যে ১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না

Share This Post
১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না

যে ১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না

যে ১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না এমন কয়েকটি স্কিল সম্পর্কে আজকের পোস্ট। একজন মানুষ টাকা আয় করার জন্য অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করে থাকে। কিন্তু দেখা যায় সে তবুও বেকার থেকে যায়। তাই আপনার জীবনে বেকার থাকা লাগবে না এমন ১০টি কাজ সম্পর্কে আজকে জানাবো। 

যে কাজ গুলো আপনি একবার শিখে নিতে পারলেই আপনার কোনদিন বেকার অবস্থায় জীবন যাপন করতে হবে না। কারো কাছে চাকরির জন্য যাওয়া লাগবে না। আপনি বরং মানুষকে চাকুরী দিতে পারবেন। আসুন জেনে নিই সেই দশটি কাজ সম্পর্কে। 

পৃথিবীর যে কোন জায়গায় গিয়ে আপনি টাকা আয় করতে পারবেন সহজেই। কারো উপর নির্ভর থাকা লাগবে না একটি চাকরির জন্য। যে দশটি কাজ সম্পর্কে বলবো তা একজন মানুষ ৬ মাস থেকে ১ বছর সময় দিয়ে একবার শিখে নিতে পারলেই আপনার কোনদিন বেকার থাকা লাগবে না। 

মাসে লাখ টাকা আয়ের সেরা ১০টি স্কিল

১. কম্পিউটার এবং অনলাইন সম্পর্কে অভিজ্ঞ হওয়া।

২. মজাদার এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করা।

৩. পোশাক তৈরি করা।

৪. ড্রাইভিং জানা।

৫. সেলুনের কাজে অভিজ্ঞ হওয়া।

৬. মোবাইল এবং কম্পিউটার সার্ভিসিং এ অভিজ্ঞ হওয়া। 

৭. পশু-পাখি পালন শেখা।

৮. মানুষকে বোঝাতে পারা। 

৯. ভালো ছবি তুলতে পারা।

১০. ইংরেজিতে ভাষায় অভিজ্ঞ হওয়া।

১. কম্পিউটার এবং অনলাইন সম্পর্কে অভিজ্ঞ হওয়া।

একজন মানুষ যদি কম্পিউটারে অভিজ্ঞ হয় এবং অনলাইন সম্পর্কে তার ভালো জ্ঞান থাকে। তাহলে তার কোনদিন জীবনে বেকার থাকা লাগবে না। কারণ বর্তমানের ব্যবসা, শিক্ষ এবং বিনোদন সবই অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন। 

কম্পিউটার এবং অনলাইন সম্পর্কে জানলে যে সুবিধা গুলো পাবেন।

  • নিজে একটি ব্যবসা দাড় করাতে পারবেন।
  • অনলাইন চাকুরী করতে পারবেন।

আপনি যদি অনলাইন সম্পর্কে অভিজ্ঞ হতে পারেন। তাহলে আপনার কোনদিন বেকার থাকা লাগবে না। অনলাইনের মাধ্যমে যে কাজ গুলো করে আপনি টাকা আয় করতে পারবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন। 

আরো পড়ুন: অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায় সমূহের তালিকা ২০২৫

২. মজাদার এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করা।

আপনি যদি মজাদার খাবার তৈরি করতে পারেন তাহলে আপনার কোনদিন বেকার থাকা লাগবে না। কারণ মানুষ যতদিন বেচে থাকবে ততদিন সবাই খাবার খাবেই। তাই আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন। 

আপনি যদি মজাদার এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারেন তাহলে নিজে একটি রেস্টুরেন্ট দিতে পারবেন। তাছাড়াও যখন আপনি মজাদার এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারলে আপনাকে বড় বড় হোটেল এ চাকুরীর অফার দিবে। যে ১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না তার মধ্যে মজাদার খাবার তৈরি একটি।

