্যতামুলক?
উত্তর: হ্যাঁ।
৪৪. হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কী মোটর সাইকেল চালাতে পারবে?
উত্তর: না।
৪৫. বেপরোয়া বা বিপদজনক ভাবে গাড়ী চালালে জরিমানা কত?
উত্তর: ২০০০ টাকা।
৪৬. নিয়মিত ব্যাটারীর কি পরিক্ষা করতে হয়?
উত্তর: পানি।
৪৭. ব্রেক ওয়েল কোথায় দিতে হয়?
উত্তর: মাস্টার সিলিন্ডারে।
৪৮. রাস্তায় মোটর যান দুর্ঘটনা কবলিত হইলে চালকের দায়িত্ব কি?
উত্তর: আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা।
৪৯. এয়ার ক্লিনারের কাজ কি?
উত্তর: বাতাস পরিস্কার করা।
৫০. মোটরযান রাস্তায় বের করার পূর্বে কি কি যন্ত্রাংশ চেক করতে হয়?
উত্তর: জালানি, ব্রেক গিয়ার, স্টেয়ারিং, চাকা ইত্যাদি।
৫১. পাহাড়ে বা উঁচু রাস্তায় কোন গিয়ারে গাড়ী চালাতে হয়?
উত্তর: প্রথম গিয়ারে।
৫২. একটি লাল বৃত্তের ভিতরে পথচারী আকা থাকলে কি বুঝবেন?
উত্তর: পথচারী পারাপার নিষেধ।
৫৩. রেডিয়টারের কাজ কি?
উত্তর: ইঞ্জিন কে ঠান্ডা রাখা।
৫৪. কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে?
উত্তর: অন্ধবাকে।
৫৫. সড়ক দুর্ঘটনার কারন লিখ?
উত্তর: ওভার লোড, ওভার স্পিড, অত্যাধিক আত্মবিশ্বাস।
৫৬. এয়ার ক্লিনার এর কাজ কি?
উত্তর: বাহিরের বাতাস কে পরিস্কার করে কার্বোরেট পৌঁছিয়ে দেয়া।
৫৭. ফুয়েল ফিল্টার এর কাজ কি?
উত্তর: তেল পরিস্কার করা।
৫৮. কার্বোরেটরের কাজ কি?
উত্তর: তেল ও বাতাস কে আনুপাতিক হারে ইঞ্জিনে পৌছে দেয়া।
৫৯. লাইসেন্স বিহীন গাড়ি চালালে কত টাকা জরিমানা?
উত্তর: ২৫০০০ টাকা।
৬০. লাল বৃত্ত কি চিহ্ন নির্দেশ করে?
উত্তর: বাধ্যতামূলক না।
৬১. ট্রাফিক আইন কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
৬২. আইন অনুযায়ী অপেশাদার চালকের বয়স কত?
উত্তর: ১৮ বছর।
৬৩. আইন অনুযায়ী ৩০ মিনিট বিরতী সহ কত ঘন্টা গাড়ী চালাতে পারবে?
উত্তর: ৮ ঘন্টা।
৬৪. লাল বৃত্তের ভিতরে পথচারী আকা থাকলে কি বুঝবেন?
উত্তর: পথচারী পারাপার নিষেধ।
৬৫. রেল ক্রসিং কত প্রকার ও কি কি?
উত্তর: দুই প্রকার ১. অরক্ষিত ২. রক্ষিত লেভেল ক্রসিং।
আরো সকল তথ্য পেতে আমাদের ফেসবুক ফলো করুন।