
ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার নিয়ম ২০২৫
আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করে থাকেন। এবং আপনাকে যদি বিআরটিএ অফিস থেকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়। তাহলে আপনি সেই টোকেনটি ব্যবহার করে আপনার ড্রাইভিং লাইসেন্স কোন পর্যায় রয়েছে সেটি দেখতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সের কোন তথ্য ভুল আছে কিনা? আপনার ড্রাইভিং লাইসেন্স হতে কোন পর্যায়ে গিয়ে আটকে আছে? এছাড়া আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড টি পেতে চান তাহলে সেটি হয়েছে কিনা? এবং আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড টি আপনার নিকটবর্তী বিআরটিএ অফিসে আসছে কিনা? এই সকল রোড ম্যাপে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স কোন পর্যায়ে রয়েছে সেটি দেখতে পারবেন।
আপনি যদি ইতিমধ্য ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ডের জন্য আবেদন করে সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং সকল ডকুমেন্ট অফিসে জমা দিয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। আর আপনি এই ডেলিভারি সিলেট টি দিয়ে আপনার মোবাইল ফোন থেকেই দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি হতে কোন পর্যায়ে রয়েছে। এ ছাড়া আপনার যদি স্মার্ট কার্ডটি হয়ে যায় তাহলে আপনি এই অ্যাপস এর সাহায্যে দেখতে পারবেন এবং যথা সময়ে আপনি এই স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনি সার্চ করুন ” BRTA DL Checker ” লিখে। তাহলে বিআরটিএ এর অফিসিয়াল অ্যাপসটি আপনার কাছে চলে আসবে সেটি আপনি ইন্সটল করে নিন।

- এরপর আপনি অ্যাপটি “ওপেন” করুন। BRTA DL Checker এপসটি ওপেন করার পর একটি সার্চ ফরম আসবে সেখানে শুধু ২টি ইনফরমেশন দিয়ে সার্চ করতে হবে যেমন:

- ১. আপনাকে বিআরটিএ অফিস থেকে একটি ডেলিভারি স্লিপ দেয়া হবে। সেই ডেলিভারি স্লিপে BRTA reference number থাকবে সেটি লিখে দিন।
- ২. আপনি যে আপনার জন্মতারিখ বিআরটিএ অফিসে দিয়েছেন এই জন্ম নিবন্ধন তারিখ সঠিকভাবে সিলেক্ট করে দিবেন।
- তারপর আপনি নিচে ‘ Search ‘ বাটনে ক্লিক করুন।

তাহলে আপনাকে সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের স্ট্যাটাস পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি। এবং তার নিচে সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন। সেখানে একটি স্ট্যাটাস অপশন থাকবে। সেই স্ট্যাটাসে মূলত লেখা থাকবে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড টি কোন পর্যায়ে রয়েছে।
এখানে মূলত ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ডের ১২ টি স্ট্যাটাস থাকে। আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ডে কোন স্ট্যাটাস থাকলে কোন পর্যায়ে থাকবে সেটি আমি নিচে সংক্ষেপে লিখে দিলাম:
BRTA DL CHEACKER এপ এর সকল স্ট্যাটাসের বিস্তারিত!
- 1. Offline Enrolled: থাকলে কেবল ফিংজ্ঞার নেয়া হয়েছে।
- 2. Authority Remark: থাকলে আপনার দেয়া তথ্য যাইয়ে কোন সন্দেহ হয়েছে। দ্রুত বি.আর.টি.এ যোগাযোগ করুন।
- 3. Proof Remarks: থাকলে আপনার দেয়া তথ্যের সাথে মিল পাওয়া যায় নাই। দ্রুত বি.আর.টি.এ যোগাযোগ করুন।
- 4. Remark Changed: থাকলে আপনার দেয়া তথ্য ব্লক করা হয়েছিল, তা ঠিক করা হয়েছে।
- 5. Proof Verified: থাকলে আপনার দেয়া তথ্য যাচাই সম্পন্ন হয়েছে।
- 6. Proof Approved: থাকলে আপনার দেয়া তথ্য গ্রহন করা হয়েছে।
- 7. Ready For Print: থাকলে আপিনার ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্ট এর জন্য প্রস্তুত।
- 8. Print Error: থাকলে প্রিন্ট এ ঝামেলা হয়েছে, দ্রুত বি.আর.টি.এ যোগাযোগ করুন।
- 9. Quality Check: থাকলে কার্ড প্রিন্টিং শেষ, কার্ডের বিস্তারিত যাচাই এ আছে। (Reading Complete)
- 10. Ready For Dispatc: থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড বি.আর.টি.এ প্রেরনের জন্য প্রস্তুত।
- 11. Shipment Hand Over to Post: থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড বি.আর.টি.এ প্রেরনের জন্য দেয়া হয়েছে।
- 12. Shipment Received In Circle: থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড বি.আর.টি.এ তে আছে।
তো বন্ধু আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড পেতে চান তাহলে অবশ্যই আপনাকে উপরের দেওয়া 12 টি স্টেপ ফলো করতে হবে। এখানে যদি আপনার কোন স্টেপে ভুল থাকে তাহলে দ্রুত বিআরটিএ অফিসে গিয়ে সমাধান করে নিবেন। Follow
আশা করি আজকের পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আরো আমাদের পূর্ববর্তী পোস্ট রয়েছে। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আরো জানতে চান তাহলে ক্লিক করুন।