আপনি যদি খাবার তৈরি করা শিখতে চান তাহলে মন ‍দিয়ে কাজটি শিখুন। ভালো খাবার কে না পছন্দ করে। যখন আপনি ভালো মজাদার স্বাস্থ্যকর খাবার তৈরি করবেন তখন আপনার কাস্টমারই অন্য আরো কাস্টমার নিয়ে আসবে। 

এছাড়াও আপনি যখন ভালো একজন সেফ হয়ে যাবেন তখন মানুষকে শেখাতে পারবেন। এই কাজটি করেও আপনি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। 

আমাদের ফেসবুক পেইজ : তোয়ান – Tooaan

৩. পোশাক তৈরি করা।

পৃথিবীতে মানুষ যতদিন বেচে থাকবে ততদিন পোশাক পড়বেই। হয়তো পোশাকের স্টাইল পরির্বত হবে। আপনি যুগের পরিবর্তনের সাথে নতুন স্টাইলগুলো শিখে নিতে পারলেই আপনার কোনদিন বেকার থাকা লাগবে। 

আপনি যদি একজন দক্ষ পোশাক তৈরির কারিগর হতে পারেন তাহলে এই ফিল্ড থেকেও মাসে লাখ টাকা আয় করা সম্ভব। ১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না তার মধ্যে এটি আরেকটি।

প্রথমে আপনি ছোট করে একটি দোকান দিয়ে শুরু করতে পারেন। তারপর মানুষকে শিখিয়ে আপনার দোকান বড় করতে পারবেন। একসময় আপনি বড় বড় কোম্পানির কাছ থেকে অর্ডার এনে কাজ করতে পারবেন। 

এছাড়াও আপনি যখন কাজটি করতে পারবেন তখন অন্য যে কোন দোকানে গিয়ে প্রোডাকশন হিসেবে কাজ করতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন পোশাক তৈরির কাজের মান কোনদিন কমবে না। আপনি যদি এই কাজের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে শিখতে পারেন। 

৪. ড্রাইভিং জানা।

আপনি যদি ভালো ড্রাইভিং জানেন তাহলেও আপনার কোনদিন বেকার থাকা লাগবে না। কারণ মানুষ যত দিনে বেচে থাকবে ততদিন বিভিন্ন কাজের জন্য যাতায়াত করতে হবে। আর আপনি যদি ড্রাইভিং শিখতে পারেন তাহলে নিজে একটি গাড়ি কিনে চালাতে পারেন। 

অথবা ড্রাইভিং এ আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে মানুষের চাকুরী ও করতে পারবেন। এছাড়াও আপনি মানুষকে ড্রাইভিং শিখিয়ে ও টাকা আয় করতে পারবেন। যে ১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না

আরো পড়ুন: পেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে ট্রান্সফার

৫. সেলুনের কাজে অভিজ্ঞ হওয়া।

সেলুনের কাজ অর্থাৎ আপনি যদি চুল কাটায় দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার কাজ কোনদিন ফুরাবে না। মানুষ যতদিন বেচে থাকবে ততদিন তারা চুল কাটবেই। 

আপনি যদি বাজারের যত মানুষ চুল কাটে তাদের থেকে উন্নত এবং ভালো ডিজাইন করতে পারেন তাহলে মানুষ আপনার কাছেই আসবে। আপনি একটি দোকান নিয়ে সেখানে আরো মানুষকে কাজ দিতে পারবেন। এবং তাদের থেকে কিছু কমিশন নিয়ে ভালো পরিমান টাকা আয় করতে পারবেন। এছাড়াও মানুষকে টাকার চুল কাটা শিখিয়ে টাকা আয় করতে পারবেন। 

আপনি যদি এই কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে শিখতে পারেন চুলকাটিং। এই কাজটিও যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন স্টাইলে যদি মানুষের চুল দাড়ি কেটে দিতে পারেন তাহলে আপনার কাজ কোনো দিন শেষ হয়ে না। যে ১০টি স্কিল অর্জন করলে জীবনে বেকার থাকা লাগবে না

৬. মোবাইল এবং কম্পিউটার সার্ভিসিং এ অভিজ্ঞ হওয়া।

মোবাইল এবং কম্পিউটার সার্ভিসিং ও এমন একটি কাজ যা আপনি একবার শিখতে পারলেই জীবনে বেকার থাকা লাগবে না। মানুষ ডিজিটাল যুগে এসে মোবাইল এবং কম্পিটার ব্যবহার করছে বেশি। আর এগুলো হলো ইলেক্ট্রনিক পণ্য যা যেকোন সময় নষ্ট হতে পারে। 

তাই আপনি যদি এই কাজটি শিখতে পারেন জীবনে আপনার কোনদিন বেকার থাকা লাগবে না। 

৭. পশু-পাখি পালন শেখা।

পশু পাখি পালন ও এমন একটি কাজ যা পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ পালন করবে। আপনি যদি বিভিন্ন গৃহপালিত পশু পাখি পালন করেন তাহলে সেগুলো বিক্রি করে লাখ টাকা আয় করতে পারেন। 

আপনি আরো যে কাজটি করতে পারেন তা হলো বর্তমানে মানুষ উন্নত সব প্রজাতির কুকুর, বিড়াল, পাখি খামার করতে পারেন। সেগুলো বিক্রি করে আপনি লাখ টাকা আয় করতে পারবেন। আপনি যদি পশু পাখি পালনে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই কাজটি শিখতে পারেন। 

৮. মানুষকে বোঝাতে পারা। 

মানুষকে বোঝাতে পারা এমন একটি কাজ যা কোনদিন শেষ হবে না। আপনি যদি মানুষকে বোঝাতে পারেন তাহলে একজন বড় ব্যবসায়ী হতে পারবেন। কিংবা আপনি মার্কেটিং এর চাকুরী করতে পারবেন অতি সহজেই। 

এছাড়াও আপনি যদি মানুষকে ভালো বোঝাতে পারেন তাহলে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে টিউটোরিয়াল দিয়ে টাকা আয় করতে পারবেন। মোট কথা মানুষকে বোঝানো এমন একটি স্কিল যার থেকে অগনিত টাকা আয় করা যায়। এই কাজটি করতে হলে আগে আপনার যেকোন বিষয়ে ভালো ধারণা অর্জন করতে হবে। 

উপরোক্ত যে বিষয়গুলোর কথা বলেছি তার মধ্যে এই স্কিল থেকে সবচেয়ে বেশি টাকা আয় করা যায়। এবং এই স্কিলটি সবচেয়ে কঠিন একটি বিষয়। তাই এই ফিল্ড থেকে সবচেয়ে বেশি টাকা আয় করা সম্ভব। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে শিখা শুরু করে দিন এখুনি। 

৯. ভালো ছবি তুলতে পারা।

ভালো ছবি তুলতে পারা এমন একটি স্কিল যার চাহিদা ও অনেক। আপনি যদি ভালো মানের একজন ফটোগ্রাফার হতে পারেন তাহলে নিজে একটি স্টুডিও দিতে পারবেন। এছাড়াও ভালো যখন ভালো মানের ছবি তুলে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। 

১০. ইংরেজিতে ভাষায় অভিজ্ঞ হওয়া।

জীবনে বেকার থাকা লাগবে না এমন আর একটি স্কিল হলো ইংরেজিতে অভিজ্ঞ হওয়া। কারণ ইংরেজি ভাষা হলো ইন্টারন্যাশনাল একটি ভাষা। আপনি যদি এই ভাষায় অভিজ্ঞ হতে পারেন তাহলে যেকোন জায়গায় আপনার চাকুরী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অথবা মানুষকে ইংরেজি শিখিয়ে টাকা আয় করতে পারবেন। 

বর্তমানে অনলাইনের মাধ্যমে মানুষ ইংরেজি শেখানো কোর্স করিয়ে লাখ লাখ টাকা আয় করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *